ক্রীড়া ডেস্ক
রদ্রিগো দি পলকে দলে নিতে আতলেতিকো মাদ্রিদ চেষ্টা চালিয়ে আসছিল অনেক দিন ধরেই। অবশেষে সফল হয়েছে ক্লাবটি। ইতালিয়ান ক্লাব উদিনেস থেকে আতলেতিকোতে আসা দি পল ২০২৬ সাল পর্যন্ত খেলবেন ক্লাবটির হয়ে। কাল এক বিবৃতিতে আতলেতিকো বিষয়টি নিশ্চিত করেছে।
দি পলের আতলেতিকোয় যোগ দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন দিয়েগো সিমিওনে। ২০১৩ সালেই দি পলকে চোখে লেগেছিল সিমিওনের। দি পলের এজেন্ট অগাস্টিন জিমেনেসের সঙ্গে সব সময় যোগাযোগ রেখেছিলেন সিমিওনে।
কোপা আমেরিকায় দি পলের দুর্দান্ত পারফরম্যান্সের পর আর দেরি করেননি সিমিওনে। পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে ছিলেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। ফাইনালে দি পলের বাড়ানো বল জালে জড়িয়েই আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা–খরা ঘুচিয়েছেন আনহেল দি মারিয়া। দি পল গোল করেছিলেন ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও।
সর্বশেষ মৌসুমে উদিনেসের হয়ে আলো ছড়িয়েছেন দি পল। নিজে নয় গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০টি। উদিনেসের হয়ে দি পল খেলেছেন পাঁচ বছর। এই সময়ে ১৮৪ ম্যাচে তিনি করেছেন ৩৪ গোল, গোলে সহায়তা করেছেন ৩৬টি। ক্লাব ক্যারিয়ারে এর আগে দুই বছর খেলেছিলেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ায়।
রদ্রিগো দি পলকে দলে নিতে আতলেতিকো মাদ্রিদ চেষ্টা চালিয়ে আসছিল অনেক দিন ধরেই। অবশেষে সফল হয়েছে ক্লাবটি। ইতালিয়ান ক্লাব উদিনেস থেকে আতলেতিকোতে আসা দি পল ২০২৬ সাল পর্যন্ত খেলবেন ক্লাবটির হয়ে। কাল এক বিবৃতিতে আতলেতিকো বিষয়টি নিশ্চিত করেছে।
দি পলের আতলেতিকোয় যোগ দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন দিয়েগো সিমিওনে। ২০১৩ সালেই দি পলকে চোখে লেগেছিল সিমিওনের। দি পলের এজেন্ট অগাস্টিন জিমেনেসের সঙ্গে সব সময় যোগাযোগ রেখেছিলেন সিমিওনে।
কোপা আমেরিকায় দি পলের দুর্দান্ত পারফরম্যান্সের পর আর দেরি করেননি সিমিওনে। পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে ছিলেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। ফাইনালে দি পলের বাড়ানো বল জালে জড়িয়েই আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা–খরা ঘুচিয়েছেন আনহেল দি মারিয়া। দি পল গোল করেছিলেন ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও।
সর্বশেষ মৌসুমে উদিনেসের হয়ে আলো ছড়িয়েছেন দি পল। নিজে নয় গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০টি। উদিনেসের হয়ে দি পল খেলেছেন পাঁচ বছর। এই সময়ে ১৮৪ ম্যাচে তিনি করেছেন ৩৪ গোল, গোলে সহায়তা করেছেন ৩৬টি। ক্লাব ক্যারিয়ারে এর আগে দুই বছর খেলেছিলেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ায়।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
২ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৪ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৪ ঘণ্টা আগে