ক্রীড়া ডেস্ক
চলতি বছরের এপ্রিলেই আল নাসরের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রুডি গার্সিয়া। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বনিবনা না হওয়ায় তাঁর ছাঁটাইয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। অবশেষে গার্সিয়ার বেকারত্বের শেষ হচ্ছে। নাপোলির প্রধান কোচ হচ্ছেন গার্সিয়া।
নাপোলি ক্লাবের সভাপতি অরিলিও ডে লরেন্তিস গতকাল সামাজিক মাধ্যমে গার্সিয়ার কোচ হওয়ার কথা নিশ্চিত করেছেন। ইতালির এই ক্লাবের সভাপতি টুইট করেছেন, ‘গত ১০ দিন তার সঙ্গে কথাবার্তা বলে যা বুঝলাম, তাতে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জনাব রুডি গার্সিয়া হচ্ছেন নাপোলির নতুন কোচ। তাঁকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি এবং তার সফলতা চাইছি।’
লুসিয়ানো স্পালেত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি আ জিতেছে নাপোলি, যা ছিল ক্লাবটির ৩৩ বছর পর সিরি আ জয়। দীর্ঘ সময় পর শিরোপা পেলেও নাপোলির কোচের দায়িত্ব দীর্ঘায়িত করতে চাননি। স্পালেত্তি বলেন, ‘কিছু সময় আমার বিশ্রামের দরকার। বেশ ক্লান্ত।’ ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত স্পালেত্তির অধীনে নাপোলি খেলেছে ৯৬ ম্যাচ। জিতেছে ৬২ ম্যাচ, ড্র ১৬ ম্যাচ এবং হেরেছে ১৮ ম্যাচ।
স্পালেত্তির পর লুইস এনরিকে, হুলিয়ান নাগলসমান, জিয়ান পিয়েরো গ্যাসপারিনির কোচ হওয়ার সম্ভাবনা বেশি ছিল। সবাইকে অবাক করে গার্সিয়া এখন নাপোলির কোচ। ফরাসি এই কোচের অধীনে আল নাসর ২৬ ম্যাচ খেলে জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে ৫ ম্যাচ এবং ৩ ম্যাচ হেরেছে। তাঁর অধীনে ২০১০-১১ মৌসুমের লিগ ওয়ান জেতে লিল।
চলতি বছরের এপ্রিলেই আল নাসরের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রুডি গার্সিয়া। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বনিবনা না হওয়ায় তাঁর ছাঁটাইয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। অবশেষে গার্সিয়ার বেকারত্বের শেষ হচ্ছে। নাপোলির প্রধান কোচ হচ্ছেন গার্সিয়া।
নাপোলি ক্লাবের সভাপতি অরিলিও ডে লরেন্তিস গতকাল সামাজিক মাধ্যমে গার্সিয়ার কোচ হওয়ার কথা নিশ্চিত করেছেন। ইতালির এই ক্লাবের সভাপতি টুইট করেছেন, ‘গত ১০ দিন তার সঙ্গে কথাবার্তা বলে যা বুঝলাম, তাতে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জনাব রুডি গার্সিয়া হচ্ছেন নাপোলির নতুন কোচ। তাঁকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি এবং তার সফলতা চাইছি।’
লুসিয়ানো স্পালেত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি আ জিতেছে নাপোলি, যা ছিল ক্লাবটির ৩৩ বছর পর সিরি আ জয়। দীর্ঘ সময় পর শিরোপা পেলেও নাপোলির কোচের দায়িত্ব দীর্ঘায়িত করতে চাননি। স্পালেত্তি বলেন, ‘কিছু সময় আমার বিশ্রামের দরকার। বেশ ক্লান্ত।’ ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত স্পালেত্তির অধীনে নাপোলি খেলেছে ৯৬ ম্যাচ। জিতেছে ৬২ ম্যাচ, ড্র ১৬ ম্যাচ এবং হেরেছে ১৮ ম্যাচ।
স্পালেত্তির পর লুইস এনরিকে, হুলিয়ান নাগলসমান, জিয়ান পিয়েরো গ্যাসপারিনির কোচ হওয়ার সম্ভাবনা বেশি ছিল। সবাইকে অবাক করে গার্সিয়া এখন নাপোলির কোচ। ফরাসি এই কোচের অধীনে আল নাসর ২৬ ম্যাচ খেলে জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে ৫ ম্যাচ এবং ৩ ম্যাচ হেরেছে। তাঁর অধীনে ২০১০-১১ মৌসুমের লিগ ওয়ান জেতে লিল।
এর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১ ঘণ্টা আগেজসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
৩ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
৩ ঘণ্টা আগে