ক্রীড়া ডেস্ক
ইন্টার মায়ামির হয়ে আবার একসঙ্গে খেলা শুরু লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির। দুই বন্ধুর পুনর্মিলনীর পর মায়ামি যেন জিততেই ভুলে গেছে। এল সালভাদরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ইন্টার মায়ামি। আর কটন বোল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে প্রীতি ম্যাচে এফসি ডালাসের বিপক্ষে গোল করার অনেক সুযোগ পেয়েছিল তারা। শেষ পর্যন্ত মায়ামি হেরে গেছে ১-০ গোলে।
এফসি ডালাসের বিপক্ষে ইন্টার মায়ামির শুরুর একাদশে আজও খেলেছেন মেসি ও সুয়ারেজ। ম্যাচে খুব দ্রুতই এগিয়ে গিয়েছিল ডালাস। তিন মিনিটে পল আরিওলার অ্যাসিস্টে গোল করেন ডালাস স্ট্রাইকার জেসুস ফেরেইরা। এরপর সমতায় ফিরতে প্রাণপণ চেষ্টা করে ইন্টার মায়ামি। পুরো ম্যাচ ডালাসের ওপর দাপট দেখিয়ে খেলেছে মায়ামি। ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট করেছিল মায়ামি। অন্যদিকে এফসি ডালাস বল দখলে রেখেছিল ৩১ শতাংশ আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করে ৪টি। ১২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। সার্জিও বুসকেটসের অ্যাসিস্টে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন মেসি। তবে ডালাস গোলরক্ষক মার্তেন পায়েজের দৃঢ়তায় তা সম্ভব হয়নি।
মেসির গোল মিসের পর সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজও। ১৫ মিনিটে ডেভিড রুইজের পাস থেকে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন সুয়ারেজ। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ তা প্রতিহত করেছেন। এক মিনিট পর সেই রুইজ গোলের সুযোগ হাতছাড়া করেছেন। এরপর প্রথমার্ধে একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকে মায়ামি। ২৫, ২৭ ও ৪৩ মিনিটে হুলিয়ান গ্রেসেল, মেসি, সুয়ারেজ—তিন জনের কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধ ডালাস শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকেই।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল মায়ামি। জর্দি আলবার অ্যাসিস্টে ৫৫ মিনিটে বাঁ পায়ে শট করেন মেসি। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ সেই আক্রমণ প্রতিহত করেছেন। মেসি অবশ্য এই ম্যাচে খেলেছেন ৬৪ মিনিট। ৬৪ মিনিটে আর্জেন্টাইন তারকা ফুটবলারের বদলে মাঠে নামেন মায়ামির মিডফিল্ডার গ্রেগর। সে সময় সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেল—এই তিন খেলোয়াড়কেও উঠিয়ে নেয় মায়ামি। সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেলের বদলি হিসেবে মাঠে নামেন নিকোলাস মার্সেলো স্তেফানেল্লি, লিওনার্দো কাম্পানা ও লসন কনারি সান্ডারল্যান্ড। তাও কোনো কাজে আসেনি মায়ামি। যেখানে মেসির বদলি হিসেবে নামা গ্রেগর ৮৮ মিনিটে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ডালাস শেষ পর্যন্ত জয় পেয়েছে ১-০ গোলে।
ইন্টার মায়ামির হয়ে আবার একসঙ্গে খেলা শুরু লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির। দুই বন্ধুর পুনর্মিলনীর পর মায়ামি যেন জিততেই ভুলে গেছে। এল সালভাদরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ইন্টার মায়ামি। আর কটন বোল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে প্রীতি ম্যাচে এফসি ডালাসের বিপক্ষে গোল করার অনেক সুযোগ পেয়েছিল তারা। শেষ পর্যন্ত মায়ামি হেরে গেছে ১-০ গোলে।
এফসি ডালাসের বিপক্ষে ইন্টার মায়ামির শুরুর একাদশে আজও খেলেছেন মেসি ও সুয়ারেজ। ম্যাচে খুব দ্রুতই এগিয়ে গিয়েছিল ডালাস। তিন মিনিটে পল আরিওলার অ্যাসিস্টে গোল করেন ডালাস স্ট্রাইকার জেসুস ফেরেইরা। এরপর সমতায় ফিরতে প্রাণপণ চেষ্টা করে ইন্টার মায়ামি। পুরো ম্যাচ ডালাসের ওপর দাপট দেখিয়ে খেলেছে মায়ামি। ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট করেছিল মায়ামি। অন্যদিকে এফসি ডালাস বল দখলে রেখেছিল ৩১ শতাংশ আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করে ৪টি। ১২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। সার্জিও বুসকেটসের অ্যাসিস্টে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন মেসি। তবে ডালাস গোলরক্ষক মার্তেন পায়েজের দৃঢ়তায় তা সম্ভব হয়নি।
মেসির গোল মিসের পর সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজও। ১৫ মিনিটে ডেভিড রুইজের পাস থেকে ডালাসের লক্ষ্য বরাবর শট নেন সুয়ারেজ। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ তা প্রতিহত করেছেন। এক মিনিট পর সেই রুইজ গোলের সুযোগ হাতছাড়া করেছেন। এরপর প্রথমার্ধে একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকে মায়ামি। ২৫, ২৭ ও ৪৩ মিনিটে হুলিয়ান গ্রেসেল, মেসি, সুয়ারেজ—তিন জনের কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধ ডালাস শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকেই।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল মায়ামি। জর্দি আলবার অ্যাসিস্টে ৫৫ মিনিটে বাঁ পায়ে শট করেন মেসি। এবারও ডালাস গোলরক্ষক পায়েজ সেই আক্রমণ প্রতিহত করেছেন। মেসি অবশ্য এই ম্যাচে খেলেছেন ৬৪ মিনিট। ৬৪ মিনিটে আর্জেন্টাইন তারকা ফুটবলারের বদলে মাঠে নামেন মায়ামির মিডফিল্ডার গ্রেগর। সে সময় সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেল—এই তিন খেলোয়াড়কেও উঠিয়ে নেয় মায়ামি। সুয়ারেজ, বুসকেতস, গ্রেসেলের বদলি হিসেবে মাঠে নামেন নিকোলাস মার্সেলো স্তেফানেল্লি, লিওনার্দো কাম্পানা ও লসন কনারি সান্ডারল্যান্ড। তাও কোনো কাজে আসেনি মায়ামি। যেখানে মেসির বদলি হিসেবে নামা গ্রেগর ৮৮ মিনিটে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ডালাস শেষ পর্যন্ত জয় পেয়েছে ১-০ গোলে।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১০ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
১০ ঘণ্টা আগে