ক্রীড়া ডেস্ক
বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক কী সংখ্যায়, লিওনেল মেসির ভক্ত কত—এটি হলফ করে বলা কঠিন। কারণ, সংখ্যাটা এতই বেশি। ফুটবল বিশ্বকাপ হলে বাংলাদেশ ভাগ হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনা দুই ভাগে। একটা দেশ বিশ্বকাপ খেলে না কিংবা বিশ্বকাপ থেকে এক ‘আলোকবর্ষ দূরে’ অথচ তাদের দেশে রয়েছে বিপুলসংখ্যক আর্জেন্টিনার সমর্থক, এতে অবাক স্বয়ং আকাশি-সাদারাই।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) তো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সমর্থকদের এই ভালোবাসার ধন্যবাদ দিয়েছে টুইট করে, ফটোশপে সম্পাদনা করে মেসির হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়ে। আজ দোহায় আর্জেন্টিনার সংবাদ সম্মেলনেও এল বাংলাদেশ-প্রসঙ্গ।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেছেন, আমরা জানি আর্জেন্টিনাকে নিয়ে উন্মাদনার মাত্রা কতটা। গতকাল এএফএ যেমন টুইট করেছে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে। অন্য দেশেও যখন আর্জেন্টিনার প্রতি এতটা ভালোবাসা, উন্মাদনা থাকে, কেমন লাগে বিষয়টা?
উত্তরে স্কালোনি ধন্যবাদ জানালেন বাংলাদেশের সমর্থকদের, ‘আমি রোমাঞ্চিত। অনুভূতি, অনুভূতিটা হচ্ছে, অনেক আগে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে সারা বিশ্বে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। আর্জেন্টিনার এই সমর্থকদের নিয়ে আমি গর্বিত। বাংলাদেশের মতো একটা দেশে আমাদের এত সমর্থক আছে, আমরা গর্বিত। আরও অনেক দেশে আমাদের সমর্থক আছে। (তাদের জন্য) আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা সর্বশেষ দিনের মতো খেলতে পারি, তবে অনেক কিছু হতে পারে। তবে অনুভূতিটা দারুণ। বাংলাদেশের মানুষকে ধন্যবাদ।’
বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক কী সংখ্যায়, লিওনেল মেসির ভক্ত কত—এটি হলফ করে বলা কঠিন। কারণ, সংখ্যাটা এতই বেশি। ফুটবল বিশ্বকাপ হলে বাংলাদেশ ভাগ হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনা দুই ভাগে। একটা দেশ বিশ্বকাপ খেলে না কিংবা বিশ্বকাপ থেকে এক ‘আলোকবর্ষ দূরে’ অথচ তাদের দেশে রয়েছে বিপুলসংখ্যক আর্জেন্টিনার সমর্থক, এতে অবাক স্বয়ং আকাশি-সাদারাই।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) তো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সমর্থকদের এই ভালোবাসার ধন্যবাদ দিয়েছে টুইট করে, ফটোশপে সম্পাদনা করে মেসির হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়ে। আজ দোহায় আর্জেন্টিনার সংবাদ সম্মেলনেও এল বাংলাদেশ-প্রসঙ্গ।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেছেন, আমরা জানি আর্জেন্টিনাকে নিয়ে উন্মাদনার মাত্রা কতটা। গতকাল এএফএ যেমন টুইট করেছে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে। অন্য দেশেও যখন আর্জেন্টিনার প্রতি এতটা ভালোবাসা, উন্মাদনা থাকে, কেমন লাগে বিষয়টা?
উত্তরে স্কালোনি ধন্যবাদ জানালেন বাংলাদেশের সমর্থকদের, ‘আমি রোমাঞ্চিত। অনুভূতি, অনুভূতিটা হচ্ছে, অনেক আগে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে সারা বিশ্বে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। আর্জেন্টিনার এই সমর্থকদের নিয়ে আমি গর্বিত। বাংলাদেশের মতো একটা দেশে আমাদের এত সমর্থক আছে, আমরা গর্বিত। আরও অনেক দেশে আমাদের সমর্থক আছে। (তাদের জন্য) আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা সর্বশেষ দিনের মতো খেলতে পারি, তবে অনেক কিছু হতে পারে। তবে অনুভূতিটা দারুণ। বাংলাদেশের মানুষকে ধন্যবাদ।’
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১০ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১০ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১০ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১১ ঘণ্টা আগে