ক্রীড়া ডেস্ক
৩০ পেরোনোর পর খেলোয়াড়দের নিয়ে অবসরের গুঞ্জন ওঠে। সেখানে বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো খেলে যাচ্ছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, টনি ক্রুসরা। মেসি, রোনালদো এখনো অবসরের ঘোষণা দেননি ঠিকই। তবে ক্রুস বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন আজ সামাজিকমাধ্যমে।
অবসর প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লম্বা এক স্ট্যাটাস দিয়েছেন ক্রুস। ২০২৪ ইউরো শেষে পেশাদার ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন তিনি। বিদায় নেওয়ার আগে তাঁর কাছে থাকছে দুটি শিরোপা জেতার। ১৪ জুন জার্মানি-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৪ ইউরো। সেটার আগে ওয়েম্বলিতে ১ জুন রাতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল। অবসরের ঘোষণার শুরুটা করেছেন পুরোনো এক স্মৃতিচারণা করে। জার্মান তারকা মিডফিল্ডার বলেন, ‘২০১৪ সালের ১৭ জুলাই রিয়াল মাদ্রিদের হয়ে আমার পরিচয় শুরু হয়েছিল। দিনটাই আমার সবকিছু পরিবর্তন করে দিয়েছে। ফুটবলার হিসেবে জীবন তো বটেই। তবে ব্যক্তি হিসেবে বদলে গিয়েছিল। বিশ্বের সেরা ক্লাবের হয়ে নতুন যাত্রার শুরু ছিল এটা। মৌসুম শেষে দশ বছরের এক অধ্যায় শেষ হচ্ছে।’
পেশাদার ফুটবল ক্যারিয়ারে সব মিলে ৩২ শিরোপা জিতেছেন ক্রুস। যার মধ্যে রয়েছে ২০১৪ বিশ্বকাপ। চ্যাম্পিয়নস লিগ জিতেছেন পাঁচটি। ৩২ শিরোপার মধ্যে ২১ শিরোপা জিতেছেন রিয়ালের হয়ে। স্প্যানিশ ক্লাবটির প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে ক্রুস বলেছেন, ‘ক্যারিয়ারের সফল সময় কখনোই ভুলব না। যারা আমাকে আন্তরিকতার সঙ্গে বরণ করে নিয়েছেন ও আমার ওপর ভরসা রেখেছেন। তবে প্রিয় মাদ্রিদিস্তা, আপনাদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই। প্রথম দিন থেকে শেষ সময় পর্যন্ত অনেক ভালোবাসা ও সম্মান পেয়েছি। একই সঙ্গে সিদ্ধান্তটা হচ্ছে ইউরো শেষে পেশাদার ফুটবলার ক্যারিয়ারের ইতি টানব ইউরো চ্যাম্পিয়নশিপের পর।’
৩০ পেরোনোর পর খেলোয়াড়দের নিয়ে অবসরের গুঞ্জন ওঠে। সেখানে বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো খেলে যাচ্ছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, টনি ক্রুসরা। মেসি, রোনালদো এখনো অবসরের ঘোষণা দেননি ঠিকই। তবে ক্রুস বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন আজ সামাজিকমাধ্যমে।
অবসর প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লম্বা এক স্ট্যাটাস দিয়েছেন ক্রুস। ২০২৪ ইউরো শেষে পেশাদার ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন তিনি। বিদায় নেওয়ার আগে তাঁর কাছে থাকছে দুটি শিরোপা জেতার। ১৪ জুন জার্মানি-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৪ ইউরো। সেটার আগে ওয়েম্বলিতে ১ জুন রাতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল। অবসরের ঘোষণার শুরুটা করেছেন পুরোনো এক স্মৃতিচারণা করে। জার্মান তারকা মিডফিল্ডার বলেন, ‘২০১৪ সালের ১৭ জুলাই রিয়াল মাদ্রিদের হয়ে আমার পরিচয় শুরু হয়েছিল। দিনটাই আমার সবকিছু পরিবর্তন করে দিয়েছে। ফুটবলার হিসেবে জীবন তো বটেই। তবে ব্যক্তি হিসেবে বদলে গিয়েছিল। বিশ্বের সেরা ক্লাবের হয়ে নতুন যাত্রার শুরু ছিল এটা। মৌসুম শেষে দশ বছরের এক অধ্যায় শেষ হচ্ছে।’
পেশাদার ফুটবল ক্যারিয়ারে সব মিলে ৩২ শিরোপা জিতেছেন ক্রুস। যার মধ্যে রয়েছে ২০১৪ বিশ্বকাপ। চ্যাম্পিয়নস লিগ জিতেছেন পাঁচটি। ৩২ শিরোপার মধ্যে ২১ শিরোপা জিতেছেন রিয়ালের হয়ে। স্প্যানিশ ক্লাবটির প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে ক্রুস বলেছেন, ‘ক্যারিয়ারের সফল সময় কখনোই ভুলব না। যারা আমাকে আন্তরিকতার সঙ্গে বরণ করে নিয়েছেন ও আমার ওপর ভরসা রেখেছেন। তবে প্রিয় মাদ্রিদিস্তা, আপনাদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই। প্রথম দিন থেকে শেষ সময় পর্যন্ত অনেক ভালোবাসা ও সম্মান পেয়েছি। একই সঙ্গে সিদ্ধান্তটা হচ্ছে ইউরো শেষে পেশাদার ফুটবলার ক্যারিয়ারের ইতি টানব ইউরো চ্যাম্পিয়নশিপের পর।’
চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত—প্যাট কামিন্সের বক্তব্য বলে প্রতিবেদন হয়েছিল। এ খবর প্রকাশিত হওয়ার পর শুরু হয় বিতর্ক। তবে আজ কামিন্স জানিয়েছেন, এ রকম কোনো মন্তব্য করেননি তিনি। তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড ক্রিকেটকে দায়ী করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
৪ মিনিট আগে২১ বছর পর এসএ গেমস আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আজ নির্বাহী কমিটির সভা শেষে গেমসটির সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল (এসএওসি)। আগামী বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের লাহোর, ফয়সালাবাদ ও ইসলামাবাদ শহরে হবে ১৪তম এসএ গেমস।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে দু্ই দলই আসর শুরু করেছে জয় দিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে বৃষ্টির বাধায় পড়ল তারা। ফলে পরিত্যক্ত হলো অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। খেলা মাঠে গড়ানো তো দূরের কথা বৃষ্টির দাপটের কারণে টস পর্যন্ত হয়নি।
৩ ঘণ্টা আগেহার দিয়েই চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে ইংল্যান্ড ও আফগানিস্তান। তবে ‘বি’ গ্রুপের দল দুটির সামনে এখনো সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেই আশা বাঁচিয়ে রাখার অভিযানে কাল সাক্ষাৎ হচ্ছে ইংলিশ ও আফগানদের মধ্যে। আজ একই গ্রুপের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা পয়েন্ট ভাগাভাগি করায়, কিছুটা
৩ ঘণ্টা আগে