ফিফা বেস্ট এর মনোনয়ন, মেসি থাকলেও নেই রোনালদো

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ২২: ৫১

আন্তর্জাতিক ফুটবলে বছরব্যাপী সেরা খেলার পুরস্কার স্বরূপ ‘দ্যা বেস্ট’ পুরস্কার দিয়ে থাকে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০১৬ সাল থেকে শুরু করা এই পুরস্কার ইতিমধ্যে সবচেয়ে বেশি দুইবার করে জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও রবার্ট লেভানডফস্কি।

কাতার বিশ্বকাপ দিয়ে ২০২২ সালটা দারুণ কেটেছে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির। এখন পর্যন্ত একবার মাত্র ‘দ্যা বেস্ট’ পুরস্কার জেতা মেসি এবারও মনোনয়ন পেয়েছেন ফিফার সেরা খেলোয়াড়ের। এবার এই পুরস্কার জিতলে মেসিও হবে রোনালদো-লেভানডফস্কি’র সমান বিজয়ী। তবে এবার ১৪ জনের তালিকায় ঠাঁই হয়নি দুইবারের দ্যা বেস্ট জেতা রোনালদোর। 

এছাড়াও বছরজুড়ে দারুণ খেলে মনোনয়ন পেয়েছেন আর্জেন্টিনার ও ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। একই সঙ্গে চমক দেখিয়েছেন ইংল্যান্ড ও বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম। তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা, বেলজিয়াম ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা, চলতি মৌসুমেই ইতিমধ্যেই ২১ গোল করা ম্যান সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ডও আছেন এই তালিকায়। বিশ্বকাপে মরক্কোর ও পিএসজির হয়ে দারুণ সময় কাটানো আশরাফ হাকিমি, আছেন সেনেগাল, লিভারপুল ও বায়ার্নের হয়ে দুর্দান্ত খেলা সাদিও মানে, ফ্রান্স ও পিএসজির পোস্টারবয় কিলিয়ান এমবাপ্পে, ২০১৮ ’র ‘দ্যা বেস্ট’ জেতা লুকা মদরিচ, ব্রাজিল ও পিএসজির নাম্বার টেন নেইমার, মিশর ও লিভারপুলের সেরা তারকা মো সালাহ এবং ব্রাজিলের তরুণ সেনশেসন ভিনিসিয়ুস জুনিয়র।

একই দিনে সেরা নারী খেলোয়াড়, সেরা নারী এবং পুরুষ খেলোয়াড়দের কোচ এবং নারী-পুরুষ দুই বিভাগের সেরা গোলরক্ষকেরও প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। একই সঙ্গে বছরের সেরা গোলের প্রাথমিক তালিকা প্রকাশ করে ফিফা। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত