ক্রীড়া ডেস্ক, ঢাকা
২৪ দল থেকে ইউরোর শিরোপার লড়াইটা নেমে এসেছে চার দলে। চার দলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের খেলোয়াড়দের সংখ্যাই বেশি। মজার ব্যাপার হচ্ছে, চ্যাম্পিয়নস লিগের দুই ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি আর চেলসির লড়াইটা এখানেও চলছে। সেমিফাইনাল পর্যন্ত এই দুই দলের সর্বোচ্চ খেলোয়াড় আছে চার দলে।
ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ইউরোপ সেরার শিরোপা জিতেছিল চেলসি। ইউরোর শুরুতেও দলগুলোর খেলোয়াড় সংখ্যায় সিটিকে পেছনে ফেলেছিল চেলসি। গ্রুপ পর্ব-শেষ ষোলো-কোয়ার্টার ফাইনাল শেষ করে সেমিফাইনাল পর্যন্ত লড়াইটা অবশ্য সমান সমান। দুই দলেরই আছে সাতজন করে খেলোয়াড়। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচজন করে খেলোয়াড় আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, সিরি-আ ক্লাব জুভেন্টাস ও বার্সেলোনার। স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের আছে তিনজন খেলোয়াড়। স্পেন দলে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় না থাকার প্রভাব পড়েছে এই তালিকায়। স্পেন সেমিফাইনালে উঠলেও স্প্যানিশ জায়ান্ট রিয়ালের কোনো খেলোয়াড় নেই। টুর্নামেন্টের শুরুতে অবশ্য তাদের ছয়জন খেলোয়াড় ছিল ইউরোতে। মন খারাপ হতে পারে বায়ার্ন মিউনিখ সমর্থকদেরও। টুর্নামেন্টের শুরুতে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ খেলোয়াড় থাকলেও এখন একজনও নেই।
ম্যানচেস্টার সিটি-ফেরান টোরেস, রোদ্রি, আইমেরিক লাপোর্তে, কাইল ওয়াকার, রাহিম স্টার্লিং, ফিল ফোডেন, জন স্টোনস।
চেলসি-সিজার আজপিলেকুয়েতা, আন্দ্রেস ক্রিস্টেনসেন, ম্যাসন মাউন্ট, রিস জেমস, বেন চিলওয়েল, এমারসন, জর্জিনহো।
ম্যানচেস্টার ইউনাইটেড-লুক শো, হ্যারি ম্যাগুয়ের, মার্কাস রাশফোর্ড, জাদন সানচো, ডেভিড ডি গিয়া।
জুভেন্টাস-জর্জো কিয়েলিনি, ফেদেরিকো কিয়েসা, লিওনার্দো বোনুচ্চি, ফেদেরিকো বার্নারদেসকি, আলভারো মোরাতা।
বার্সেলোনা-মার্টিন ব্রাথওয়েট, জর্ডি আলবা, পেদ্রি, সার্জিও বুসকেটস, এরিক গার্সিয়া।
প্যারিস সেন্ট জার্মেই-মার্কো ভেরাত্তি, আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি, পাবলো সারাবিয়া।
আতলেতিকো মাদ্রিদ-মার্কোস ইয়োরেন্তে, কোকে, কিয়েরেন ট্রিপিয়ার।
এসি মিলান-জিয়ানলুজি দোন্নারুম্মা, সিমন কায়ের।
ইন্টার মিলান-নিকোলা বারেল্লা (ইতালি), আলেসান্দ্রো বাসতোনি।
টটেনহাম-হ্যারি কেন, পিয়েরে এমিল হইবিয়া।
লিভারপুল-জর্ডান হেন্ডারসন, থিয়াগো আলসানতারা।
বরুসিয়া ডর্টমুন্ড-জুড বেলিংহাম
আর্সেনাল-বুকোয়ো সাকা
২৪ দল থেকে ইউরোর শিরোপার লড়াইটা নেমে এসেছে চার দলে। চার দলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের খেলোয়াড়দের সংখ্যাই বেশি। মজার ব্যাপার হচ্ছে, চ্যাম্পিয়নস লিগের দুই ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি আর চেলসির লড়াইটা এখানেও চলছে। সেমিফাইনাল পর্যন্ত এই দুই দলের সর্বোচ্চ খেলোয়াড় আছে চার দলে।
ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ইউরোপ সেরার শিরোপা জিতেছিল চেলসি। ইউরোর শুরুতেও দলগুলোর খেলোয়াড় সংখ্যায় সিটিকে পেছনে ফেলেছিল চেলসি। গ্রুপ পর্ব-শেষ ষোলো-কোয়ার্টার ফাইনাল শেষ করে সেমিফাইনাল পর্যন্ত লড়াইটা অবশ্য সমান সমান। দুই দলেরই আছে সাতজন করে খেলোয়াড়। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচজন করে খেলোয়াড় আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, সিরি-আ ক্লাব জুভেন্টাস ও বার্সেলোনার। স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের আছে তিনজন খেলোয়াড়। স্পেন দলে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় না থাকার প্রভাব পড়েছে এই তালিকায়। স্পেন সেমিফাইনালে উঠলেও স্প্যানিশ জায়ান্ট রিয়ালের কোনো খেলোয়াড় নেই। টুর্নামেন্টের শুরুতে অবশ্য তাদের ছয়জন খেলোয়াড় ছিল ইউরোতে। মন খারাপ হতে পারে বায়ার্ন মিউনিখ সমর্থকদেরও। টুর্নামেন্টের শুরুতে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ খেলোয়াড় থাকলেও এখন একজনও নেই।
ম্যানচেস্টার সিটি-ফেরান টোরেস, রোদ্রি, আইমেরিক লাপোর্তে, কাইল ওয়াকার, রাহিম স্টার্লিং, ফিল ফোডেন, জন স্টোনস।
চেলসি-সিজার আজপিলেকুয়েতা, আন্দ্রেস ক্রিস্টেনসেন, ম্যাসন মাউন্ট, রিস জেমস, বেন চিলওয়েল, এমারসন, জর্জিনহো।
ম্যানচেস্টার ইউনাইটেড-লুক শো, হ্যারি ম্যাগুয়ের, মার্কাস রাশফোর্ড, জাদন সানচো, ডেভিড ডি গিয়া।
জুভেন্টাস-জর্জো কিয়েলিনি, ফেদেরিকো কিয়েসা, লিওনার্দো বোনুচ্চি, ফেদেরিকো বার্নারদেসকি, আলভারো মোরাতা।
বার্সেলোনা-মার্টিন ব্রাথওয়েট, জর্ডি আলবা, পেদ্রি, সার্জিও বুসকেটস, এরিক গার্সিয়া।
প্যারিস সেন্ট জার্মেই-মার্কো ভেরাত্তি, আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি, পাবলো সারাবিয়া।
আতলেতিকো মাদ্রিদ-মার্কোস ইয়োরেন্তে, কোকে, কিয়েরেন ট্রিপিয়ার।
এসি মিলান-জিয়ানলুজি দোন্নারুম্মা, সিমন কায়ের।
ইন্টার মিলান-নিকোলা বারেল্লা (ইতালি), আলেসান্দ্রো বাসতোনি।
টটেনহাম-হ্যারি কেন, পিয়েরে এমিল হইবিয়া।
লিভারপুল-জর্ডান হেন্ডারসন, থিয়াগো আলসানতারা।
বরুসিয়া ডর্টমুন্ড-জুড বেলিংহাম
আর্সেনাল-বুকোয়ো সাকা
২০ মিনিটের ব্যবধানে আইপিএল পেল সবচেয়ে দামি নতুন ক্রিকেটার। আজ জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় প্রথমে ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট
১ ঘণ্টা আগেএভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
২ ঘণ্টা আগেস্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
৩ ঘণ্টা আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
৪ ঘণ্টা আগে