Ajker Patrika

জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ খেলা ডিফেন্ডারের মৃত্যু

আপডেট : ২১ মে ২০২৪, ১৬: ০০
জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ খেলা ডিফেন্ডারের মৃত্যু

চলে গেলেন কার্ল-হেইঞ্জ স্নেলিংগার। ৮৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন পশ্চিম জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ খেলা এই ডিফেন্ডার। এএফপিকে আজ খবরটি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে। 

স্নেলিংগার ১৯৫৮ থেকে ১৯৭০ পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলেছেন। তবে একবার শিরোপা জিততে পারেননি। ১৯৬৬ বিশ্বকাপে ওয়েম্বলিতে স্নেলিংগাররা হারেন ইংল্যান্ডের কাছে। ইংলিশদের সেটিই প্রথম ও একমাত্র বিশ্বকাপ। 

পশ্চিম জার্মানির হয়ে ৪৭ ম্যাচ খেলেছেন স্নেলিংগার। জাতীয় দলের হয়ে তিনি নিজের একমাত্র গোলটি করেছেন ১৯৭০ বিশ্বকাপের সেমিফাইনালে, ইতালির বিপক্ষে। যোগ করা সময়ে গোল করে ম্যাচটিতে পশ্চিম জার্মানিকে সমতায় ফেরান তিনি। তবে অতিরিক্ত সময়ে ম্যাচটি ৪-২ গোলে জিতে নেয় ইতালি। 

ক্লাব পর্যায়ে স্নেলিংগার ১৯৬২ সালে কোলনকে জার্মান ফুটবলের শীর্ষ লিগের শিরোপা এনে দেন। সে বছরের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হোন তিনি। এই পুরস্কার জেতার পর জার্মানির ফুটবলের বাইরে যাওয়া একমাত্র খেলোয়াড় ছিলেন তিনি। এরপর ক্যারিয়ারের অধিকাংশ সময় ইতালিতে কাটান তিনি। 

এক বছর মানতুয়ায় কাটানোর পরের বছর রোমাতে কাটান স্নেলিংগার। এরপর এসি মিলানে কাটান ৯ বছর। রোজোনেরিদের হয়ে চারটি ইতালিয়ান কাপ ও একটি লিগ শিরোপা জিতেছেন। অবসরের পর স্নেলিংগার ইতালিয়ায় বসবাস শুরু করেন এবং মারা যান মিলানের শহরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত