Ajker Patrika

সৌদি প্রো লিগে হতাশ রোনালদো যা করলেন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ মার্চ ২০২৩, ১২: ০৮
সৌদি প্রো লিগে হতাশ রোনালদো যা করলেন

হতাশায় মেজাজ হারানো ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নতুন কিছু নয়। আন্তর্জাতিক ফুটবল তো বটেই, ক্লাব ফুটবলে প্রায় সময়ই তিনি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না। গতকাল কিং আব্দুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচে মেজাজ হারিয়ে ফেললেন রোনালদো।

সৌদি প্রো লিগে গতকাল আল-ইত্তিহাদের বিপক্ষে খেলেছিল আল-নাসর। রোমারিনহোর গোলে ১-০ গোলের জয় পায় আল-ইত্তিহাদ। তাতে আল-নাসরকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আল ইত্তিহাদ। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এখন রোনালদোরা। ম্যাচ শেষে এই পরাজয় যেন রোনালদোর হতাশা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এক সতীর্থ তাঁকে বুঝিয়েও হতাশা কমাতে পারেননি। টানেলে ঢোকার আগে রোনালদোর হতাশা আরও বেড়ে যায়। ডাগআউটের পাশে রাখা প্লাস্টিকের পানির বোতলে সজোরে লাথি মারেন তিনি। রাগান্বিত রোনালদো এরপর হাঁটতে হাঁটতে চলে যান টানেলের ভেতরে।

ম্যাচ শেষে রোনালদো অবশ্য আল-নাসরের ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। আল-নাসরের এই ফরোয়ার্ড টুইট করেছেন, ‘এই ফলে খুব হতাশ। কিন্তু আমরা এই মৌসুম আর এর পরে যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচগুলো নিয়ে ভাবছি। আমাদের সমর্থন দেওয়ায় আল-নাসর ভক্তদের ধন্যবাদ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত