নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২২ সালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। দুই বছর পর এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা খাতুন-সানজিদা আকতাররা গ্রুপ পর্বে খেলবেন ভারত ও পাকিস্তানের বিপক্ষে।
২০২৪ নারী সাফের সূচি আজ প্রকাশ করা হয়েছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ১৭ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট। একই ভেন্যুতে ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযানে নামবে বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচ তথা গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। ২৩ অক্টোবর মুখোমুখি হবে দুই প্রতিবেশী। বাংলাদেশ নারী ফুটবল দলের দুটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে।
দুই গ্রুপে সাত দল খেলবে এবারের নারী সাফে। ‘এ’ গ্রপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দল থাকলেও অপর গ্রুপে রয়েছে চার দল। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এই চার দল রয়েছে ‘বি’ গ্রুপে।
টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন ১৮ অক্টোবর হবে দুই ম্যাচ। বাংলাদেশ সময় বেলা ১টা ৪৫ মিনিটে খেলবে শ্রীলঙ্কা-মালদ্বীপ। একই দিন বিকেল ৫টা ৪৫ মিনিটে মুখোমুখি নেপাল-ভুটান। একদিন বিরতি দিয়ে ২০ অক্টোবর হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। ভুটান-শ্রীলঙ্কা, মালদ্বীপ-নেপাল ম্যাচ দুটি হবে ২১ অক্টোবর।
একদিন বিরতিতে বাংলাদেশ-ভারত ম্যাচ হবে ২৩ অক্টোবর। মালদ্বীপ-ভুটান, নেপাল-শ্রীলঙ্কা দুটি ম্যাচ দিয়ে ২৪ অক্টোবর শেষ হবে গ্রুপ পর্বের খেলা। দুই দিন বিশ্রামের পর ২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। টুর্নামেন্ট শেষ হবে ৩০ অক্টোবর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের সব ম্যাচ হবে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। যেদিন দুটি ম্যাচ, সেদিন প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টা ৪৫ মিনিটে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ৪৫ মিনিটে।
২০২৪ নারী সাফে বাংলাদেশের সূচি
প্রতিপক্ষ তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
পাকিস্তান ২০ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিট
ভারত ২৩ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিট
সেমিফাইনালের সূচি
তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘বি’ রানার্সআপ ২৭ অক্টোবর বেলা ১টা ৪৫ মিনিট
গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার্সআপ ২৭ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিট
ফাইনালের সূচি
তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
দুই সেমিফাইনালের জয়ী দল ৩০ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিট
গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার্সআপ ২৭ অক্টোবর
২০২২ সালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। দুই বছর পর এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা খাতুন-সানজিদা আকতাররা গ্রুপ পর্বে খেলবেন ভারত ও পাকিস্তানের বিপক্ষে।
২০২৪ নারী সাফের সূচি আজ প্রকাশ করা হয়েছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ১৭ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট। একই ভেন্যুতে ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযানে নামবে বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচ তথা গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। ২৩ অক্টোবর মুখোমুখি হবে দুই প্রতিবেশী। বাংলাদেশ নারী ফুটবল দলের দুটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে।
দুই গ্রুপে সাত দল খেলবে এবারের নারী সাফে। ‘এ’ গ্রপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দল থাকলেও অপর গ্রুপে রয়েছে চার দল। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এই চার দল রয়েছে ‘বি’ গ্রুপে।
টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন ১৮ অক্টোবর হবে দুই ম্যাচ। বাংলাদেশ সময় বেলা ১টা ৪৫ মিনিটে খেলবে শ্রীলঙ্কা-মালদ্বীপ। একই দিন বিকেল ৫টা ৪৫ মিনিটে মুখোমুখি নেপাল-ভুটান। একদিন বিরতি দিয়ে ২০ অক্টোবর হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। ভুটান-শ্রীলঙ্কা, মালদ্বীপ-নেপাল ম্যাচ দুটি হবে ২১ অক্টোবর।
একদিন বিরতিতে বাংলাদেশ-ভারত ম্যাচ হবে ২৩ অক্টোবর। মালদ্বীপ-ভুটান, নেপাল-শ্রীলঙ্কা দুটি ম্যাচ দিয়ে ২৪ অক্টোবর শেষ হবে গ্রুপ পর্বের খেলা। দুই দিন বিশ্রামের পর ২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। টুর্নামেন্ট শেষ হবে ৩০ অক্টোবর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের সব ম্যাচ হবে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। যেদিন দুটি ম্যাচ, সেদিন প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টা ৪৫ মিনিটে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ৪৫ মিনিটে।
২০২৪ নারী সাফে বাংলাদেশের সূচি
প্রতিপক্ষ তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
পাকিস্তান ২০ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিট
ভারত ২৩ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিট
সেমিফাইনালের সূচি
তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘বি’ রানার্সআপ ২৭ অক্টোবর বেলা ১টা ৪৫ মিনিট
গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার্সআপ ২৭ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিট
ফাইনালের সূচি
তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
দুই সেমিফাইনালের জয়ী দল ৩০ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিট
গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার্সআপ ২৭ অক্টোবর
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৩ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
৫ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
৫ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
৭ ঘণ্টা আগে