Ajker Patrika

অবসরের দিনক্ষণ জানালেন ‘জার্মান স্নাইপার’ ক্রুস 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২১ মে ২০২৪, ১৯: ৩৭
অবসরের দিনক্ষণ জানালেন ‘জার্মান স্নাইপার’ ক্রুস 

৩০ পেরোনোর পর খেলোয়াড়দের নিয়ে অবসরের গুঞ্জন ওঠে। সেখানে বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো খেলে যাচ্ছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, টনি ক্রুসরা। মেসি, রোনালদো এখনো অবসরের ঘোষণা দেননি ঠিকই। তবে ক্রুস বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন আজ সামাজিকমাধ্যমে।

অবসর প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লম্বা এক স্ট্যাটাস দিয়েছেন ক্রুস। ২০২৪ ইউরো শেষে পেশাদার ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন তিনি। বিদায় নেওয়ার আগে তাঁর কাছে থাকছে দুটি শিরোপা জেতার। ১৪ জুন জার্মানি-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৪ ইউরো। সেটার আগে ওয়েম্বলিতে ১ জুন রাতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল। অবসরের ঘোষণার শুরুটা করেছেন পুরোনো এক স্মৃতিচারণা করে। জার্মান তারকা মিডফিল্ডার বলেন, ‘২০১৪ সালের ১৭ জুলাই রিয়াল মাদ্রিদের হয়ে আমার পরিচয় শুরু হয়েছিল। দিনটাই আমার সবকিছু পরিবর্তন করে দিয়েছে। ফুটবলার হিসেবে জীবন তো বটেই। তবে ব্যক্তি হিসেবে বদলে গিয়েছিল। বিশ্বের সেরা ক্লাবের হয়ে নতুন যাত্রার শুরু ছিল এটা। মৌসুম শেষে দশ বছরের এক অধ্যায় শেষ হচ্ছে।’

পেশাদার ফুটবল ক্যারিয়ারে সব মিলে ৩২ শিরোপা জিতেছেন ক্রুস। যার মধ্যে রয়েছে ২০১৪ বিশ্বকাপ। চ্যাম্পিয়নস লিগ জিতেছেন পাঁচটি। ৩২ শিরোপার মধ্যে ২১ শিরোপা জিতেছেন রিয়ালের হয়ে। স্প্যানিশ ক্লাবটির প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে ক্রুস বলেছেন, ‘ক্যারিয়ারের সফল সময় কখনোই ভুলব না। যারা আমাকে আন্তরিকতার সঙ্গে বরণ করে নিয়েছেন ও আমার ওপর ভরসা রেখেছেন। তবে প্রিয় মাদ্রিদিস্তা, আপনাদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই। প্রথম দিন থেকে শেষ সময় পর্যন্ত অনেক ভালোবাসা ও সম্মান পেয়েছি। একই সঙ্গে সিদ্ধান্তটা হচ্ছে ইউরো শেষে পেশাদার ফুটবলার ক্যারিয়ারের ইতি টানব ইউরো চ্যাম্পিয়নশিপের পর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত