ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি আসার পরই পাল্টে গেছে ইন্টার মায়ামি। হারতেই ভুলে গেছে তারা। লিগস কাপ, মেজর লিগ সকার (এমএলএস), ইউএস ওপেন কাপ-টুর্নামেন্ট যা-ই হোক, হয় মায়ামি জিতছে বা ড্র করছে।
বিএমও স্টেডিয়ামে আজ এমএলএসে মায়ামির প্রতিপক্ষ ছিল লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে এলএএফসি এমএলএস টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। এমএলএসের বর্তমান চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়েছে মায়ামি। এই ম্যাচে মায়ামির শুরুর একাদশে ছিলেন মেসি। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার গোল না পেলেও দলের জয়ে অবদান রেখেছেন।
এলএএফসির বিপক্ষে আজ দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ১৪ মিনিটে টমাস অ্যাভিলেসের অ্যাসিস্টে গোল করেছেন ফাকুন্দো ফারিয়াস। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করেন মেসিরা। দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ৫১ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন জর্দি আলবা। আলবাকে অ্যাসিস্ট করেছেন তাঁর বার্সেলোনার সতীর্থ মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার থ্রো বল করেছেন। সেখান থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আলবা। এরপর ৮৩ মিনিটে লিওনার্দো কাম্পানাকে দিয়ে গোল করিয়েছেন মেসি। মেসির জোড়া অ্যাসিস্টে এলএএফসিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি।
মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জেতে মায়ামি। লিগস কাপ দিয়েই মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার খেলার পর ১১ ম্যাচে মায়ামি জিতেছে ১০ ম্যাচ এবং ১ ম্যাচ ড্র হয়েছে।
লিওনেল মেসি আসার পরই পাল্টে গেছে ইন্টার মায়ামি। হারতেই ভুলে গেছে তারা। লিগস কাপ, মেজর লিগ সকার (এমএলএস), ইউএস ওপেন কাপ-টুর্নামেন্ট যা-ই হোক, হয় মায়ামি জিতছে বা ড্র করছে।
বিএমও স্টেডিয়ামে আজ এমএলএসে মায়ামির প্রতিপক্ষ ছিল লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে এলএএফসি এমএলএস টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। এমএলএসের বর্তমান চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়েছে মায়ামি। এই ম্যাচে মায়ামির শুরুর একাদশে ছিলেন মেসি। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার গোল না পেলেও দলের জয়ে অবদান রেখেছেন।
এলএএফসির বিপক্ষে আজ দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ১৪ মিনিটে টমাস অ্যাভিলেসের অ্যাসিস্টে গোল করেছেন ফাকুন্দো ফারিয়াস। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করেন মেসিরা। দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ৫১ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন জর্দি আলবা। আলবাকে অ্যাসিস্ট করেছেন তাঁর বার্সেলোনার সতীর্থ মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার থ্রো বল করেছেন। সেখান থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আলবা। এরপর ৮৩ মিনিটে লিওনার্দো কাম্পানাকে দিয়ে গোল করিয়েছেন মেসি। মেসির জোড়া অ্যাসিস্টে এলএএফসিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি।
মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জেতে মায়ামি। লিগস কাপ দিয়েই মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার খেলার পর ১১ ম্যাচে মায়ামি জিতেছে ১০ ম্যাচ এবং ১ ম্যাচ ড্র হয়েছে।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
১ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৩ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৪ ঘণ্টা আগে