Ajker Patrika

আর্জেন্টিনার কোপা জয়ের নায়ককে দলে ভেড়াল আতলেতিকো মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৩ জুলাই ২০২১, ১১: ২৭
আর্জেন্টিনার কোপা জয়ের নায়ককে দলে ভেড়াল আতলেতিকো মাদ্রিদ

রদ্রিগো দি পলকে দলে নিতে আতলেতিকো মাদ্রিদ চেষ্টা চালিয়ে আসছিল অনেক দিন ধরেই। অবশেষে সফল হয়েছে ক্লাবটি। ইতালিয়ান ক্লাব উদিনেস থেকে আতলেতিকোতে আসা দি পল ২০২৬ সাল পর্যন্ত খেলবেন ক্লাবটির হয়ে। কাল এক বিবৃতিতে আতলেতিকো বিষয়টি নিশ্চিত করেছে।

দি পলের আতলেতিকোয় যোগ দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন দিয়েগো সিমিওনে। ২০১৩ সালেই দি পলকে চোখে লেগেছিল সিমিওনের। দি পলের এজেন্ট অগাস্টিন জিমেনেসের সঙ্গে সব সময় যোগাযোগ রেখেছিলেন সিমিওনে।

কোপা আমেরিকায় দি পলের দুর্দান্ত পারফরম্যান্সের পর আর দেরি করেননি সিমিওনে। পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে ছিলেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। ফাইনালে দি পলের বাড়ানো বল জালে জড়িয়েই আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা–খরা ঘুচিয়েছেন আনহেল দি মারিয়া। দি পল গোল করেছিলেন ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও।

সর্বশেষ মৌসুমে উদিনেসের হয়ে আলো ছড়িয়েছেন দি পল। নিজে নয় গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০টি। উদিনেসের হয়ে দি পল খেলেছেন পাঁচ বছর। এই সময়ে ১৮৪ ম্যাচে তিনি করেছেন ৩৪ গোল, গোলে সহায়তা করেছেন ৩৬টি। ক্লাব ক্যারিয়ারে এর আগে দুই বছর খেলেছিলেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত