ক্রীড়া ডেস্ক
চলে গেলেন কার্ল-হেইঞ্জ স্নেলিংগার। ৮৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন পশ্চিম জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ খেলা এই ডিফেন্ডার। এএফপিকে আজ খবরটি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে।
স্নেলিংগার ১৯৫৮ থেকে ১৯৭০ পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলেছেন। তবে একবার শিরোপা জিততে পারেননি। ১৯৬৬ বিশ্বকাপে ওয়েম্বলিতে স্নেলিংগাররা হারেন ইংল্যান্ডের কাছে। ইংলিশদের সেটিই প্রথম ও একমাত্র বিশ্বকাপ।
পশ্চিম জার্মানির হয়ে ৪৭ ম্যাচ খেলেছেন স্নেলিংগার। জাতীয় দলের হয়ে তিনি নিজের একমাত্র গোলটি করেছেন ১৯৭০ বিশ্বকাপের সেমিফাইনালে, ইতালির বিপক্ষে। যোগ করা সময়ে গোল করে ম্যাচটিতে পশ্চিম জার্মানিকে সমতায় ফেরান তিনি। তবে অতিরিক্ত সময়ে ম্যাচটি ৪-২ গোলে জিতে নেয় ইতালি।
ক্লাব পর্যায়ে স্নেলিংগার ১৯৬২ সালে কোলনকে জার্মান ফুটবলের শীর্ষ লিগের শিরোপা এনে দেন। সে বছরের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হোন তিনি। এই পুরস্কার জেতার পর জার্মানির ফুটবলের বাইরে যাওয়া একমাত্র খেলোয়াড় ছিলেন তিনি। এরপর ক্যারিয়ারের অধিকাংশ সময় ইতালিতে কাটান তিনি।
এক বছর মানতুয়ায় কাটানোর পরের বছর রোমাতে কাটান স্নেলিংগার। এরপর এসি মিলানে কাটান ৯ বছর। রোজোনেরিদের হয়ে চারটি ইতালিয়ান কাপ ও একটি লিগ শিরোপা জিতেছেন। অবসরের পর স্নেলিংগার ইতালিয়ায় বসবাস শুরু করেন এবং মারা যান মিলানের শহরে।
চলে গেলেন কার্ল-হেইঞ্জ স্নেলিংগার। ৮৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন পশ্চিম জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ খেলা এই ডিফেন্ডার। এএফপিকে আজ খবরটি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে।
স্নেলিংগার ১৯৫৮ থেকে ১৯৭০ পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলেছেন। তবে একবার শিরোপা জিততে পারেননি। ১৯৬৬ বিশ্বকাপে ওয়েম্বলিতে স্নেলিংগাররা হারেন ইংল্যান্ডের কাছে। ইংলিশদের সেটিই প্রথম ও একমাত্র বিশ্বকাপ।
পশ্চিম জার্মানির হয়ে ৪৭ ম্যাচ খেলেছেন স্নেলিংগার। জাতীয় দলের হয়ে তিনি নিজের একমাত্র গোলটি করেছেন ১৯৭০ বিশ্বকাপের সেমিফাইনালে, ইতালির বিপক্ষে। যোগ করা সময়ে গোল করে ম্যাচটিতে পশ্চিম জার্মানিকে সমতায় ফেরান তিনি। তবে অতিরিক্ত সময়ে ম্যাচটি ৪-২ গোলে জিতে নেয় ইতালি।
ক্লাব পর্যায়ে স্নেলিংগার ১৯৬২ সালে কোলনকে জার্মান ফুটবলের শীর্ষ লিগের শিরোপা এনে দেন। সে বছরের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হোন তিনি। এই পুরস্কার জেতার পর জার্মানির ফুটবলের বাইরে যাওয়া একমাত্র খেলোয়াড় ছিলেন তিনি। এরপর ক্যারিয়ারের অধিকাংশ সময় ইতালিতে কাটান তিনি।
এক বছর মানতুয়ায় কাটানোর পরের বছর রোমাতে কাটান স্নেলিংগার। এরপর এসি মিলানে কাটান ৯ বছর। রোজোনেরিদের হয়ে চারটি ইতালিয়ান কাপ ও একটি লিগ শিরোপা জিতেছেন। অবসরের পর স্নেলিংগার ইতালিয়ায় বসবাস শুরু করেন এবং মারা যান মিলানের শহরে।
ডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
২৫ মিনিট আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, টেস্ট ক্রিকেট
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে ২০২৪ সাল ভারতের কেটেছে অসাধারণ। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টেও তাদের শুরুটা ছিল দুর্দান্ত। তবে বছরের শেষভাগে এসে টেস্টে হোঁচট খাচ্ছে এশিয়ার দলটি। সুদূর অস্ট্রেলিয়াতে এসেও বেকায়দায় পড়েছে ভারত।
১ ঘণ্টা আগে