নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজাতেই ফিরে এল এক মাস আগে অনূর্ধ্ব-১৯ নারী সাফের স্মৃতি। কমলাপুরে সেই ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত; দুই দলই ১১ শট জালে জড়ায়, লঙ্কান ম্যাচ কমিশনার নেন টসের মতো বিতর্কিত এক সিদ্ধান্ত। টসের কারণে আলোচিত ফাইনালে শেষ পর্যন্ত শিরোপা ভাগাভাগি করেছিল বাংলাদেশ-ভারত।
আজ কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনূর্ধ্ব-১৬ নারী সাফে বাংলাদেশ-ভারত ফাইনালও গড়াল টাইব্রেকারে। অনূর্ধ্ব-১৯ সাফের মতো এই ফাইনালেও পিছিয়ে পড়ে ম্যাচে ফেরে বাংলাদেশের মেয়েরা। খেলা গড়ায় টাইব্রেকারে। তবে এবার শিরোপা ভাগাভাগি করতে হয়নি। গোলরক্ষক ইয়ারজান বেগম একাই ঠেকিয়ে দিলেন ভারতকে। টাইব্রেকারে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৬ সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলা অমীমাংসিত ছিল ১-১ গোলে।
টাইব্রেকারে বাংলাদেশ গোলরক্ষক ইয়ারজান একাই ঠেকিয়ে দেন ভারতের তিনটি শট। সুরভী আকন্দ প্রীতির প্রথম শট নষ্ট হলেও ইয়ারজান সেটা বুঝতেই দেননি। ফিরিয়ে দেন দিবায়ানি, আলিনা দেবী ও বোনিফিলিয়া শুল্লাইয়ের শট। বাংলাদেশ দুটি শট নষ্ট করলেও ইয়ারজানের বীরত্বে সেই আক্ষেপ আর থাকেনি বাংলাদেশের।
টানা চতুর্থবারের মতো একই অপরিবর্তিত একাদশ নিয়ে ভারতের বিপক্ষে ফাইনালে নামে বাংলাদেশ। একই একাদশ গ্রুপ পর্বে খেলেছে ভারতের বিপক্ষে। প্রতিপক্ষ চেনা হওয়ায় সুযোগটা প্রথমে কাজে লাগিয়েছে ভারতই।
ফাইনালের আগে গ্রুপ পর্বে ১১ গোল করেছে বাংলাদেশ। গোল হজম করেছিল মাত্র একটি। সেই একটি গোল করেছিল ভারতই। গ্রুপ পর্বের তিন ম্যাচেই আগে গোল করা বাংলাদেশ টুর্নামেন্টে প্রথমবারের মতো পিছিয়ে পড়ে ফাইনালে গিয়ে।
ম্যাচের বয়স যখন মাত্র ৪ মিনিট তখনই বাংলাদেশের রক্ষণ চমকে দিয়ে এগিয়ে যায় ভারত। নিজেদের অর্ধ থেকে বোনিফিলিয়া শুল্লাইয়ের লম্বা ক্রস ধরে অফসাইড ফাঁদ ভেঙে বক্সে ঢুকে পড়েন আনুশকা কুমারী। বাঁ পায়ের শটে দূর পোস্ট লক্ষ্য করে নেন শট। তাতেই লক্ষ্যভেদ। ঝাঁপিয়েও বলের নাগাল পায়নি বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম।
পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার বারংবার চেষ্টা করে গেছে বাংলাদেশ। কিন্তু ভারতের জমাটে রক্ষণকে কেউই তেমনভাবে পরীক্ষায় ফেলতে পারেননি। টুর্নামেন্টে ৫ গোল করা সুরভী আকন্দ প্রীতিকে কড়া পাহারায় রেখেছিল ভারতের রক্ষণ। তাই বারবার বল পাওয়ার পরও ঠিকঠাক শট করতে পারেননি সুরভী।
প্রথমার্ধের শেষ দিকে টানা দুটি সেট পিস পায় বাংলাদেশ। ফাতেমা আক্তারের কর্নার থেকে উড়ে আসা বল প্রথমবারের চেষ্টায় ফেরাতে পারেনি ভারতের গোলরক্ষক, কিন্তু জটলার মধ্যে থেকে পরে অবশ্য বিপদ মুক্ত করেন। প্রথমার্ধ শেষে ভারত ১-০ গোলে এগিয়ে।
দ্বিতীয়ার্ধের পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মেয়েরা। বলের বেশির ভাগ দখলটা থাকে সাইফুল বারী টিটুর শিষ্যদের পায়ে। সুযোগের অপেক্ষায় থাকা বাংলাদেশ মরিয়া হয়ে ভারতের রক্ষণে হানা দিতে দিতেই পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল।
৭০ মিনিটে আলপি আক্তারের ফ্রি কিক কর্নারের বিনিময়ে ফেরান ভারত গোলরক্ষক মুন্নি। সেই কর্নারটাই খুলে দেয় বাংলাদেশের গোলের দুয়ার। পরের মিনিটে অনন্যা মুর্মু বীথির নেওয়া কর্নার শট থেকে বলে ছোঁয়া লাগিয়ে দলকে সমতায় ফেরান ডিফেন্ডার মরিয়ম বিনতে হান্না।
সমতায় ফেরার পর আক্রমণে প্রাণ ফেরে বাংলাদেশের। সুরভী-আলপিরা চেষ্টা করে গেছে ভারতের জালে আরেকবার বল জড়াতে। কিন্তু শেষ ২০ মিনিটে বলার মতো কোনো আক্রমণ গড়তে পারেনি কোনো দলই। শিরোপার নিষ্পত্তি গড়ায় টাইব্রেকারে। আর ভাগ্যের পরীক্ষায় বাংলাদেশকে জিতিয়ে শিরোপা এনে দেন গোলরক্ষক ইয়ারজান। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তিনি। ৫ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন লাল-সবুজ ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি।
রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজাতেই ফিরে এল এক মাস আগে অনূর্ধ্ব-১৯ নারী সাফের স্মৃতি। কমলাপুরে সেই ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত; দুই দলই ১১ শট জালে জড়ায়, লঙ্কান ম্যাচ কমিশনার নেন টসের মতো বিতর্কিত এক সিদ্ধান্ত। টসের কারণে আলোচিত ফাইনালে শেষ পর্যন্ত শিরোপা ভাগাভাগি করেছিল বাংলাদেশ-ভারত।
আজ কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনূর্ধ্ব-১৬ নারী সাফে বাংলাদেশ-ভারত ফাইনালও গড়াল টাইব্রেকারে। অনূর্ধ্ব-১৯ সাফের মতো এই ফাইনালেও পিছিয়ে পড়ে ম্যাচে ফেরে বাংলাদেশের মেয়েরা। খেলা গড়ায় টাইব্রেকারে। তবে এবার শিরোপা ভাগাভাগি করতে হয়নি। গোলরক্ষক ইয়ারজান বেগম একাই ঠেকিয়ে দিলেন ভারতকে। টাইব্রেকারে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৬ সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলা অমীমাংসিত ছিল ১-১ গোলে।
টাইব্রেকারে বাংলাদেশ গোলরক্ষক ইয়ারজান একাই ঠেকিয়ে দেন ভারতের তিনটি শট। সুরভী আকন্দ প্রীতির প্রথম শট নষ্ট হলেও ইয়ারজান সেটা বুঝতেই দেননি। ফিরিয়ে দেন দিবায়ানি, আলিনা দেবী ও বোনিফিলিয়া শুল্লাইয়ের শট। বাংলাদেশ দুটি শট নষ্ট করলেও ইয়ারজানের বীরত্বে সেই আক্ষেপ আর থাকেনি বাংলাদেশের।
