নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজাতেই ফিরে এল এক মাস আগে অনূর্ধ্ব-১৯ নারী সাফের স্মৃতি। কমলাপুরে সেই ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত; দুই দলই ১১ শট জালে জড়ায়, লঙ্কান ম্যাচ কমিশনার নেন টসের মতো বিতর্কিত এক সিদ্ধান্ত। টসের কারণে আলোচিত ফাইনালে শেষ পর্যন্ত শিরোপা ভাগাভাগি করেছিল বাংলাদেশ-ভারত।
আজ কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনূর্ধ্ব-১৬ নারী সাফে বাংলাদেশ-ভারত ফাইনালও গড়াল টাইব্রেকারে। অনূর্ধ্ব-১৯ সাফের মতো এই ফাইনালেও পিছিয়ে পড়ে ম্যাচে ফেরে বাংলাদেশের মেয়েরা। খেলা গড়ায় টাইব্রেকারে। তবে এবার শিরোপা ভাগাভাগি করতে হয়নি। গোলরক্ষক ইয়ারজান বেগম একাই ঠেকিয়ে দিলেন ভারতকে। টাইব্রেকারে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৬ সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলা অমীমাংসিত ছিল ১-১ গোলে।
টাইব্রেকারে বাংলাদেশ গোলরক্ষক ইয়ারজান একাই ঠেকিয়ে দেন ভারতের তিনটি শট। সুরভী আকন্দ প্রীতির প্রথম শট নষ্ট হলেও ইয়ারজান সেটা বুঝতেই দেননি। ফিরিয়ে দেন দিবায়ানি, আলিনা দেবী ও বোনিফিলিয়া শুল্লাইয়ের শট। বাংলাদেশ দুটি শট নষ্ট করলেও ইয়ারজানের বীরত্বে সেই আক্ষেপ আর থাকেনি বাংলাদেশের।
টানা চতুর্থবারের মতো একই অপরিবর্তিত একাদশ নিয়ে ভারতের বিপক্ষে ফাইনালে নামে বাংলাদেশ। একই একাদশ গ্রুপ পর্বে খেলেছে ভারতের বিপক্ষে। প্রতিপক্ষ চেনা হওয়ায় সুযোগটা প্রথমে কাজে লাগিয়েছে ভারতই।
ফাইনালের আগে গ্রুপ পর্বে ১১ গোল করেছে বাংলাদেশ। গোল হজম করেছিল মাত্র একটি। সেই একটি গোল করেছিল ভারতই। গ্রুপ পর্বের তিন ম্যাচেই আগে গোল করা বাংলাদেশ টুর্নামেন্টে প্রথমবারের মতো পিছিয়ে পড়ে ফাইনালে গিয়ে।
ম্যাচের বয়স যখন মাত্র ৪ মিনিট তখনই বাংলাদেশের রক্ষণ চমকে দিয়ে এগিয়ে যায় ভারত। নিজেদের অর্ধ থেকে বোনিফিলিয়া শুল্লাইয়ের লম্বা ক্রস ধরে অফসাইড ফাঁদ ভেঙে বক্সে ঢুকে পড়েন আনুশকা কুমারী। বাঁ পায়ের শটে দূর পোস্ট লক্ষ্য করে নেন শট। তাতেই লক্ষ্যভেদ। ঝাঁপিয়েও বলের নাগাল পায়নি বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম।
পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার বারংবার চেষ্টা করে গেছে বাংলাদেশ। কিন্তু ভারতের জমাটে রক্ষণকে কেউই তেমনভাবে পরীক্ষায় ফেলতে পারেননি। টুর্নামেন্টে ৫ গোল করা সুরভী আকন্দ প্রীতিকে কড়া পাহারায় রেখেছিল ভারতের রক্ষণ। তাই বারবার বল পাওয়ার পরও ঠিকঠাক শট করতে পারেননি সুরভী।
প্রথমার্ধের শেষ দিকে টানা দুটি সেট পিস পায় বাংলাদেশ। ফাতেমা আক্তারের কর্নার থেকে উড়ে আসা বল প্রথমবারের চেষ্টায় ফেরাতে পারেনি ভারতের গোলরক্ষক, কিন্তু জটলার মধ্যে থেকে পরে অবশ্য বিপদ মুক্ত করেন। প্রথমার্ধ শেষে ভারত ১-০ গোলে এগিয়ে।
দ্বিতীয়ার্ধের পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মেয়েরা। বলের বেশির ভাগ দখলটা থাকে সাইফুল বারী টিটুর শিষ্যদের পায়ে। সুযোগের অপেক্ষায় থাকা বাংলাদেশ মরিয়া হয়ে ভারতের রক্ষণে হানা দিতে দিতেই পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল।
৭০ মিনিটে আলপি আক্তারের ফ্রি কিক কর্নারের বিনিময়ে ফেরান ভারত গোলরক্ষক মুন্নি। সেই কর্নারটাই খুলে দেয় বাংলাদেশের গোলের দুয়ার। পরের মিনিটে অনন্যা মুর্মু বীথির নেওয়া কর্নার শট থেকে বলে ছোঁয়া লাগিয়ে দলকে সমতায় ফেরান ডিফেন্ডার মরিয়ম বিনতে হান্না।
সমতায় ফেরার পর আক্রমণে প্রাণ ফেরে বাংলাদেশের। সুরভী-আলপিরা চেষ্টা করে গেছে ভারতের জালে আরেকবার বল জড়াতে। কিন্তু শেষ ২০ মিনিটে বলার মতো কোনো আক্রমণ গড়তে পারেনি কোনো দলই। শিরোপার নিষ্পত্তি গড়ায় টাইব্রেকারে। আর ভাগ্যের পরীক্ষায় বাংলাদেশকে জিতিয়ে শিরোপা এনে দেন গোলরক্ষক ইয়ারজান। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তিনি। ৫ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন লাল-সবুজ ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি।
রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজাতেই ফিরে এল এক মাস আগে অনূর্ধ্ব-১৯ নারী সাফের স্মৃতি। কমলাপুরে সেই ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত; দুই দলই ১১ শট জালে জড়ায়, লঙ্কান ম্যাচ কমিশনার নেন টসের মতো বিতর্কিত এক সিদ্ধান্ত। টসের কারণে আলোচিত ফাইনালে শেষ পর্যন্ত শিরোপা ভাগাভাগি করেছিল বাংলাদেশ-ভারত।
আজ কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনূর্ধ্ব-১৬ নারী সাফে বাংলাদেশ-ভারত ফাইনালও গড়াল টাইব্রেকারে। অনূর্ধ্ব-১৯ সাফের মতো এই ফাইনালেও পিছিয়ে পড়ে ম্যাচে ফেরে বাংলাদেশের মেয়েরা। খেলা গড়ায় টাইব্রেকারে। তবে এবার শিরোপা ভাগাভাগি করতে হয়নি। গোলরক্ষক ইয়ারজান বেগম একাই ঠেকিয়ে দিলেন ভারতকে। টাইব্রেকারে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৬ সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলা অমীমাংসিত ছিল ১-১ গোলে।
টাইব্রেকারে বাংলাদেশ গোলরক্ষক ইয়ারজান একাই ঠেকিয়ে দেন ভারতের তিনটি শট। সুরভী আকন্দ প্রীতির প্রথম শট নষ্ট হলেও ইয়ারজান সেটা বুঝতেই দেননি। ফিরিয়ে দেন দিবায়ানি, আলিনা দেবী ও বোনিফিলিয়া শুল্লাইয়ের শট। বাংলাদেশ দুটি শট নষ্ট করলেও ইয়ারজানের বীরত্বে সেই আক্ষেপ আর থাকেনি বাংলাদেশের।
টানা চতুর্থবারের মতো একই অপরিবর্তিত একাদশ নিয়ে ভারতের বিপক্ষে ফাইনালে নামে বাংলাদেশ। একই একাদশ গ্রুপ পর্বে খেলেছে ভারতের বিপক্ষে। প্রতিপক্ষ চেনা হওয়ায় সুযোগটা প্রথমে কাজে লাগিয়েছে ভারতই।
ফাইনালের আগে গ্রুপ পর্বে ১১ গোল করেছে বাংলাদেশ। গোল হজম করেছিল মাত্র একটি। সেই একটি গোল করেছিল ভারতই। গ্রুপ পর্বের তিন ম্যাচেই আগে গোল করা বাংলাদেশ টুর্নামেন্টে প্রথমবারের মতো পিছিয়ে পড়ে ফাইনালে গিয়ে।
ম্যাচের বয়স যখন মাত্র ৪ মিনিট তখনই বাংলাদেশের রক্ষণ চমকে দিয়ে এগিয়ে যায় ভারত। নিজেদের অর্ধ থেকে বোনিফিলিয়া শুল্লাইয়ের লম্বা ক্রস ধরে অফসাইড ফাঁদ ভেঙে বক্সে ঢুকে পড়েন আনুশকা কুমারী। বাঁ পায়ের শটে দূর পোস্ট লক্ষ্য করে নেন শট। তাতেই লক্ষ্যভেদ। ঝাঁপিয়েও বলের নাগাল পায়নি বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম।
পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার বারংবার চেষ্টা করে গেছে বাংলাদেশ। কিন্তু ভারতের জমাটে রক্ষণকে কেউই তেমনভাবে পরীক্ষায় ফেলতে পারেননি। টুর্নামেন্টে ৫ গোল করা সুরভী আকন্দ প্রীতিকে কড়া পাহারায় রেখেছিল ভারতের রক্ষণ। তাই বারবার বল পাওয়ার পরও ঠিকঠাক শট করতে পারেননি সুরভী।
প্রথমার্ধের শেষ দিকে টানা দুটি সেট পিস পায় বাংলাদেশ। ফাতেমা আক্তারের কর্নার থেকে উড়ে আসা বল প্রথমবারের চেষ্টায় ফেরাতে পারেনি ভারতের গোলরক্ষক, কিন্তু জটলার মধ্যে থেকে পরে অবশ্য বিপদ মুক্ত করেন। প্রথমার্ধ শেষে ভারত ১-০ গোলে এগিয়ে।
দ্বিতীয়ার্ধের পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মেয়েরা। বলের বেশির ভাগ দখলটা থাকে সাইফুল বারী টিটুর শিষ্যদের পায়ে। সুযোগের অপেক্ষায় থাকা বাংলাদেশ মরিয়া হয়ে ভারতের রক্ষণে হানা দিতে দিতেই পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল।
৭০ মিনিটে আলপি আক্তারের ফ্রি কিক কর্নারের বিনিময়ে ফেরান ভারত গোলরক্ষক মুন্নি। সেই কর্নারটাই খুলে দেয় বাংলাদেশের গোলের দুয়ার। পরের মিনিটে অনন্যা মুর্মু বীথির নেওয়া কর্নার শট থেকে বলে ছোঁয়া লাগিয়ে দলকে সমতায় ফেরান ডিফেন্ডার মরিয়ম বিনতে হান্না।
সমতায় ফেরার পর আক্রমণে প্রাণ ফেরে বাংলাদেশের। সুরভী-আলপিরা চেষ্টা করে গেছে ভারতের জালে আরেকবার বল জড়াতে। কিন্তু শেষ ২০ মিনিটে বলার মতো কোনো আক্রমণ গড়তে পারেনি কোনো দলই। শিরোপার নিষ্পত্তি গড়ায় টাইব্রেকারে। আর ভাগ্যের পরীক্ষায় বাংলাদেশকে জিতিয়ে শিরোপা এনে দেন গোলরক্ষক ইয়ারজান। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তিনি। ৫ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন লাল-সবুজ ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৩ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪ ঘণ্টা আগে