Ajker Patrika

রোনালদোর ‘নিজের ঢোল’ পেটানো নিয়ে কী বললেন মেসিদের কোচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ২৩
ক্রিস্টিয়ানো রোনালদোর বক্তব্য নিয়ে কথা বলেছেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। ছবি: এএফপি
ক্রিস্টিয়ানো রোনালদোর বক্তব্য নিয়ে কথা বলেছেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। ছবি: এএফপি

নিজের ঢোল নিজেই অনেক পিটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন, তাতে নিজের প্রশংসা তিনি চাইলে করতেই পারেন। নিজেকে নিজে সেরা বলতে গিয়ে বিদ্রুপেরও শিকার হয়েছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

রোনালদো গতকাল ৪০ বছর পূর্ণ করেছেন। ৪০ তম জন্মদিনের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম লা সেক্সটাকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে পরিপূর্ণ ফুটবলারের স্বীকৃতি দিয়েছেন। হেড, ফ্রি-কিক, গতি—একজন পূর্ণ ফুটবলারের যে গুণ থাকা দরকার, সবটাই রয়েছে বলে দাবি পর্তুগিজ এই ফরোয়ার্ডের। বিবিসি ম্যাচ অব দ্য ডেতে রোনালদোর এমন দাবির ব্যাপারে জিজ্ঞেস করা হলে ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো কৌশলে উত্তর দিয়েছেন। মায়ামির প্রধান কোচ বলেন, ‘সেগুলো হলো মতামত। ক্রিস্টিয়ানোর প্রতি আমার শ্রদ্ধা আছে। তার মতামত নিয়ে বিশ্লেষণ করার ইচ্ছে আবার নেই। সে এমন কিছুই বিশ্বাস করে। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলা অসাধারণ এক যাত্রা। যেসব মুহূর্ত পেয়েছি এখানে, তাতে আমি কৃতজ্ঞ। নিজের দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন আমি সব সময় দেখেছি।’

রোনালদো গতকাল ৪০ বছর পূর্ণ করেছেন। জন্মদিনের দুই দিন আগে (৩ ফেব্রুয়ারি) এএফসি চ্যাম্পিয়নস লিগে আল ওয়াসলের মুখোমুখি হয়েছিল আল নাসর। ‘বি’ গ্রুপের সেই ম্যাচে আল নাসর জিতেছিল ৪-০ গোলে। সেই ম্যাচে রোনালদো জোড়া গোল করে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে ভিন্ন রকম এক উদযাপন করেছেন। নতুন এই উদ্যাপনের সময় প্রথমে বিমান ওড়ার মতো ভঙ্গিতে হাত ওপরে তোলেন। পরবর্তীতে হাত নিচে নামিয়ে আনেন ৩৯ বছর বয়সী এই তারকা। সামাজিক মাধ্যমে তাঁর এই উদযাপনের ছবি এরই মধ্যে ভাইরাল।

প্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত রোনালদোর গোল ৯২৩। হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখনো ৭৭ গোল পেছনে তিনি। আল নাসরের জার্সিতে ২০২৩ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ৮৯ ম্যাচে ৮১ গোল করেছেন। টানা ২৪ বছর প্রতিযোগিতামূলক ফুটবলে গোলের রেকর্ড রোনালদো এবারই আল নাসরের হয়ে করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত