Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৪ জুন ২০২৩, ১৩: ০০
যুক্তরাষ্ট্রে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ 

ফুটবল টুর্নামেন্টের ‘মেলা’ যেন আগামী বছর থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে। ২০২৪ কোপা আমেরিকা হবে সেখানে। এরপর যুক্তরাষ্ট্রেই হবে ২০২৫ ক্লাব বিশ্বকাপ। 

 ২০২৫ ক্লাব বিশ্বকাপ হবে ৩২ দলের। টুর্নামেন্টের ইতিহাসে, যা প্রথমবার ও সর্বোচ্চ দলও অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। গতকাল এক বিজ্ঞপ্তিতে ৩২ দলের ক্লাব বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে ফিফা। ২০২৫ ক্লাব বিশ্বকাপে ইউরোপীয় ক্লাব থাকবে ১২টি, যার মধ্যে থাকছে ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ জয়ী ক্লাবগুলো। সে হিসাবে চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও ২০২৪ চ্যাম্পিয়নস লিগ জয়ী ক্লাব সরাসরি খেলবে এই টুর্নামেন্ট। ইউরোপের বাকি আট ক্লাব নির্ধারিত হবে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। ইউরোপের পর দ্বিতীয় সর্বোচ্চ ৬ ক্লাব খেলবে দক্ষিণ আমেরিকা থেকে। এশিয়া, আফ্রিকা ও উত্তর মধ্য আমেরিকা থেকে খেলবে চারটি করে ক্লাব। বাকি দুই ক্লাবের একটি ওশেনিয়া মহাদেশের এবং আরেকটি স্বাগতিক দেশের। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ হবে পেশাদার ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট। অবকাঠামোগত যে সুবিধা দরকার, তা বিবেচনা করে বৈশ্বিক এই টুর্নামেন্ট আয়োজন করতে যুক্তরাষ্ট্র আদর্শ।’ 
 
২০০০ থেকে শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপ। এখন পর্যন্ত ১৯ বার আয়োজিত হয়েছে। সর্বোচ্চ পাঁচবার জিতেছে রিয়াল মাদ্রিদ। এ বছরের মার্চে সর্বশেষ ক্লাব বিশ্বকাপ জিতেছে রিয়াল। চলতি বছরের শেষে সৌদি আরবে হবে ২০তম ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টে অংশ নেবে সাত ক্লাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত