ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১২টায় ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ও ব্রাজিলের ফ্লুমিনেন্স। ক্লাব বিশ্বকাপে এটিই প্রথম ফাইনাল সিটির। প্রথম ফাইনাল ফ্লুমিনেন্সেরও।
এই ‘প্রথম’-এর বাইরে আর কোনো সাদৃশ্য নেই দুই দলের। এক দল ইউরোপের, আরেক দল লাতিনের। স্বভাবতই খেলার ধরনেও উত্তর মেরু-দক্ষিণ মেরু ফারাক দুই দলের। কোচ পেপ গার্দিওলার হাত ধরে বার্সেলোনার ‘টিকিটাকা’ ইতিহাদে জায়গা করে নিলেও গতির মিশেলে সেটি রূপ নিয়েছে ‘পজিশনাল’ ফুটবলে। আর এই ধরনেই সফল গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নস লিগেরও। কিন্তু ফার্নান্দো দিনিজের স্টাইল আবার গার্দিওলার পুরোপুরি বিপরীত। ব্রাজিলের শিশু-কিশোররা রাস্তাঘাটে যেভাবে খেলেন, সৃজনশীলতার ছাপ রেখে সেই ধরনটাকেই তিনি নিয়ে এসেছেন তাঁর ‘অ্যান্টি পজিশনাল’ ফুটবল স্টাইলে। দিনিজ স্বীকারও করেন তা। গার্দিওলা ও তাঁর খেলার ধরন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে দিনিজ অবলীলায় বলেছিলেন, ‘বল নিজেদের দখলে রেখে যেভাবে খেলতে পছন্দ করেন পেপ গার্দিওলা, আমার ধরন ঠিক তার বিপরীত। তার ধরন হলো পজিশনাল, আমার অ্যান্টি-পজিশনাল।’
তাঁর ‘অ্যান্টি-পজিশনাল’ যখন কাজ করে, তখন রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের ‘জোগো বনিতো’র কথা মনে করিয়ে দেয়। দিনিজের অধীনেই প্রথমবারের মতো গত মাসে কোপা লিবার্তাদোরেস জেতে ফ্লুমিনেন্স। তবে তাঁর খেলার ধরন আজকে কতটা কাজ করবে সেটাই দেখার। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শক্তিশালী দলের বিপক্ষে এই স্টাইলে খেলতে গেলে প্রতিপক্ষ খেলার জন্য অনেক জায়গা পেয়ে যায়। সেটার যথাযথ ব্যবহার সিটি করলে চাপে পড়ে যেতে পারে ফ্লুমিনেন্স। মিসরের আল-আহলি ক্লাবই তাদের প্রথম সেমিফাইনালে থামিয়ে দিতে পারত। কিন্তু সেটা হতে দেননি গোলরক্ষক ফ্যাবিও। প্রতিপক্ষের অনেক সুযোগ নষ্ট করে দিয়েছেন; আর দ্বিতীয়ার্ধের শেষ ভাগের দুই গোল ফ্লুমিনেন্সকে তুলে আনে ফাইনালে।
কোচ দিনিজের ওপর অটুট আস্থা মার্সেলোর। রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার, যদিও এখন আগলাচ্ছেন ফ্লুমিনেন্সের রক্ষণ, তিনি বলছেন, ‘প্রতিটি খেলোয়াড়ের সেরাটা তিনি বের করে আনতে সক্ষম। এখানে যতটা স্বাধীনতা নিয়ে খেলতে পারি, সেটা কোথাও পাইনি। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ভেবেছিলাম আমার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ। কিন্তু দিনিজই আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে।’
নিজেদের নিয়ে দিনিজ আত্মবিশ্বাসী হলেও বাস্তবতা এই, ২০১২ সালের পর কোনো লাতিন ক্লাব ফিফা বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু কেন? দিনিজের ভাষায়, ‘যারা ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা উরুগুয়েতে ভালো খেলছে, তাদের নিয়ে যাচ্ছে তারা (ইউরোপিয়ান ক্লাবগুলো), এমনকি কিশোরদেরও...নিয়ে যাচ্ছে ভালো কোচদেরও।’
বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১২টায় ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ও ব্রাজিলের ফ্লুমিনেন্স। ক্লাব বিশ্বকাপে এটিই প্রথম ফাইনাল সিটির। প্রথম ফাইনাল ফ্লুমিনেন্সেরও।
এই ‘প্রথম’-এর বাইরে আর কোনো সাদৃশ্য নেই দুই দলের। এক দল ইউরোপের, আরেক দল লাতিনের। স্বভাবতই খেলার ধরনেও উত্তর মেরু-দক্ষিণ মেরু ফারাক দুই দলের। কোচ পেপ গার্দিওলার হাত ধরে বার্সেলোনার ‘টিকিটাকা’ ইতিহাদে জায়গা করে নিলেও গতির মিশেলে সেটি রূপ নিয়েছে ‘পজিশনাল’ ফুটবলে। আর এই ধরনেই সফল গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নস লিগেরও। কিন্তু ফার্নান্দো দিনিজের স্টাইল আবার গার্দিওলার পুরোপুরি বিপরীত। ব্রাজিলের শিশু-কিশোররা রাস্তাঘাটে যেভাবে খেলেন, সৃজনশীলতার ছাপ রেখে সেই ধরনটাকেই তিনি নিয়ে এসেছেন তাঁর ‘অ্যান্টি পজিশনাল’ ফুটবল স্টাইলে। দিনিজ স্বীকারও করেন তা। গার্দিওলা ও তাঁর খেলার ধরন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে দিনিজ অবলীলায় বলেছিলেন, ‘বল নিজেদের দখলে রেখে যেভাবে খেলতে পছন্দ করেন পেপ গার্দিওলা, আমার ধরন ঠিক তার বিপরীত। তার ধরন হলো পজিশনাল, আমার অ্যান্টি-পজিশনাল।’
তাঁর ‘অ্যান্টি-পজিশনাল’ যখন কাজ করে, তখন রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের ‘জোগো বনিতো’র কথা মনে করিয়ে দেয়। দিনিজের অধীনেই প্রথমবারের মতো গত মাসে কোপা লিবার্তাদোরেস জেতে ফ্লুমিনেন্স। তবে তাঁর খেলার ধরন আজকে কতটা কাজ করবে সেটাই দেখার। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শক্তিশালী দলের বিপক্ষে এই স্টাইলে খেলতে গেলে প্রতিপক্ষ খেলার জন্য অনেক জায়গা পেয়ে যায়। সেটার যথাযথ ব্যবহার সিটি করলে চাপে পড়ে যেতে পারে ফ্লুমিনেন্স। মিসরের আল-আহলি ক্লাবই তাদের প্রথম সেমিফাইনালে থামিয়ে দিতে পারত। কিন্তু সেটা হতে দেননি গোলরক্ষক ফ্যাবিও। প্রতিপক্ষের অনেক সুযোগ নষ্ট করে দিয়েছেন; আর দ্বিতীয়ার্ধের শেষ ভাগের দুই গোল ফ্লুমিনেন্সকে তুলে আনে ফাইনালে।
কোচ দিনিজের ওপর অটুট আস্থা মার্সেলোর। রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার, যদিও এখন আগলাচ্ছেন ফ্লুমিনেন্সের রক্ষণ, তিনি বলছেন, ‘প্রতিটি খেলোয়াড়ের সেরাটা তিনি বের করে আনতে সক্ষম। এখানে যতটা স্বাধীনতা নিয়ে খেলতে পারি, সেটা কোথাও পাইনি। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ভেবেছিলাম আমার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ। কিন্তু দিনিজই আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে।’
নিজেদের নিয়ে দিনিজ আত্মবিশ্বাসী হলেও বাস্তবতা এই, ২০১২ সালের পর কোনো লাতিন ক্লাব ফিফা বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু কেন? দিনিজের ভাষায়, ‘যারা ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা উরুগুয়েতে ভালো খেলছে, তাদের নিয়ে যাচ্ছে তারা (ইউরোপিয়ান ক্লাবগুলো), এমনকি কিশোরদেরও...নিয়ে যাচ্ছে ভালো কোচদেরও।’
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
১৫ মিনিট আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
২৪ মিনিট আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে কাল দুবাইয়ে দেখা হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। পরশু লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে গ্রুপপর্বের দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আরও কয়েকটি ম্যাচে...
২ ঘণ্টা আগে