নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে খেলছেন মোসাম্মৎ সাগরিকা। বাবা লিটন আলী ও মা আনজু বেগম প্রথমবারের মতো মেয়ের খেলা মাঠে বসে দেখবেন বলে চলে এসেছেন ঢাকায়। তবে মেয়ে আবার বাবা-মায়ের এই আগমন সম্পর্কে জানেন না। সাগরিকাকে চমকে দেওয়ার জন্য লিটন আলী ও আনজু বেগমের এই ক্ষুদ্র প্রয়াস!
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে আজ ভারতের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। সাইফুল বারী টিটুর দল যে আজ ফাইনালে খেলছে তার পেছনে বড় অবদান ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গীর মেয়ে সাগরিকার। নেপালের বিপক্ষে দুই আর ভারতের বিপক্ষে ম্যাচ জেতানো একমাত্র গোলটি এসেছে সাগরিকার পা থেকে। তিন গোলে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশের নতুন এই আবিষ্কার।
মেয়ে মাঠ কাঁপাচ্ছে, অথচ বাবা-মা হয়ে রাঙ্গাটুঙ্গীতে বসে থাকবেন; সেটি কী করে হয়! তাই গতকাল রাতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে ট্রেনে করে আজ ঢাকায় এসেছেন সাগরিকার বাবা-মা। এসে একটি ইলেকট্রনিকস প্রতিষ্ঠান থেকে নিয়েছেন টেলিভিশনও। মেয়ের খেলা দেখতে নেপালের বিপক্ষে ম্যাচে টেলিভিশন ধার করতে হয়েছিল সাগরিকার বাবা লিটন আলীকে।
টেলিভিশন নিয়েই কমলাপুর স্টেডিয়ামের প্রেসবক্সে এসে বসলেন লিটন আলী ও আরজু বেগম। মেয়ের খেলা দেখে যেমন গর্বের কথাও জানালেন, শোনালেন আক্ষেপের কথাও। বাবা লিটনই জানালেন, মেয়েকে এক জোড়া বুট জুতা উপহার দিতে না পারার যন্ত্রণায় কীভাবে জ্বলছেন তিনি। সেই যন্ত্রণা নিয়ে বললেন, ‘টুর্নামেন্টের আগে মেয়ে আমার কাছে এক জোড়া বুট চেয়েছিল। বুটের দাম ৪ হাজার টাকা। আমি দিতে পারিনি। মেয়ে বলল, আচ্ছা লাগবে না।’
যে মেয়েকে নিয়ে এত গর্ব লিটন আর আরজু দম্পতির, সেই মেয়ে ফুটবল খেলবে বলায় এক মাস মেয়ের সঙ্গে কথাই বলেননি বাবা লিটন। গ্রামের মানুষ কী বলবে, সেই ভয় থেকে মেয়েকে ফুটবল খেলতে দিতে চাননি বাবা। সে সময়ের গল্পটা লিটন বললেন এভাবে, ‘কিছু লোক বলছিল, ফুটবল খেললে মেয়ে নষ্ট হয়ে যাবে। ছেলেদের মতো করে ফুটবল খেলবে, কেমন দেখা যাবে! সেই থেকে এক মাস মেয়ের সঙ্গে কথা বলিনি। মেয়ে কেঁদেছে। ও আমার সঙ্গে কথা বলেনি, আমিও বলিনি।’
গত নারী লিগে এফসি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে ১০ গোল করে বাফুফের ক্যাম্পে এসেছেন সাগরিকা। ব্রাহ্মণবাড়িয়ার হয়ে খেলতে গ্রাম ছাড়ার পর গ্রামবাসী রটিয়ে দিয়েছিল, প্রেমিকের হাত ধরে পালিয়েছে সাগরিকা! এক সময়ের বাঁকা কথা বলাই গ্রামবাসী আজ প্রজেক্টরে খেলা দেখবে সাগরিকার।
জাতীয় দলের হয়ে খেলেছেন অনূর্ধ্ব-১৭ এএফসি কাপের বাছাইপর্বে। প্রথম রাউন্ডে সিঙ্গাপুর ও দ্বিতীয় রাউন্ডে ভিয়েতনামেও খেলে এসেছেন। তবে সাগরিকাকে বাংলাদেশ চিনেছে ঘরের মাঠে এবারের সাফ টুর্নামেন্ট দিয়ে। পত্রপত্রিকায় ফলাও করে ছাপা হচ্ছে তাঁর ছবি। এক সময়ের বাঁকা কথা বলাই গ্রামবাসী আজ প্রজেক্টরে খেলা দেখবে সাগরিকার। মেয়ের ছবি দেখে গর্বিত মা আরজু বেগম বললেন, ‘একজন বললেন, পত্রিকায় সাগরিকার ছবি বড় করে ছেপেছে। দেখো, সাগরিকাকে চেনাই যাচ্ছে না। আমরা বললাম দেখিনি। তখন অনেকগুলো পত্রিকা আনা হলো। ওকে (সাগরিকা) দেখে মনে হলো যেন বিদেশি কোনো মেয়ে!’
অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে খেলছেন মোসাম্মৎ সাগরিকা। বাবা লিটন আলী ও মা আনজু বেগম প্রথমবারের মতো মেয়ের খেলা মাঠে বসে দেখবেন বলে চলে এসেছেন ঢাকায়। তবে মেয়ে আবার বাবা-মায়ের এই আগমন সম্পর্কে জানেন না। সাগরিকাকে চমকে দেওয়ার জন্য লিটন আলী ও আনজু বেগমের এই ক্ষুদ্র প্রয়াস!
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে আজ ভারতের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। সাইফুল বারী টিটুর দল যে আজ ফাইনালে খেলছে তার পেছনে বড় অবদান ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গীর মেয়ে সাগরিকার। নেপালের বিপক্ষে দুই আর ভারতের বিপক্ষে ম্যাচ জেতানো একমাত্র গোলটি এসেছে সাগরিকার পা থেকে। তিন গোলে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশের নতুন এই আবিষ্কার।
মেয়ে মাঠ কাঁপাচ্ছে, অথচ বাবা-মা হয়ে রাঙ্গাটুঙ্গীতে বসে থাকবেন; সেটি কী করে হয়! তাই গতকাল রাতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে ট্রেনে করে আজ ঢাকায় এসেছেন সাগরিকার বাবা-মা। এসে একটি ইলেকট্রনিকস প্রতিষ্ঠান থেকে নিয়েছেন টেলিভিশনও। মেয়ের খেলা দেখতে নেপালের বিপক্ষে ম্যাচে টেলিভিশন ধার করতে হয়েছিল সাগরিকার বাবা লিটন আলীকে।
টেলিভিশন নিয়েই কমলাপুর স্টেডিয়ামের প্রেসবক্সে এসে বসলেন লিটন আলী ও আরজু বেগম। মেয়ের খেলা দেখে যেমন গর্বের কথাও জানালেন, শোনালেন আক্ষেপের কথাও। বাবা লিটনই জানালেন, মেয়েকে এক জোড়া বুট জুতা উপহার দিতে না পারার যন্ত্রণায় কীভাবে জ্বলছেন তিনি। সেই যন্ত্রণা নিয়ে বললেন, ‘টুর্নামেন্টের আগে মেয়ে আমার কাছে এক জোড়া বুট চেয়েছিল। বুটের দাম ৪ হাজার টাকা। আমি দিতে পারিনি। মেয়ে বলল, আচ্ছা লাগবে না।’
যে মেয়েকে নিয়ে এত গর্ব লিটন আর আরজু দম্পতির, সেই মেয়ে ফুটবল খেলবে বলায় এক মাস মেয়ের সঙ্গে কথাই বলেননি বাবা লিটন। গ্রামের মানুষ কী বলবে, সেই ভয় থেকে মেয়েকে ফুটবল খেলতে দিতে চাননি বাবা। সে সময়ের গল্পটা লিটন বললেন এভাবে, ‘কিছু লোক বলছিল, ফুটবল খেললে মেয়ে নষ্ট হয়ে যাবে। ছেলেদের মতো করে ফুটবল খেলবে, কেমন দেখা যাবে! সেই থেকে এক মাস মেয়ের সঙ্গে কথা বলিনি। মেয়ে কেঁদেছে। ও আমার সঙ্গে কথা বলেনি, আমিও বলিনি।’
গত নারী লিগে এফসি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে ১০ গোল করে বাফুফের ক্যাম্পে এসেছেন সাগরিকা। ব্রাহ্মণবাড়িয়ার হয়ে খেলতে গ্রাম ছাড়ার পর গ্রামবাসী রটিয়ে দিয়েছিল, প্রেমিকের হাত ধরে পালিয়েছে সাগরিকা! এক সময়ের বাঁকা কথা বলাই গ্রামবাসী আজ প্রজেক্টরে খেলা দেখবে সাগরিকার।
জাতীয় দলের হয়ে খেলেছেন অনূর্ধ্ব-১৭ এএফসি কাপের বাছাইপর্বে। প্রথম রাউন্ডে সিঙ্গাপুর ও দ্বিতীয় রাউন্ডে ভিয়েতনামেও খেলে এসেছেন। তবে সাগরিকাকে বাংলাদেশ চিনেছে ঘরের মাঠে এবারের সাফ টুর্নামেন্ট দিয়ে। পত্রপত্রিকায় ফলাও করে ছাপা হচ্ছে তাঁর ছবি। এক সময়ের বাঁকা কথা বলাই গ্রামবাসী আজ প্রজেক্টরে খেলা দেখবে সাগরিকার। মেয়ের ছবি দেখে গর্বিত মা আরজু বেগম বললেন, ‘একজন বললেন, পত্রিকায় সাগরিকার ছবি বড় করে ছেপেছে। দেখো, সাগরিকাকে চেনাই যাচ্ছে না। আমরা বললাম দেখিনি। তখন অনেকগুলো পত্রিকা আনা হলো। ওকে (সাগরিকা) দেখে মনে হলো যেন বিদেশি কোনো মেয়ে!’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১৩ মিনিট আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৩ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৩ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৩ ঘণ্টা আগে