Ajker Patrika

লিগস কাপে যাদের পেল মেসির মায়ামি

ক্রীড়া ডেস্ক
লিগস কাপে যাদের পেল মেসির মায়ামি

লিগস কাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা। পিএসজি অধ্যায় শেষে গত বছর যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব (এমএলএস) ইন্টার মায়ামিতে যোগ দিয়েই এই শিরোপা জেতেন লিওনেল মেসি। যেটি কিনা মায়ামির প্রথম কোনো শিরোপাও। সেই শিরোপা ধরের রাখার মিশনে লিগস কাপের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছেন মেসিরা। 

ইতিমধ্যে এই টুর্নামেন্টের গ্রুপও ভাগ করা হয়েছে। পশ্চিম ও পূর্বের ভিত্তিতে ৪৭ দলকে ভাগ করা হয়েছে ১৫ গ্রুপে। যার মধ্যে আবার পশ্চিম বিভাগকে ৮ ও পূর্ব বিভাগকে ৭ গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে আছে ৩টি করে দল। ইন্টার মায়ামি পড়েছে পূর্ব-৩ গ্রুপে। তাদের বাকি দুই প্রতিপক্ষই মেক্সিকোর—টাইগ্রেস ও পুয়েবলা। 

৪৫ দলকে খেলতে হবে গ্রুপপর্ব। তবে সরাসরি শেষ ষোলোয় খেলবে মেক্সিকোর ক্লাব আমেরিকা ও যুক্তরাষ্ট্রের কলম্বাস ক্রিউ। লিগস কাপ শুরু হবে আগামী ২৬ জুলাই, চলবে ২৫ আগস্ট পর্যন্ত। অবশ্য এখনো সম্পূর্ণ সূচি ঘোষণা করা হয়নি। 

প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে মায়ামির হয়ে এশিয়া সফরে আছেন মেসি। সৌদি আরব সফর শেষে তাঁরা যাবেন হংক ও জাপানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত