ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন দেড় বছরেরও আগে। আর পেপ গার্দিওলা এখন আছেন ম্যানচেস্টার সিটির কোচ, যিনি বার্সেলোনার কোচ ছিলেন প্রায় ১৫ বছর আগে। গতকাল মেসির সঙ্গে তাঁর সেই পুরোনো স্মৃতিচারণ করলেন গার্দিওলা।
দেড় দশক আগের পুরোনো স্মৃতিচারণ গার্দিওলা করেছেন গ্রাহাম পটার প্রসঙ্গে, যেখানে গত বছরের সেপ্টেম্বরে চেলসির দায়িত্ব নিয়েছিলেন পটার। পটারের অধীনে সময়টা তেমন একটা ভালো যাচ্ছে না ব্লুজদের। ইতিহাদে গতকাল এফএ কাপের ম্যাচে চেলসিকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। তাতে এফএ কাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে ব্লুজদের।
গার্দিওলা মনে করেন, চেলসির উন্নতির জন্য গ্রাহাম পটারের আরও সময় লাগবে। একই সঙ্গে তিনি এটাও মনে করালেন, বার্সেলোনায় মেসি তাঁর (গার্দিওলা) কাজ অনেকটা সহজ করে দিয়েছিলেন। ম্যান সিটির কোচ বলেন, ‘আমি টড বোহলিকে বলব গ্রাহাম পটারকে যেন সময় দেয়। তাকে সময় দিন। সব ম্যানেজারদের সময় লাগে এবং সে ঠিক পথেই চলছে। বড় ক্লাবের ক্ষেত্রে ফলাফলটাই আসল ব্যাপার, কিন্তু তাকে সময় দেওয়া হোক। বার্সেলোনায় আমার দুই মৌসুম সময় লাগেনি, কারণ তখন মেসি ছিল।’
২০০৮ থেকে ২০১২ পর্যন্ত বার্সেলোনার কোচের দায়িত্বে ছিলেন গার্দিওলা। তাঁর অধীনে বার্সা ২৪৭ ম্যাচ খেলে জিতেছিল ১৭৯ ম্যাচ, ড্র করেছিল ৪৭ ম্যাচে এবং হেরেছিল ২১ ম্যাচ। ২০০৮-০৯, ২০০৯-১০, ২০১০-১১-টানা তিন মৌসুম লা লিগা জিতেছিল বার্সা। ২০০৮-০৯ ও ২০১০-১১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল কাতালানরা।
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন দেড় বছরেরও আগে। আর পেপ গার্দিওলা এখন আছেন ম্যানচেস্টার সিটির কোচ, যিনি বার্সেলোনার কোচ ছিলেন প্রায় ১৫ বছর আগে। গতকাল মেসির সঙ্গে তাঁর সেই পুরোনো স্মৃতিচারণ করলেন গার্দিওলা।
দেড় দশক আগের পুরোনো স্মৃতিচারণ গার্দিওলা করেছেন গ্রাহাম পটার প্রসঙ্গে, যেখানে গত বছরের সেপ্টেম্বরে চেলসির দায়িত্ব নিয়েছিলেন পটার। পটারের অধীনে সময়টা তেমন একটা ভালো যাচ্ছে না ব্লুজদের। ইতিহাদে গতকাল এফএ কাপের ম্যাচে চেলসিকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। তাতে এফএ কাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে ব্লুজদের।
গার্দিওলা মনে করেন, চেলসির উন্নতির জন্য গ্রাহাম পটারের আরও সময় লাগবে। একই সঙ্গে তিনি এটাও মনে করালেন, বার্সেলোনায় মেসি তাঁর (গার্দিওলা) কাজ অনেকটা সহজ করে দিয়েছিলেন। ম্যান সিটির কোচ বলেন, ‘আমি টড বোহলিকে বলব গ্রাহাম পটারকে যেন সময় দেয়। তাকে সময় দিন। সব ম্যানেজারদের সময় লাগে এবং সে ঠিক পথেই চলছে। বড় ক্লাবের ক্ষেত্রে ফলাফলটাই আসল ব্যাপার, কিন্তু তাকে সময় দেওয়া হোক। বার্সেলোনায় আমার দুই মৌসুম সময় লাগেনি, কারণ তখন মেসি ছিল।’
২০০৮ থেকে ২০১২ পর্যন্ত বার্সেলোনার কোচের দায়িত্বে ছিলেন গার্দিওলা। তাঁর অধীনে বার্সা ২৪৭ ম্যাচ খেলে জিতেছিল ১৭৯ ম্যাচ, ড্র করেছিল ৪৭ ম্যাচে এবং হেরেছিল ২১ ম্যাচ। ২০০৮-০৯, ২০০৯-১০, ২০১০-১১-টানা তিন মৌসুম লা লিগা জিতেছিল বার্সা। ২০০৮-০৯ ও ২০১০-১১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল কাতালানরা।
কাল রোববারের ফাইনাল নিয়ে নিজেদের পরিকল্পনা কি ফাঁসই করে দিলেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড! পুরো না হলেও গতকাল সংবাদমাধ্যমের সামনে যা বললেন, সেটিকে পরিকল্পনার একাংশ বলা যেতেই পারে। গ্যারি স্টিড আকারে-ইঙ্গিতে বলেই দিলেন, টস জিতলে আগে ব্যাটিং বেছে নেবে নিউজিল্যান্ড।
৯ মিনিট আগেবিশ্বের বেশির ভাগ দেশে রোববার সাপ্তাহিক ছুটি। ভারতেও ঠিক তাই। কিন্তু রোববার আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট হলে ভারতীয়দের জন্য দিনটি আর ‘সানডে’ থাকে না, হাসি-আনন্দের ছুটির দিনটি রূপ নেয় বিষাদে। পরিসংখ্যান তা-ই বলে।
১ ঘণ্টা আগেব্রোঞ্জ জেতার স্বপ্ন নিয়েই এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ইরানে পা রেখেছিল বাংলাদেশ। তবে সুযোগ ছিল স্বপ্নকে আরও দূর নিয়ে যাওয়ার। কিন্তু সেমিফাইনালে স্বাগতিক ইরানের কাছে বাংলাদেশ হেরে যায় ৪১-১৮ পয়েন্টে।
১২ ঘণ্টা আগেসাত বছর ধরে ফিফার আর্থিক অস্বচ্ছতার তালিকায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই ফিফা ফান্ডের অর্থ আসতো বেশ কয়েকটি কিস্তিতে। তবে আজ সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা...
১৩ ঘণ্টা আগে