নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২২ সালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। দুই বছর পর এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা খাতুন-সানজিদা আকতাররা গ্রুপ পর্বে খেলবেন ভারত ও পাকিস্তানের বিপক্ষে।
২০২৪ নারী সাফের সূচি আজ প্রকাশ করা হয়েছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ১৭ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট। একই ভেন্যুতে ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযানে নামবে বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচ তথা গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। ২৩ অক্টোবর মুখোমুখি হবে দুই প্রতিবেশী। বাংলাদেশ নারী ফুটবল দলের দুটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে।
দুই গ্রুপে সাত দল খেলবে এবারের নারী সাফে। ‘এ’ গ্রপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দল থাকলেও অপর গ্রুপে রয়েছে চার দল। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এই চার দল রয়েছে ‘বি’ গ্রুপে।
টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন ১৮ অক্টোবর হবে দুই ম্যাচ। বাংলাদেশ সময় বেলা ১টা ৪৫ মিনিটে খেলবে শ্রীলঙ্কা-মালদ্বীপ। একই দিন বিকেল ৫টা ৪৫ মিনিটে মুখোমুখি নেপাল-ভুটান। একদিন বিরতি দিয়ে ২০ অক্টোবর হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। ভুটান-শ্রীলঙ্কা, মালদ্বীপ-নেপাল ম্যাচ দুটি হবে ২১ অক্টোবর।
একদিন বিরতিতে বাংলাদেশ-ভারত ম্যাচ হবে ২৩ অক্টোবর। মালদ্বীপ-ভুটান, নেপাল-শ্রীলঙ্কা দুটি ম্যাচ দিয়ে ২৪ অক্টোবর শেষ হবে গ্রুপ পর্বের খেলা। দুই দিন বিশ্রামের পর ২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। টুর্নামেন্ট শেষ হবে ৩০ অক্টোবর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের সব ম্যাচ হবে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। যেদিন দুটি ম্যাচ, সেদিন প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টা ৪৫ মিনিটে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ৪৫ মিনিটে।
২০২৪ নারী সাফে বাংলাদেশের সূচি
প্রতিপক্ষ তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
পাকিস্তান ২০ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিট
ভারত ২৩ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিট
সেমিফাইনালের সূচি
তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘বি’ রানার্সআপ ২৭ অক্টোবর বেলা ১টা ৪৫ মিনিট
গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার্সআপ ২৭ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিট
ফাইনালের সূচি
তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
দুই সেমিফাইনালের জয়ী দল ৩০ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিট
গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার্সআপ ২৭ অক্টোবর
২০২২ সালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। দুই বছর পর এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা খাতুন-সানজিদা আকতাররা গ্রুপ পর্বে খেলবেন ভারত ও পাকিস্তানের বিপক্ষে।
২০২৪ নারী সাফের সূচি আজ প্রকাশ করা হয়েছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ১৭ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট। একই ভেন্যুতে ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযানে নামবে বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচ তথা গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। ২৩ অক্টোবর মুখোমুখি হবে দুই প্রতিবেশী। বাংলাদেশ নারী ফুটবল দলের দুটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে।
দুই গ্রুপে সাত দল খেলবে এবারের নারী সাফে। ‘এ’ গ্রপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দল থাকলেও অপর গ্রুপে রয়েছে চার দল। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এই চার দল রয়েছে ‘বি’ গ্রুপে।
টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন ১৮ অক্টোবর হবে দুই ম্যাচ। বাংলাদেশ সময় বেলা ১টা ৪৫ মিনিটে খেলবে শ্রীলঙ্কা-মালদ্বীপ। একই দিন বিকেল ৫টা ৪৫ মিনিটে মুখোমুখি নেপাল-ভুটান। একদিন বিরতি দিয়ে ২০ অক্টোবর হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। ভুটান-শ্রীলঙ্কা, মালদ্বীপ-নেপাল ম্যাচ দুটি হবে ২১ অক্টোবর।
একদিন বিরতিতে বাংলাদেশ-ভারত ম্যাচ হবে ২৩ অক্টোবর। মালদ্বীপ-ভুটান, নেপাল-শ্রীলঙ্কা দুটি ম্যাচ দিয়ে ২৪ অক্টোবর শেষ হবে গ্রুপ পর্বের খেলা। দুই দিন বিশ্রামের পর ২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। টুর্নামেন্ট শেষ হবে ৩০ অক্টোবর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের সব ম্যাচ হবে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। যেদিন দুটি ম্যাচ, সেদিন প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টা ৪৫ মিনিটে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ৪৫ মিনিটে।
২০২৪ নারী সাফে বাংলাদেশের সূচি
প্রতিপক্ষ তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
পাকিস্তান ২০ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিট
ভারত ২৩ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিট
সেমিফাইনালের সূচি
তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘বি’ রানার্সআপ ২৭ অক্টোবর বেলা ১টা ৪৫ মিনিট
গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার্সআপ ২৭ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিট
ফাইনালের সূচি
তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
দুই সেমিফাইনালের জয়ী দল ৩০ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিট
গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার্সআপ ২৭ অক্টোবর
বাংলাদেশ দল অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে আজ। টেস্ট শুরুর আগেই গত রাতে একাদশ ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
২৪ মিনিট আগেকাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনা। কদিন আগে শোনা গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হবেন তিনি। কিন্তু সূত্র জানিয়েছে, পিটার বাটলার মেয়েদের কোচ হিসেবেই থাকছেন।
৪২ মিনিট আগেটেস্ট ক্যারিয়ারের ফিফটির ম্যাচেই নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এর চেয়ে স্মরণীয় মুহূর্ত মিরাজের জন্য আর কী হতে পারে! মিরাজও অ্যান্টিগায় গতকাল যখন সংবাদ সম্মেলনে এসেছেন, তাঁকে দেখেই বোঝা গেছে এমন রোমাঞ্চ তাঁকে কতটা স্পর্শ করেছে।
১ ঘণ্টা আগে২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলাম শুরু হতে বেশি দিন বাকি নেই। মেগা নিলামের আগেই জানা গেল টুর্নামেন্টের দিনক্ষণ। শুধু তাই নয়, একই সঙ্গে তিন আইপিএলের সূচিও ফাঁস হয়ে গেল।
২ ঘণ্টা আগে