১০১ বছর বয়সে অনন্তলোকে পেলের মা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ জুন ২০২৪, ১৮: ৫৫
Thumbnail image

২০২২ সালের ২৯ ডিসেম্বর ফুটবল বিশ্বকে কাঁদিয়ে না–ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন এডসন আরান্তেস দো নাসিমেন্তো। যাঁকে সবাই চেনেন পেলে নামে। তাঁর মারা যাওয়ার প্রায় দেড় বছর পর না–ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তির মা সেলেস্তে আরান্তেস দো নাসিমেন্তো। 

প্রায় পাঁচ বছর ধরে শয্যাশায়ী থাকার পর শুক্রবার ১০১ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন সেলেস্তে। পেলের সাবেক ক্লাব সান্তোস এবং পেলে ফাউন্ডেশনের পৃথক পৃথক বিবৃতিতে পেলের মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। 

পেলেকে ‘অনন্তকালের রাজা’ আখ্যা দিয়ে ক্লাব সান্তোসের বিবৃতিতে বলা হয়েছে, ‘সেলেস্তে আরান্তেস দো নাসিমেন্তোর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর ১০১ বছরের জীবনের গল্প ছিল অনুপ্রেরণাদায়ী। কৃষ্ণাঙ্গ এই নারী পরিবারের ভালোর জন্য, মঙ্গলের জন্য মুখোমুখি হয়েছেন নানা প্রতিকূলতার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত