ক্রীড়া ডেস্ক
রেকর্ড ভাঙা-গড়া যেন নিয়মে পরিণত করেছেন লিওনেল মেসি। খেলতে নামলেই কোনো না কোনো রেকর্ডে ভাগ বসাচ্ছেন তিনি। আবার কখনো কখনো কিংবদন্তিদের ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ছেন এই খুদে জাদুকর।
বিশ্বকাপে খেলতে নেমে ইতিমধ্যে বেশ কয়েকটি রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামলে আরও একগাদা রেকর্ড ভাঙা-গড়ার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।
রাত ১টায় সেমিফাইনাল খেলতে নামলে সবার আগে যে রেকর্ডটিতে ভাগ বসাবেন মেসি, তা হচ্ছে বিশ্বকাপে যৌথ সর্বোচ্চ ম্যাচ খেলার। সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলে শীর্ষে আছেন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউস। এর পরেই ২৪ ম্যাচ নিয়ে আরেক জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড।
আজ জয়-পরাজয় যা-ই হোক না কেন, এবারের বিশ্বকাপেই জার্মান তারকাদ্বয়কে অবশ্য ছাড়িয়ে যেতে পারবেন মেসি। ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেলে ফাইনাল দিয়েই সর্বোচ্চ ২৬ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন পিএসজি তারকা। আর জিততে না পারলেও সুযোগ থাকছে তৃতীয় নির্ধারণী ম্যাচ দিয়ে।
যৌথ সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের রাতে অধিনায়ক হিসেবেও কীর্তি গড়বেন মেসি। দলের নেতা হিসেবে এখন পর্যন্ত রাফায়েল মার্কেজের সঙ্গে যুগ্মভাবে ১৮ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। আজ মেক্সিকোর সাবেক অধিনায়ককে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন এলএমটেন।
বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ সময় খেলেছেন পাওলো মালদিনি। চার বিশ্বকাপে অংশ নিয়ে ২২১৭ মিনিট খেলেছেন ইতালির এই ডিফেন্ডার। আজ এই কিংবদন্তিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন মেসি। ৫ বিশ্বকাপে ২১০৪ মিনিট খেলে দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালে আজই রেকর্ডটা হয়ে যাবে। অন্যথায় ফাইনাল বা তৃতীয় নির্ধারণী ম্যাচে সেই সুযোগ পাবেন তিনি।
নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে গ্যাব্রিয়েল বাতিস্তুতার পাশে বসেছেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ১০ গোল নিয়ে যৌথ সর্বোচ্চ গোলদাতা তাঁরা। এবার স্বদেশি কিংবদন্তিকে পেছনে ফেলার সুযোগ পাচ্ছেন তিনি। এর জন্য অবশ্যই গোল করতে হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।
অন্যদিকে বিশ্বকাপে গোলে ডিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেও অ্যাসিস্টে ছাপিয়ে যেতে পারেননি মেসি। ৮ অ্যাসিস্টে শীর্ষে আছেন প্রয়াত ম্যারাডোনা। তবে আজ কিংবদন্তির পাশে বসার এবং ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। ৭ গোলে সহায়তা করে ম্যারাডোনার পরেই আছেন সাবেক বার্সেলোনা তারকা।
ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ জয় পেলে আরেকটি কীর্তিতে ভাগ বসাবেন মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ ম্যাচে জয় পাওয়া ক্লোসার পাশে বসবেন তিনি। ১৬ জয় নিয়ে দুইয়ে আছেন আলবিসেলেস্তার অধিনায়ক। জয় না পেলেও সুযোগ থাকবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। আর ফাইনালে উঠতে পারলে বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোল করা জার্মান কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাবেন মেসি।
তবে এত এত রেকর্ড ভাঙা-গড়ার ম্যাচে মেসির চোখ থাকবে সেমিফাইনাল জয়ের। ক্রোয়েশিয়া বাধা পেরোলেই অধরা স্বপ্ন পূরণের সুযোগ পাবেন আবার। ২০১৪ বিশ্বকাপে সেই সুযোগ পেয়েও শেষ সময়ে স্বপ্নভঙ্গ হয়েছে তাঁর। এবার সেই স্বপ্ন পূরণের শেষ সুযোগ পাচ্ছেন তিনি। আর নিশ্চয়ই আর্জেন্টাইন কিংবদন্তি চাইবেন শেষটা পরিপূর্ণভাবে রাঙাতে।
রেকর্ড ভাঙা-গড়া যেন নিয়মে পরিণত করেছেন লিওনেল মেসি। খেলতে নামলেই কোনো না কোনো রেকর্ডে ভাগ বসাচ্ছেন তিনি। আবার কখনো কখনো কিংবদন্তিদের ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ছেন এই খুদে জাদুকর।
বিশ্বকাপে খেলতে নেমে ইতিমধ্যে বেশ কয়েকটি রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামলে আরও একগাদা রেকর্ড ভাঙা-গড়ার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।
রাত ১টায় সেমিফাইনাল খেলতে নামলে সবার আগে যে রেকর্ডটিতে ভাগ বসাবেন মেসি, তা হচ্ছে বিশ্বকাপে যৌথ সর্বোচ্চ ম্যাচ খেলার। সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলে শীর্ষে আছেন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউস। এর পরেই ২৪ ম্যাচ নিয়ে আরেক জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড।
আজ জয়-পরাজয় যা-ই হোক না কেন, এবারের বিশ্বকাপেই জার্মান তারকাদ্বয়কে অবশ্য ছাড়িয়ে যেতে পারবেন মেসি। ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেলে ফাইনাল দিয়েই সর্বোচ্চ ২৬ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন পিএসজি তারকা। আর জিততে না পারলেও সুযোগ থাকছে তৃতীয় নির্ধারণী ম্যাচ দিয়ে।
যৌথ সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের রাতে অধিনায়ক হিসেবেও কীর্তি গড়বেন মেসি। দলের নেতা হিসেবে এখন পর্যন্ত রাফায়েল মার্কেজের সঙ্গে যুগ্মভাবে ১৮ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। আজ মেক্সিকোর সাবেক অধিনায়ককে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন এলএমটেন।
বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ সময় খেলেছেন পাওলো মালদিনি। চার বিশ্বকাপে অংশ নিয়ে ২২১৭ মিনিট খেলেছেন ইতালির এই ডিফেন্ডার। আজ এই কিংবদন্তিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন মেসি। ৫ বিশ্বকাপে ২১০৪ মিনিট খেলে দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালে আজই রেকর্ডটা হয়ে যাবে। অন্যথায় ফাইনাল বা তৃতীয় নির্ধারণী ম্যাচে সেই সুযোগ পাবেন তিনি।
নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে গ্যাব্রিয়েল বাতিস্তুতার পাশে বসেছেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ১০ গোল নিয়ে যৌথ সর্বোচ্চ গোলদাতা তাঁরা। এবার স্বদেশি কিংবদন্তিকে পেছনে ফেলার সুযোগ পাচ্ছেন তিনি। এর জন্য অবশ্যই গোল করতে হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।
অন্যদিকে বিশ্বকাপে গোলে ডিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেও অ্যাসিস্টে ছাপিয়ে যেতে পারেননি মেসি। ৮ অ্যাসিস্টে শীর্ষে আছেন প্রয়াত ম্যারাডোনা। তবে আজ কিংবদন্তির পাশে বসার এবং ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। ৭ গোলে সহায়তা করে ম্যারাডোনার পরেই আছেন সাবেক বার্সেলোনা তারকা।
ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ জয় পেলে আরেকটি কীর্তিতে ভাগ বসাবেন মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ ম্যাচে জয় পাওয়া ক্লোসার পাশে বসবেন তিনি। ১৬ জয় নিয়ে দুইয়ে আছেন আলবিসেলেস্তার অধিনায়ক। জয় না পেলেও সুযোগ থাকবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। আর ফাইনালে উঠতে পারলে বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোল করা জার্মান কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাবেন মেসি।
তবে এত এত রেকর্ড ভাঙা-গড়ার ম্যাচে মেসির চোখ থাকবে সেমিফাইনাল জয়ের। ক্রোয়েশিয়া বাধা পেরোলেই অধরা স্বপ্ন পূরণের সুযোগ পাবেন আবার। ২০১৪ বিশ্বকাপে সেই সুযোগ পেয়েও শেষ সময়ে স্বপ্নভঙ্গ হয়েছে তাঁর। এবার সেই স্বপ্ন পূরণের শেষ সুযোগ পাচ্ছেন তিনি। আর নিশ্চয়ই আর্জেন্টাইন কিংবদন্তি চাইবেন শেষটা পরিপূর্ণভাবে রাঙাতে।
হচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
১ ঘণ্টা আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১০ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১৩ ঘণ্টা আগে