ক্রীড়া ডেস্ক
‘কসাই মার্তিনেজ’ নামে লিসান্দ্রো মার্তিনেজ তো এরই মধ্যে পরিচয় পেয়ে গেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকার রক্ষণব্যূহ ভেদ করে প্রতিপক্ষ ফুটবলারদের গোল করতে রীতিমতো ঘাম ছুটে যায়। প্রতিযোগিতামূলক হোক বা প্রীতি ম্যাচ, তাঁর মধ্যে দেখা যায় ‘যুদ্ধংদেহী মনোভাব’। প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে মার্তিনেজের প্রায়ই কথা-কাটাকাটি হয়।
গতকাল টেক্সাসের হস্টনের এনআরজি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ। ৪২ মিনিটে রিয়ালের মিডফিল্ডার জুড বেলিংহামকে ফাউল করেন মার্তিনেজ। তখনই বেলিংহামের সঙ্গে মার্তিনেজের কথা-কাটাকাটি শুরু হয়। এমনকি হলুদ কার্ডও খেতে হয়েছে আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে।
তবে বেলিংহামের কাছে এই ঘটনা খেলারই অংশ। ইংলিশ এই মিডফিল্ডার ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, ‘প্রথমার্ধের শেষে একটু কথা-কাটাকাটি হয়েছিল। কিন্তু যখন সে আমাকে শুভকামনা জানিয়ে চলে গিয়েছিল, আমি সত্যিই ব্যাপারটিকে সম্মানে চোখের দেখেছি। আমি মনে করি, মাঠের ঘটনা মাঠে থাকাই ভালো। তার সঙ্গে ম্যাচ শেষে দেখা করেছি এবং শুভকামনা জানিয়েছি। সে দারুণ এক খেলোয়াড়। আমার মতো সে জিততে চায়। মাঝেমধ্যে তা একটু বেশি হয়ে যায়। এটা খেলারই অংশ।’
প্রীতি ম্যাচে ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। ম্যাচের ৬ মিনিটে গোল করেন বেলিংহাম ও ৮৯ মিনিটে লস ব্লাঙ্কোসদের দ্বিতীয় গোলটি করেন হোসেলু। এবার বরুসিয়া ডর্টমুন্ড থেকে ১০৩ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে এসেছেন বেলিংহাম, বাংলাদেশি মুদ্রায় তা ১২৪৫ কোটি ৫৮ লাখ টাকা।
আরেক প্রীতি ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল ও বার্সেলোনা। কাতালান জায়ান্টদের ৫-৩ গোলে হারিয়েছে গানাররা। আর্সেনালের হয়ে জোড়া গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। বার্সার হয়ে একটি করে গোল করেন রবার্ট লেভানডফস্কি, রাফিনহা ও ফেরান তোরেস।
‘কসাই মার্তিনেজ’ নামে লিসান্দ্রো মার্তিনেজ তো এরই মধ্যে পরিচয় পেয়ে গেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকার রক্ষণব্যূহ ভেদ করে প্রতিপক্ষ ফুটবলারদের গোল করতে রীতিমতো ঘাম ছুটে যায়। প্রতিযোগিতামূলক হোক বা প্রীতি ম্যাচ, তাঁর মধ্যে দেখা যায় ‘যুদ্ধংদেহী মনোভাব’। প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে মার্তিনেজের প্রায়ই কথা-কাটাকাটি হয়।
গতকাল টেক্সাসের হস্টনের এনআরজি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ। ৪২ মিনিটে রিয়ালের মিডফিল্ডার জুড বেলিংহামকে ফাউল করেন মার্তিনেজ। তখনই বেলিংহামের সঙ্গে মার্তিনেজের কথা-কাটাকাটি শুরু হয়। এমনকি হলুদ কার্ডও খেতে হয়েছে আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে।
তবে বেলিংহামের কাছে এই ঘটনা খেলারই অংশ। ইংলিশ এই মিডফিল্ডার ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, ‘প্রথমার্ধের শেষে একটু কথা-কাটাকাটি হয়েছিল। কিন্তু যখন সে আমাকে শুভকামনা জানিয়ে চলে গিয়েছিল, আমি সত্যিই ব্যাপারটিকে সম্মানে চোখের দেখেছি। আমি মনে করি, মাঠের ঘটনা মাঠে থাকাই ভালো। তার সঙ্গে ম্যাচ শেষে দেখা করেছি এবং শুভকামনা জানিয়েছি। সে দারুণ এক খেলোয়াড়। আমার মতো সে জিততে চায়। মাঝেমধ্যে তা একটু বেশি হয়ে যায়। এটা খেলারই অংশ।’
প্রীতি ম্যাচে ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। ম্যাচের ৬ মিনিটে গোল করেন বেলিংহাম ও ৮৯ মিনিটে লস ব্লাঙ্কোসদের দ্বিতীয় গোলটি করেন হোসেলু। এবার বরুসিয়া ডর্টমুন্ড থেকে ১০৩ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে এসেছেন বেলিংহাম, বাংলাদেশি মুদ্রায় তা ১২৪৫ কোটি ৫৮ লাখ টাকা।
আরেক প্রীতি ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল ও বার্সেলোনা। কাতালান জায়ান্টদের ৫-৩ গোলে হারিয়েছে গানাররা। আর্সেনালের হয়ে জোড়া গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। বার্সার হয়ে একটি করে গোল করেন রবার্ট লেভানডফস্কি, রাফিনহা ও ফেরান তোরেস।
বছরখানেকও হয়নি। এর মধ্যেই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শিলংয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচেই ভারতের জার্সিতে দেখা যেতে পারে...
৩৬ মিনিট আগেভারত নাকি নিউজিল্যান্ড—চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর মিলবে আগামী ৯ মার্চ। এর আগে ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগেএশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে অম্ল-মধুর এক দিন পার করল বাংলদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালের আশা টিকিয়ে রেখে ম্যাট ছাড়ে ৫২-১২ পয়েন্ট ব্যবধানের জয় নিয়ে।
২ ঘণ্টা আগে