Ajker Patrika

ব্রাজিলকে কাঁদিয়ে ফিনালিসিমা ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১১: ৫৯
ব্রাজিলকে কাঁদিয়ে ফিনালিসিমা ইংল্যান্ডের

নকআউট পর্বে টাইব্রেকার যেন ব্রাজিলের কাছে এক গোলকধাঁধা। ছেলেদের পর এবার মেয়েরাও হলো একই দুর্ভাগ্যের শিকার। ওয়েম্বলিতে গতকাল ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে মেয়েদের প্রথম ফিনালিসিমা জিতে নিল ইংল্যান্ড। 

ইউরোপ ও লাতিন আমেরিকার মহাদেশীয় চ্যাম্পিয়নদের মধ্যে এই প্রথম আয়োজিত হয়েছে মেয়েদের ফিনালিসিমা। ওয়েম্বলিতে গতকাল প্রথমে এগিয়ে যায় ইংল্যান্ড। ২৩ মিনিটে লুসি ব্রোঞ্জের অ্যাসিস্টে গোল করেন এলা টুনি। ইংল্যান্ডের জয় যখন নিশ্চিত মনে হচ্ছিল, সেই সময় সমতায় ফেরে ব্রাজিল। ৯০ মিনিটের পর যোগ করা সময়ে সমতাসূচক গোল করেন বদলি হিসেবে নামা আন্দ্রেসা আলভেজ। ম্যাচ এরপর টাইব্রেকারে গড়ালে জর্জিয়া স্ট্যানওয়ের গোলে প্রথমে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর ব্রাজিলের হয়ে গোল করেন আদ্রিয়ানা। প্রথমে দুই দল গোল করলেও দ্বিতীয় গোলটি উভয় দলই মিস করেছে। ব্রাজিল হাতছাড়া করে তাদের তৃতীয় সুযোগও। অন্যদিকে টাইব্রেকারে টানা ৩টি গোল করেছে, যেখানে ক্লো কেলির গোলে নিশ্চিত হয় ইংল্যান্ডের জয়। 

ছেলেদের ফুটবলে সর্বশেষ ফিনালিসিমা হয়েছিল ২০২২ সালে। ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমা জিতেছিল আর্জেন্টিনা। আকাশি-নীলদের গোল ৩টি করেন লাওতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া ও পাওলো দিবালা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত