Ajker Patrika

এমএলএস চ্যাম্পিয়নদেরও হারালেন মেসিরা 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৩৯
এমএলএস চ্যাম্পিয়নদেরও হারালেন মেসিরা 

লিওনেল মেসি আসার পরই পাল্টে গেছে ইন্টার মায়ামি। হারতেই ভুলে গেছে তারা। লিগস কাপ, মেজর লিগ সকার (এমএলএস), ইউএস ওপেন কাপ-টুর্নামেন্ট যা-ই হোক, হয় মায়ামি জিতছে বা ড্র করছে। 

বিএমও স্টেডিয়ামে আজ এমএলএসে মায়ামির প্রতিপক্ষ ছিল লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে এলএএফসি এমএলএস টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। এমএলএসের বর্তমান চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়েছে মায়ামি। এই ম্যাচে মায়ামির শুরুর একাদশে ছিলেন মেসি। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার গোল না পেলেও দলের জয়ে অবদান রেখেছেন। 

এলএএফসির বিপক্ষে আজ দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ১৪ মিনিটে টমাস অ্যাভিলেসের অ্যাসিস্টে গোল করেছেন ফাকুন্দো ফারিয়াস। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করেন মেসিরা। দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ৫১ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন জর্দি আলবা। আলবাকে অ্যাসিস্ট করেছেন তাঁর বার্সেলোনার সতীর্থ মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার থ্রো বল করেছেন। সেখান থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আলবা। এরপর ৮৩ মিনিটে লিওনার্দো কাম্পানাকে দিয়ে গোল করিয়েছেন মেসি। মেসির জোড়া অ্যাসিস্টে এলএএফসিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। 

মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জেতে মায়ামি। লিগস কাপ দিয়েই মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার খেলার পর ১১ ম্যাচে মায়ামি জিতেছে ১০ ম্যাচ এবং ১ ম্যাচ ড্র হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত