ক্রীড়া ডেস্ক, ঢাকা
জোসে মরিনিও বরখাস্ত হওয়ার পর প্রধান কোচের যে জায়গাটা খালি হয়েছিল টটেনহাম স্পার্সে, সেটি পূরণ হয়েছে। কাল টটেনহামের প্রধান কোচ হয়েছেন নুনো এস্পিরিতো সান্তো।
গত এপ্রিলে মরিনিওকে বরখাস্ত করে টটেনহাম। তাঁর জায়গায় রায়ান ম্যাসন ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছিলেন। কাল টটেনহামের নতুন মৌসুমের প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন নুনো। ক্লাব পরিচালক ফ্যাবিও পারাতিসির সঙ্গে ২০২৩ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন নুনো। নিয়োগ চূড়ান্ত হওয়ার পর এই পর্তুগিজ বলেছেন, ‘এখানে (টটেনহাম) কোচের দায়িত্ব পাওয়াটা অনেক সম্মান আর আনন্দের। যখন দলে যোগ্যতাসম্পন্ন প্রতিভাবান খেলোয়াড় থাকবে, তখন দলকে ভালো ফল এনে দেওয়া সহজ হয়। অল্প কদিনের মধ্যে নতুন মৌসুম শুরু হচ্ছে। খুব দ্রুতই কাজ শুরু করতে হবে।’
নুনোকে কোচ হিসেবে পেয়ে খুব খুশি স্পার্স চেয়ারম্যান ড্যানিয়েল লেভি। লেভি বলেছেন, ‘নুনোকে টটেনহাম ক্লাবে স্বাগত। আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল খেলে আবার আমরা দর্শকদের আনন্দ দিতে পারব বলে মনে করছি। নুনো তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের ঠিকঠাক গড়ে তুলবে বলে ফ্যাবিও ও আমি বিশ্বাস করি।’
মরিনিও বরখাস্ত হওয়ার পর সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে ফেরানো নিয়ে কথা হচ্ছিল। আন্তোনিও কন্তে, পাওলো ফনসেকা ও জেনারো গাত্তুসোরও টটেনহামে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নুনোকেই বেছে নিল তারা।
জোসে মরিনিও বরখাস্ত হওয়ার পর প্রধান কোচের যে জায়গাটা খালি হয়েছিল টটেনহাম স্পার্সে, সেটি পূরণ হয়েছে। কাল টটেনহামের প্রধান কোচ হয়েছেন নুনো এস্পিরিতো সান্তো।
গত এপ্রিলে মরিনিওকে বরখাস্ত করে টটেনহাম। তাঁর জায়গায় রায়ান ম্যাসন ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছিলেন। কাল টটেনহামের নতুন মৌসুমের প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন নুনো। ক্লাব পরিচালক ফ্যাবিও পারাতিসির সঙ্গে ২০২৩ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন নুনো। নিয়োগ চূড়ান্ত হওয়ার পর এই পর্তুগিজ বলেছেন, ‘এখানে (টটেনহাম) কোচের দায়িত্ব পাওয়াটা অনেক সম্মান আর আনন্দের। যখন দলে যোগ্যতাসম্পন্ন প্রতিভাবান খেলোয়াড় থাকবে, তখন দলকে ভালো ফল এনে দেওয়া সহজ হয়। অল্প কদিনের মধ্যে নতুন মৌসুম শুরু হচ্ছে। খুব দ্রুতই কাজ শুরু করতে হবে।’
নুনোকে কোচ হিসেবে পেয়ে খুব খুশি স্পার্স চেয়ারম্যান ড্যানিয়েল লেভি। লেভি বলেছেন, ‘নুনোকে টটেনহাম ক্লাবে স্বাগত। আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল খেলে আবার আমরা দর্শকদের আনন্দ দিতে পারব বলে মনে করছি। নুনো তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের ঠিকঠাক গড়ে তুলবে বলে ফ্যাবিও ও আমি বিশ্বাস করি।’
মরিনিও বরখাস্ত হওয়ার পর সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে ফেরানো নিয়ে কথা হচ্ছিল। আন্তোনিও কন্তে, পাওলো ফনসেকা ও জেনারো গাত্তুসোরও টটেনহামে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নুনোকেই বেছে নিল তারা।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৬ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৮ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৯ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৯ ঘণ্টা আগে