টানা চতুর্থবারের মতো একই অপরিবর্তিত একাদশ নিয়ে ভারতের বিপক্ষে ফাইনালে নামে বাংলাদেশ। একই একাদশ গ্রুপ পর্বে খেলেছে ভারতের বিপক্ষে। প্রতিপক্ষ চেনা হওয়ায় সুযোগটা প্রথমে কাজে লাগিয়েছে ভারতই।
ফাইনালের আগে গ্রুপ পর্বে ১১ গোল করেছে বাংলাদেশ। গোল হজম করেছিল মাত্র একটি। সেই একটি গোল করেছিল ভারতই। গ্রুপ পর্বের তিন ম্যাচেই আগে গোল করা বাংলাদেশ টুর্নামেন্টে প্রথমবারের মতো পিছিয়ে পড়ে ফাইনালে গিয়ে।
ম্যাচের বয়স যখন মাত্র ৪ মিনিট তখনই বাংলাদেশের রক্ষণ চমকে দিয়ে এগিয়ে যায় ভারত। নিজেদের অর্ধ থেকে বোনিফিলিয়া শুল্লাইয়ের লম্বা ক্রস ধরে অফসাইড ফাঁদ ভেঙে বক্সে ঢুকে পড়েন আনুশকা কুমারী। বাঁ পায়ের শটে দূর পোস্ট লক্ষ্য করে নেন শট। তাতেই লক্ষ্যভেদ। ঝাঁপিয়েও বলের নাগাল পায়নি বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম।
পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার বারংবার চেষ্টা করে গেছে বাংলাদেশ। কিন্তু ভারতের জমাটে রক্ষণকে কেউই তেমনভাবে পরীক্ষায় ফেলতে পারেননি। টুর্নামেন্টে ৫ গোল করা সুরভী আকন্দ প্রীতিকে কড়া পাহারায় রেখেছিল ভারতের রক্ষণ। তাই বারবার বল পাওয়ার পরও ঠিকঠাক শট করতে পারেননি সুরভী।
প্রথমার্ধের শেষ দিকে টানা দুটি সেট পিস পায় বাংলাদেশ। ফাতেমা আক্তারের কর্নার থেকে উড়ে আসা বল প্রথমবারের চেষ্টায় ফেরাতে পারেনি ভারতের গোলরক্ষক, কিন্তু জটলার মধ্যে থেকে পরে অবশ্য বিপদ মুক্ত করেন। প্রথমার্ধ শেষে ভারত ১-০ গোলে এগিয়ে।
দ্বিতীয়ার্ধের পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মেয়েরা। বলের বেশির ভাগ দখলটা থাকে সাইফুল বারী টিটুর শিষ্যদের পায়ে। সুযোগের অপেক্ষায় থাকা বাংলাদেশ মরিয়া হয়ে ভারতের রক্ষণে হানা দিতে দিতেই পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল।
৭০ মিনিটে আলপি আক্তারের ফ্রি কিক কর্নারের বিনিময়ে ফেরান ভারত গোলরক্ষক মুন্নি। সেই কর্নারটাই খুলে দেয় বাংলাদেশের গোলের দুয়ার। পরের মিনিটে অনন্যা মুর্মু বীথির নেওয়া কর্নার শট থেকে বলে ছোঁয়া লাগিয়ে দলকে সমতায় ফেরান ডিফেন্ডার মরিয়ম বিনতে হান্না।
সমতায় ফেরার পর আক্রমণে প্রাণ ফেরে বাংলাদেশের। সুরভী-আলপিরা চেষ্টা করে গেছে ভারতের জালে আরেকবার বল জড়াতে। কিন্তু শেষ ২০ মিনিটে বলার মতো কোনো আক্রমণ গড়তে পারেনি কোনো দলই। শিরোপার নিষ্পত্তি গড়ায় টাইব্রেকারে। আর ভাগ্যের পরীক্ষায় বাংলাদেশকে জিতিয়ে শিরোপা এনে দেন গোলরক্ষক ইয়ারজান। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তিনি। ৫ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন লাল-সবুজ ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১০ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
১০ ঘণ্টা আগে