Ajker Patrika

সংবাদ সম্মেলনের মাঝেই কোচকে বিয়ারে গোসল ফুটবলারদের 

ক্রীড়া ডেস্ক
সংবাদ সম্মেলনের মাঝেই কোচকে বিয়ারে গোসল ফুটবলারদের 

সংবাদ সম্মেলনটা ঠিকভাবে শেষও করতে পারলেন না আরবি লাইপজিগ কোচ ডোমিনিকো তোদেস্কো। কোচকে  বেকায়দা অবস্থায় পাওয়ার অপেক্ষাতেই যেন ছিলেন  লাইপজিগ ফুটবলাররা। পেছন থেকে হঠাৎ আক্রমণে গ্লাস ভর্তি বিয়ার ঢাললেন কোচের গায়ে। বিরক্ত হবেন কী, শিষ্যদের এমন কাণ্ডে হেসেই খুন ইতালিয়ান কোচ। 

তোদেস্কোর এখন অবশ্য সবই ভালো লাগার কথা। তিন বছর আগে জার্মান ক্লাব শালকে জিরো ফোর থেকে ছাঁটাই হয়েছিলেন। মাত্র দুই বছরের জন্য কোচ হয়েছেন লাইপজিগের। প্রথম মৌসুমেই এনেছেন সাফল্য। ৩৬ বছর বয়সী কোচের হাত ধরে ১০ জনের দল নিয়েও গতকাল নিজেদের প্রথম শিরোপা জিতেছে জার্মান ফুটবলে চমক জাগানো লাইপজিগ। 

ডিএফবি-পোকাল বা জার্মান কাপ ফাইনালে গতকাল রাতে ফ্রেইবুর্গের মুখোমুখি হয়েছিল লাইপজিগ। ১৯ মিনিটে পিছিয়ে পড়ার পর ৫৭ মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে তোদেস্কোর দল। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছে লাইপজিগ। ৭৬ মিনিটে হেডে সমতা ফেরান বুন্দেসলিগার গত মৌসুমের সেরা খেলোয়াড় ক্রিস্টোফার এনকুনকু। ম্যাচ গড়ায় টাইব্রেকে। ১০ জনের দল নিয়েই টাইব্রেকে ৪-২ ব্যবধানে নিজেদের প্রথম শিরোপা জিতেছে লাইপজিগ। এর আগে ২০১৯ ও ২০২১ সালেও জার্মান কাপের  ফাইনালে উঠেছিল লাইপজিগ। 

লাইপজিগের ১৩ বছরের ইতিহাসে প্রথম কোচ হিসেবে শিরোপা জিতেছেন তোদেস্কো। দলকে তুলেছেন আগামী বছরের চ্যাম্পিয়নস লিগেও। মাত্র ৩৬ বছর বয়সী কোচের সঙ্গে ফুটবলারদের সম্পর্ক যে বন্ধুর মতো সেটাই দেখা গেল সংবাদ সম্মেলনে। জার্মান ঐতিহ্য মেনে বিয়ারের বর্ষায় স্নাত হলেন তোদেস্কো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত