ক্রীড়া ডেস্ক
গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে সমানে সমানে লড়াই চলছিল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল সিটি। আগের মৌসুমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের রেশ তো রয়ে গেছে এবারও।
এমিরেটস স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। ৮৬ মিনিটে ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় আর্সেনাল। শেষ পর্যন্ত আর্সেনাল ম্যাচ জিতেছে ১-০ ব্যবধানে। ম্যাচ শেষে সবাই যখন টানেল দিয়ে চলে যাচ্ছিলেন, তখনই ঘটে ঝগড়ার ঘটনা। আর্সেনালের সেট পিস কোচ নিকোলাস জোভারকে ধাক্কা দেন ম্যান সিটির ডিফেন্ডার কাইল হালান্ড। তখন তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এরপর ঝগড়ায় এসে যোগ দেন আর্লিং হালান্ড। ম্যাচ শেষে সিটি কোচ পেপ গার্দিওলাকে এ ব্যাপারে (ঝগড়া) জিজ্ঞেস করা হলেও কৌশলে তা এড়িয়ে গেছেন। সিটি কোচ বলেন, ‘আমি জানি কী হয়েছে। তবে কিছু বলতে চাচ্ছি না।’ এর আগে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত সিটির অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন জোভার।
সব প্রতিযোগিতা মিলে ম্যানচেস্টার সিটি সর্বশেষ চার ম্যাচের তিন ম্যাচ হেরেছে। যার মধ্যে প্রিমিয়ার লিগে হেরেছে টানা দুই ম্যাচ। এবারের প্রিমিয়ারের লিগে ৮ ম্যাচে ৬ জয় ও ২ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে আছে সিটিজেনরা। অন্যদিকে আর্সেনাল এই মৌসুমে এক ম্যাচও হারেনি। ৬ জয় ও ২ ড্রতে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে গানার্সরা।
গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে সমানে সমানে লড়াই চলছিল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল সিটি। আগের মৌসুমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের রেশ তো রয়ে গেছে এবারও।
এমিরেটস স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। ৮৬ মিনিটে ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় আর্সেনাল। শেষ পর্যন্ত আর্সেনাল ম্যাচ জিতেছে ১-০ ব্যবধানে। ম্যাচ শেষে সবাই যখন টানেল দিয়ে চলে যাচ্ছিলেন, তখনই ঘটে ঝগড়ার ঘটনা। আর্সেনালের সেট পিস কোচ নিকোলাস জোভারকে ধাক্কা দেন ম্যান সিটির ডিফেন্ডার কাইল হালান্ড। তখন তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এরপর ঝগড়ায় এসে যোগ দেন আর্লিং হালান্ড। ম্যাচ শেষে সিটি কোচ পেপ গার্দিওলাকে এ ব্যাপারে (ঝগড়া) জিজ্ঞেস করা হলেও কৌশলে তা এড়িয়ে গেছেন। সিটি কোচ বলেন, ‘আমি জানি কী হয়েছে। তবে কিছু বলতে চাচ্ছি না।’ এর আগে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত সিটির অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন জোভার।
সব প্রতিযোগিতা মিলে ম্যানচেস্টার সিটি সর্বশেষ চার ম্যাচের তিন ম্যাচ হেরেছে। যার মধ্যে প্রিমিয়ার লিগে হেরেছে টানা দুই ম্যাচ। এবারের প্রিমিয়ারের লিগে ৮ ম্যাচে ৬ জয় ও ২ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে আছে সিটিজেনরা। অন্যদিকে আর্সেনাল এই মৌসুমে এক ম্যাচও হারেনি। ৬ জয় ও ২ ড্রতে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে গানার্সরা।
এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
৫ মিনিট আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১৩ মিনিট আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
২ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৩ ঘণ্টা আগে