স্টেডিয়ামে ১২ জনের মৃত্যুতে ফিফা প্রধানের শোক

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৩, ১৮: ৪০
আপডেট : ২১ মে ২০২৩, ১৮: ৫৯

এল সালভাদরে ফুটবল ম্যাচে গতকাল ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। পদদলিত হয়ে মারা গেছেন ১২ জন। মর্মান্তিক এই মৃত্যুতে শোক জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

আজ এক বিবৃতিতে এল সালভাদরে নিহতদের স্মরণে শোক প্রকাশ করেছেন ইনফান্তিনো। ফিফা প্রধান বলেন, ‘এল সালভাদরে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও বন্ধুদের গভীর সমবেদনা জানাচ্ছি। ফিফা, বিশ্ব ফুটবল সম্প্রদায়, এল সালভাদর প্রজাতন্ত্র, কনকাকাফ কনফেডারেশন, সালভাডোরান ফুটবল অ্যাসোসিয়েশন, প্রাইমারা ডিভিশন ডি ফুটবল আমরা সবাই এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে আছি।’ 

গতকাল এল সালভাদরে হয়েছিল স্থানীয় এক ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। আলিয়াঞ্জা-এফএএস ম্যাচ দেখতে দর্শকদের ছিল উপচে ভরা ভিড়। এন্ট্রান্স গেট দিয়ে হুড়োহুড়ি করে ঢুকতে গিয়েই পদদলিত হয়ে মারা গেছেন ১২ জন। আহত হয়েছেন ১০০ এরও বেশি। ন্যাশনাল সিভিল পুলিশ পরিচালক মরিসিও আরিয়াজা আজ সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত আমরা ১২ জনের মৃত্যুর খবর পেয়েছি। ৯ জন মারা গেছেন মাঠেই। আর হাসপাতালে নেওয়ার পর ৩ জন মারা গেছেন। সালভাদর ফুটবল দল এখন শোকাহত।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত