Ajker Patrika

বসুন্ধরার চিঠিতে আবারও পেছাল এএফসি কাপ

নিজস্ব প্রতিবেদক
বসুন্ধরার চিঠিতে আবারও পেছাল এএফসি কাপ

ঢাকা: এএফসি কাপের ‘ডি’ গ্রুপের খেলা নিয়ে টানাহেঁচড়া চলছেই। মালদ্বীপে টুর্নামেন্ট একদফা স্থগিত হয়েছে আগেই। নতুন করে শুরু হওয়ার কথা ছিল ২৭ জুন থেকে। বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস সেই সূচিতে আপত্তি জানালে আবারও পেছানো হলো খেলা।

পরিবর্তিত সূচি নিয়ে আপত্তি তুলে এএফসির কাছে চিঠি পাঠিয়েছিল বসুন্ধরা কিংস। সেই সূচিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর এএফসি কাপ প্রায় একই সময়ে খেলতে হতো বসুন্ধরাকে। লিগে ২৮ জুন খেলা ছিল দলটির। অন্যদিকে ৩০ জুন থেকে শুরু এএফসি কাপ। দুই টুর্নামেন্টের সূচিকে সাংঘর্ষিক দাবি করে খেলা পেছাতে বলেছিল বসুন্ধরা। লিগ শেষ করেই খেলার ইচ্ছা ছিল তাদের। শেষপর্যন্ত এএফসি রাজি হলে পেছানো হয়েছে ‘ডি’ গ্রুপের খেলা।

নতুন সূচিতে ১৫ আগস্ট থেকে শুরু হবে এএফসি কাপের ‘ডি’ গ্রুপের খেলা। প্রথম দিন হবে বাছাইপর্ব। মুখোমুখি হবে ভারতের বেঙ্গালুরু এফসি ও মালদ্বীপের ক্লাব ইগলস। জয়ী দল খেলবে বসুন্ধরা কিংস, এটিকে মোহনবাগান ও মাজিয়া স্পোর্টসের সঙ্গে গ্রুপ পর্বে।

১৮ আগস্ট মালদ্বীপের আরেক ক্লাব মাজিয়া স্পোর্টসের বিপক্ষে প্রথম ম্যাচ বসুন্ধরার। ২১ আগস্ট দ্বিতীয় ম্যাচে খেলবে বেঙ্গালুরু এফসি ও ক্লাব ইগলসের মধ্যকার জয়ী দলের সঙ্গে। শেষ ম্যাচে দলটির প্রতিপক্ষ আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান।

১৩ মে মালদ্বীপে হওয়ার কথা ছিল টুর্নামেন্ট। বেঙ্গালুরু এফসি করোনা প্রটোকল ভাঙায় স্বাগতিক হিসেবে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় ক্ষুব্ধ মালদ্বীপ। এখন পর্যন্ত ‘ডি’ গ্রুপের স্বাগতিক দেশের নাম পাওয়া যায়নি। সুযোগটা তা কাজে লাগাতে চায় বসুন্ধরা। খেলা পেছানোয় এখন স্বাগতিক হিসেবে নিজেদের নাম উপস্থাপন করতে চায় ক্লাবটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত