ক্রীড়া ডেস্ক
ইন্টার মায়ামির হয়ে আবার একসঙ্গে খেলা শুরু লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির। দুই বন্ধুর পুনর্মিলনীর পর মায়ামি যেন জিততেই ভুলে গেছে। এল সালভাদরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ইন্টার মায়ামি। আর কটন বোল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে প্রীতি ম্যাচে এফসি ডালাসের বিপক্ষে গোল করার অনেক সুযোগ পেয়েছিল তারা। শেষ পর্যন্ত মায়ামি হেরে গেছে ১-০ গোলে।
এফসি ডালাসের বিপক্ষে ইন্টার মায়ামির শুরুর একাদশে আজও খেলেছেন মেসি ও সুয়ারেজ। ম্যাচে খুব দ্রুতই এগিয়ে গিয়েছিল ডালাস। তিন মিনিটে পল আরিওলার অ্যাসিস্টে গোল করেন ডালাস স্ট্রাইকার জেসুস ফেরেইরা। এরপর সমতায় ফিরতে প্রাণপণ চেষ্টা করে ইন্টার মায়ামি। পুরো ম্যাচ ডালাসের ওপর দাপট দেখিয়ে খেলেছে মায়ামি। ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট করেছিল মায়ামি। অন্যদিকে এফসি ডালাস বল দখলে রেখেছিল ৩১ শতাংশ আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করে ৪টি। ১২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। সার্জিও বুসকেটসের অ্যাসিস্টে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন মেসি। তবে ডালাস গোলরক্ষক মার্তেন পায়েজের দৃঢ়তায় তা সম্ভব হয়নি।
মেসির গোল মিসের পর সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজও। ১৫ মিনিটে ডেভিড রুইজের পাস থেকে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন সুয়ারেজ। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ তা প্রতিহত করেছেন। এক মিনিট পর সেই রুইজ গোলের সুযোগ হাতছাড়া করেছেন। এরপর প্রথমার্ধে একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকে মায়ামি। ২৫, ২৭ ও ৪৩ মিনিটে হুলিয়ান গ্রেসেল, মেসি, সুয়ারেজ—তিন জনের কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধ ডালাস শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকেই।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল মায়ামি। জর্দি আলবার অ্যাসিস্টে ৫৫ মিনিটে বাঁ পায়ে শট করেন মেসি। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ সেই আক্রমণ প্রতিহত করেছেন। মেসি অবশ্য এই ম্যাচে খেলেছেন ৬৪ মিনিট। ৬৪ মিনিটে আর্জেন্টাইন তারকা ফুটবলারের বদলে মাঠে নামেন মায়ামির মিডফিল্ডার গ্রেগর। সে সময় সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেল—এই তিন খেলোয়াড়কেও উঠিয়ে নেয় মায়ামি। সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেলের বদলি হিসেবে মাঠে নামেন নিকোলাস মার্সেলো স্তেফানেল্লি, লিওনার্দো কাম্পানা ও লসন কনারি সান্ডারল্যান্ড। তাও কোনো কাজে আসেনি মায়ামি। যেখানে মেসির বদলি হিসেবে নামা গ্রেগর ৮৮ মিনিটে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ডালাস শেষ পর্যন্ত জয় পেয়েছে ১-০ গোলে।
ইন্টার মায়ামির হয়ে আবার একসঙ্গে খেলা শুরু লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির। দুই বন্ধুর পুনর্মিলনীর পর মায়ামি যেন জিততেই ভুলে গেছে। এল সালভাদরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ইন্টার মায়ামি। আর কটন বোল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে প্রীতি ম্যাচে এফসি ডালাসের বিপক্ষে গোল করার অনেক সুযোগ পেয়েছিল তারা। শেষ পর্যন্ত মায়ামি হেরে গেছে ১-০ গোলে।
এফসি ডালাসের বিপক্ষে ইন্টার মায়ামির শুরুর একাদশে আজও খেলেছেন মেসি ও সুয়ারেজ। ম্যাচে খুব দ্রুতই এগিয়ে গিয়েছিল ডালাস। তিন মিনিটে পল আরিওলার অ্যাসিস্টে গোল করেন ডালাস স্ট্রাইকার জেসুস ফেরেইরা। এরপর সমতায় ফিরতে প্রাণপণ চেষ্টা করে ইন্টার মায়ামি। পুরো ম্যাচ ডালাসের ওপর দাপট দেখিয়ে খেলেছে মায়ামি। ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট করেছিল মায়ামি। অন্যদিকে এফসি ডালাস বল দখলে রেখেছিল ৩১ শতাংশ আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করে ৪টি। ১২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। সার্জিও বুসকেটসের অ্যাসিস্টে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন মেসি। তবে ডালাস গোলরক্ষক মার্তেন পায়েজের দৃঢ়তায় তা সম্ভব হয়নি।
মেসির গোল মিসের পর সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজও। ১৫ মিনিটে ডেভিড রুইজের পাস থেকে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন সুয়ারেজ। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ তা প্রতিহত করেছেন। এক মিনিট পর সেই রুইজ গোলের সুযোগ হাতছাড়া করেছেন। এরপর প্রথমার্ধে একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকে মায়ামি। ২৫, ২৭ ও ৪৩ মিনিটে হুলিয়ান গ্রেসেল, মেসি, সুয়ারেজ—তিন জনের কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধ ডালাস শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকেই।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল মায়ামি। জর্দি আলবার অ্যাসিস্টে ৫৫ মিনিটে বাঁ পায়ে শট করেন মেসি। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ সেই আক্রমণ প্রতিহত করেছেন। মেসি অবশ্য এই ম্যাচে খেলেছেন ৬৪ মিনিট। ৬৪ মিনিটে আর্জেন্টাইন তারকা ফুটবলারের বদলে মাঠে নামেন মায়ামির মিডফিল্ডার গ্রেগর। সে সময় সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেল—এই তিন খেলোয়াড়কেও উঠিয়ে নেয় মায়ামি। সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেলের বদলি হিসেবে মাঠে নামেন নিকোলাস মার্সেলো স্তেফানেল্লি, লিওনার্দো কাম্পানা ও লসন কনারি সান্ডারল্যান্ড। তাও কোনো কাজে আসেনি মায়ামি। যেখানে মেসির বদলি হিসেবে নামা গ্রেগর ৮৮ মিনিটে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ডালাস শেষ পর্যন্ত জয় পেয়েছে ১-০ গোলে।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৩ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৫ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৬ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৬ ঘণ্টা আগে