Ajker Patrika

এবারের ব্যালন ডি’অর মেসি জিতবেন, বলছেন লেভা

ক্রীড়া ডেস্ক
এবারের ব্যালন ডি’অর মেসি জিতবেন, বলছেন লেভা

বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘুচিয়েছেন লিওনেল মেসি। এখন শুধু নামের পাশে ট্রফির সংখ্যাগুলোকে বাড়িয়ে নেওয়ার পালা। সেই সুযোগ যে তিনি শিগগিরই পাচ্ছেন এমনটিই জানিয়েছেন রবার্ট লেভানডফস্কি। পোল্যান্ড স্ট্রাইকারের মতে, ব্যালন ডি’অর ২০২৩ আর্জেন্টিনা অধিনায়ক পাবেন।

বিশ্বকাপ বিরতির পর আবারও মৌসুম শুরুর আগে এমনটিই জানিয়েছেন লেভানডফস্কি। মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার আরেকজন ফুটবলার আছেন বলে তিনি জানিয়েছেন। ফুটবলারটি হচ্ছেন তাঁরই ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। বার্সেলোনা স্ট্রাইকার বলেছেন,‘হয়তো আরেকজন ফুটবলার থাকবেন এবং সেও একই ক্লাবে (পিএসজি) খেলে। তবে বিশ্বকাপই নিষ্পত্তি করেছে যে এবারের মৌসুমে কে জিতবে। সে এখন নিশ্চিতভাবে শীর্ষে আছে। সে যা অর্জন করেছে যার অর্থ সবকিছুই তার পক্ষে। সে এখন এটি উপভোগ করতে পারে।

যদিও এখন পর্যন্ত ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাই প্রকাশ করেনি ফ্রান্স ফুটবল ও লেকিপ। তার আগেই মেসির হাতে ট্রফি দেখছেন লেভানডফস্কি। অথচ গত বারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকাতেই ছিল না খুদে জাদুকরের নাম। ২০০৫ সালের পর প্রথমবারের মতো তালিকার বাইরে ছিলেন তিনি।

ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বোচ্চ সাতবার জিতেছেন মেসি। পুরস্কারটি এতবার জিতে আগেই অন্যদের ছাড়িয়ে গিয়েছেন তিনি। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন পাঁচবারের জয়ী পর্তুগালের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। এবার জিতলে সংখ্যাটা আট হবে। ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সও তাঁর পক্ষেই আছে। লেভার কথার সুরেই বলা যায়, পিএসজি তারকার এখন অপেক্ষা শুধু ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারটি হাত পাওয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত