ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে ক্যারিয়ারের প্রথম মৌসুম খেলছেন আর্লিং হালান্ড। কিন্তু খেলা দেখে মনে হচ্ছে না এটি তাঁর প্রথম মৌসুম। যেন তিনি কয়েক মৌসুম ধরে খেলছেন এই লিগে। ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত খেলছেন তিনি। এতটাই দুর্দান্ত খেলছেন যে, তাঁর খেলার ধরনকে নেতিবাচক এক চরিত্রের সঙ্গে তুলনা করেছেন গ্যারি নেভিল। ম্যানসিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবলার হালান্ডকে জেমস বন্ডের খলচরিত্র জসের সঙ্গে তুলনা করেছেন।
হালান্ড যে একজন জাত গোলদাতা তিনি তা প্রমাণ করেছেন জার্মান বুন্দেসলিগায়। কিন্তু ইপিএলে ক্যারিয়ারে প্রথম মৌসুমে যা দেখাচ্ছেন তা সত্যিই বিধ্বংসী। ইতিমধ্যে এই নওরোজীয় স্ট্রাইকার ১০ গোল করেছেন মাত্র ৬ ম্যাচে। এর মধ্যে দুটি হ্যাটট্রিকও করেছেন। এ জন্যই জেমস বন্ড মুভির খলচরিত্র জসের সঙ্গে তাঁকে তুলনা করতে বাধ্য হয়েছেন নেভিল। সিনেমাটিতে জসের চরিত্র হচ্ছে বিধ্বংসীর। মুভিতে সে লোকদের ধরত আর মেরে ফেলত।
নেভিল বলেছেন, ‘হালান্ডের (গোলের প্রবণতা) এটা একটু অন্যায্য হচ্ছে। মনে আছে, যখন ছোট ছিলাম জেমস বন্ডের মুভি দেখেছিলাম। মুভিতে জস নামে ৬ ফুট ২ ইঞ্চির এক খলচরিত্র ছিল। সে লোকদের ধরত আর মেরে ফেলত। শক্তিশালী সেন্টার-ব্যাকদের বিপক্ষে খেলার সময় হালান্ডকে তেমনই দেখায়।’
ইপিএলে খুব দ্রুতই নিজেকে মানিয়ে নিয়েছেন হালান্ড। তা দেখে মুগ্ধ হয়েছেন ইউনাইটেড কিংবদন্তি নেভিল। নরওয়েজীয় তারকাকে বিশ্বের দুই তিনজন ফুটবলারের একজন মনে করছেন তিনি। হালান্ড ব্যালন ডি’অর জিতবেন বলেও মনে করেন তিনি। নেভিল বলেছেন, ‘আমি শুধু বলতে চাই যে, তাকে দেখে মুগ্ধ হয়েছি। সে ভবিষ্যতে বিশ্বের দুই তিনজন শীর্ষ ফুটবলারদের একজন হবে বলে বিশ্বাস করি। এবারই প্রথম একজন তারকা ফুটবলার কিনেছে ইপিএল। সাধারণত তার মতো তারকা ফুটবলাররা প্যারিস সেন্ট জার্মেই, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাতে যায়। সে ভবিষ্যতে ব্যালন ডি’অর জিতবে এবং বিশ্বের সেরা খেলোয়াড় হবে। গত কয়েক মৌসুমের প্রিমিয়ার লিগে এমনটি ঘটেনি।’
ইংলিশ প্রিমিয়ার লিগে ক্যারিয়ারের প্রথম মৌসুম খেলছেন আর্লিং হালান্ড। কিন্তু খেলা দেখে মনে হচ্ছে না এটি তাঁর প্রথম মৌসুম। যেন তিনি কয়েক মৌসুম ধরে খেলছেন এই লিগে। ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত খেলছেন তিনি। এতটাই দুর্দান্ত খেলছেন যে, তাঁর খেলার ধরনকে নেতিবাচক এক চরিত্রের সঙ্গে তুলনা করেছেন গ্যারি নেভিল। ম্যানসিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবলার হালান্ডকে জেমস বন্ডের খলচরিত্র জসের সঙ্গে তুলনা করেছেন।
হালান্ড যে একজন জাত গোলদাতা তিনি তা প্রমাণ করেছেন জার্মান বুন্দেসলিগায়। কিন্তু ইপিএলে ক্যারিয়ারে প্রথম মৌসুমে যা দেখাচ্ছেন তা সত্যিই বিধ্বংসী। ইতিমধ্যে এই নওরোজীয় স্ট্রাইকার ১০ গোল করেছেন মাত্র ৬ ম্যাচে। এর মধ্যে দুটি হ্যাটট্রিকও করেছেন। এ জন্যই জেমস বন্ড মুভির খলচরিত্র জসের সঙ্গে তাঁকে তুলনা করতে বাধ্য হয়েছেন নেভিল। সিনেমাটিতে জসের চরিত্র হচ্ছে বিধ্বংসীর। মুভিতে সে লোকদের ধরত আর মেরে ফেলত।
নেভিল বলেছেন, ‘হালান্ডের (গোলের প্রবণতা) এটা একটু অন্যায্য হচ্ছে। মনে আছে, যখন ছোট ছিলাম জেমস বন্ডের মুভি দেখেছিলাম। মুভিতে জস নামে ৬ ফুট ২ ইঞ্চির এক খলচরিত্র ছিল। সে লোকদের ধরত আর মেরে ফেলত। শক্তিশালী সেন্টার-ব্যাকদের বিপক্ষে খেলার সময় হালান্ডকে তেমনই দেখায়।’
ইপিএলে খুব দ্রুতই নিজেকে মানিয়ে নিয়েছেন হালান্ড। তা দেখে মুগ্ধ হয়েছেন ইউনাইটেড কিংবদন্তি নেভিল। নরওয়েজীয় তারকাকে বিশ্বের দুই তিনজন ফুটবলারের একজন মনে করছেন তিনি। হালান্ড ব্যালন ডি’অর জিতবেন বলেও মনে করেন তিনি। নেভিল বলেছেন, ‘আমি শুধু বলতে চাই যে, তাকে দেখে মুগ্ধ হয়েছি। সে ভবিষ্যতে বিশ্বের দুই তিনজন শীর্ষ ফুটবলারদের একজন হবে বলে বিশ্বাস করি। এবারই প্রথম একজন তারকা ফুটবলার কিনেছে ইপিএল। সাধারণত তার মতো তারকা ফুটবলাররা প্যারিস সেন্ট জার্মেই, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাতে যায়। সে ভবিষ্যতে ব্যালন ডি’অর জিতবে এবং বিশ্বের সেরা খেলোয়াড় হবে। গত কয়েক মৌসুমের প্রিমিয়ার লিগে এমনটি ঘটেনি।’
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১১ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১৩ ঘণ্টা আগে