জামালদের সঙ্গে মার্তিনেজের দেখা না হওয়ার ব্যাখ্যা আয়োজকদের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১২: ২৬
Thumbnail image

এমিলিয়ানো মার্তিনেজের ঝটিকা বাংলাদেশ সফর নিয়ে চলছে তুমুল সমালোচনা, বিতর্ক। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষককে জনসম্মুখে আনা হয়নি, হয়নি কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও ৷ সবচেয়ে বিতর্কের জন্ম দিয়েছে যে ঘটনা, একই সময়ে বিমানবন্দরে থেকেও সৌজন্য সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয়নি বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে। 

গতকাল ভোর ৫টায় বাংলাদেশে এসেছিলেন মার্তিনেজ। ৯টার দিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক গিয়েছিলেন বাড্ডায় নেক্সট ভেঞ্চার্সের কার্যালয়ে। মার্তিনেজের ঢাকা সফরের আয়োজক এই প্রতিষ্ঠান। সাড়ে ১০টার মধ্যে মার্তিনেজ নেক্সট ভেঞ্চার্সের কার্যালয় ছেড়ে যান। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়, অতঃপর বেলা ২টার দিকে বিমানবন্দরে ৷ একই সময়ে সাফ টুর্নামেন্ট শেষে ঢাকায় ফিরছিল বাংলাদেশ ফুটবল দল। জামাল ভূঁইয়া, আনিসুর রহমান জিকোরা যখন বিমানবন্দরের ভিআইপি এরিয়া থেকে বেরিয়ে আসছিলেন, তখন মার্তিনেজ ফিরে যাচ্ছিলেন ঢাকা ছেড়ে। গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষককে বিমানবন্দরে দেখতে জামালরা অপেক্ষা করছিলেন ভিআইপি গেটে। বারবার অনুরোধের পরও ঘিরে থাকা কর্মকর্তারা জামালের সঙ্গে দেখা করার বিষয়টি জানাননি মার্তিনেজকে। 

মার্তিনেজের এই সংক্ষিপ্ত সফর নিয়ে আয়োজকদের দায়ী করা হচ্ছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা দেখে নিজেকে ‘অপরাধী’ মনে করছেন নেক্সট ভেঞ্চারসের প্রধান আব্দুল্লাহ জায়েদ। ফেসবুকে বিশাল এক পোস্টের ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘বাংলাদেশ ফুটবল দলকে দাওয়াত করতে জামাল ভূঁইয়ার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেছি। পরে জানতে পেরেছি ১টার দিকে তিনি বিমানে আসবেন। তাছাড়া জামাল ভূঁইয়া যে ভিআইপি টার্মিনালের বাইরে অপেক্ষা করছেন, আমাদের জানানো হয়নি। যদি জানতাম, তাহলে অন্তত ফোন করতাম। কিছু আয়োজনের চেষ্টা করতাম। এখনো বুঝতে পারছি না ফুটবল দলকে নেক্সটের অনুষ্ঠানে না আনতে পারায় কেন আমাদের দায়ী করা হচ্ছে। যেখানে ফুটবল দল বাংলাদেশে আসার আগে সাড়ে ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করার দায়িত্ব দেওয়া হয়েছিল।’ 

ফুটবল দলের সঙ্গে মার্তিনেজের দেখা না হওয়ার বিষয়ের পাশাপাশি আরও অনেক কিছু নিয়ে সমালোচিত হয়েছে নেক্সট ভেঞ্চার্স। জায়েদ সেসব সমালোচনার কারণ বোঝার চেষ্টা করছেন, ‘দুজন বিখ্যাত ভ্লগার আমাদের অনুষ্ঠানে এসেছিলেন। তাদের দাওয়াত দেওয়ায় অপরাধ কী ছিল তা এখনো বুঝতে পারছি না। এটা কি তাদের দোষ ছিল? কে আসতেন না এখানে? এমনকি গণমাধ্যম না আসতে পারার দায়ও আমাদের ওপর চাপানো হচ্ছে। যেটা আমাদের সিদ্ধান্ত ছিল না। আর এমি সাড়ে ১০টায় নেক্সটের অনুষ্ঠান ছেড়ে যাওয়ার পর তাঁর ওপর আমাদের কোনো দায়িত্ব ছিল না। তাঁর নিরাপত্তার চিন্তাভাবনা তখন ছিল জাতীয় ব্যাপার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত