মেসি নয়, নিজেকে নিয়ে চিন্তা কোমানের

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ঢাকা: ব্যর্থ মৌসুম শেষে লিওনেল মেসি ছাড়তে পারেন বার্সেলোনা। মেসির ভবিষ্যৎ গন্তব্য নিয়েও চলছে জল্পনা–কল্পনা। তবে বার্সা কোচ রোনাল্ড কোমান মনে করেন, মেসি বার্সাতেই থেকে যাবেন। মেসিকে নিয়ে আত্মবিশ্বাসী কোমান অবশ্য বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান।

ভুলে যাওয়ার মতো একটি মৌসুম পার করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে বাদ পড়েছে শেষ ষোলোতে। লা লিগা শিরোপা সম্ভাবনাও শেষ হয়েছে। মৌসুমে একমাত্র অর্জন কোপা দেল রে শিরোপা। এমন বাজে পারফরম্যান্স চাপে ফেলেছে কোমানকে। তাই নিজের চাকরি নিয়ে চিন্তায় পড়ে গেছেন এই ডাচ কোচ, ‘চাকরি থাকবে কি না, এই ব্যাপারে আমি আসলেই কিছু জানি না। সভাপতির সঙ্গেও এ নিয়ে আমার কোনো কথা হয়নি। কাল ম্যাচের পর আমরা কথা বলব।’

দলে পরিবর্তন আনতে চাওয়া কোমান অবশ্য বার্সাতেই থাকতে চান, ‘আমাদের দলে কিছু পরিবর্তন দরকার। তবে প্রথম দিন থেকেই বলে আসছি, কাজটা চালিয়ে যেতে চাই। বাকিটা ক্লাব সভাপতির ওপর নির্ভর করছে। তার কথা যেহেতু শেষ কথা।’

নিজেকে নিয়ে শঙ্কায় থাকা কোমান অবশ্য মেসির থাকা নিয়ে আশাবাদী। মৌসুম শেষে ক্লাব ছাড়ার সুযোগ থাকলেও, কোমানের বিশ্বাস পরের মৌসুমেও মেসি বার্সাতে থাকবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত