রেকর্ড গড়া যে ক্রিস্টিয়ানো রোনালদোর সবচেয়ে প্রিয় কাজ। মাঠের ফুটবলে তিনি গড়েছেন অজস্র রেকর্ড। সামাজিক মাধ্যমে তিনি এমন এক প্রথমের রেকর্ড গড়েছেন, যেখানে শুধুই আছে পর্তুগিজ ফরোয়ার্ডের নাম।
দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সারা বিশ্বে রোনালদোর রয়েছে অসংখ্য ভক্ত-সমর্থক। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্সসহ জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোতে রোনালদো কোনো পোস্ট দিলে দেখা যায় লাখ লাখ রিঅ্যাকশন। মন্তব্যও করেন অসংখ্য মানুষ। এবার সেই সামাজিক মাধ্যমে প্রথম ব্যক্তি হিসেবে ১০০ কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন। এমন অর্জনের খবর রোনালদো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত রাতে পোস্ট করেছেন। পর্তুগিজ ফরোয়ার্ড নিজের জন্মশহর মাদেইরার কথা উল্লেখ করে লিখেছেন, ‘ইতিহাস সৃষ্টি করেছি আমরা—১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! একটি সংখ্যার চেয়েও এটা বেশি কিছু। খেলার প্রতি আবেগ ও ভালোবাসা ভাগাভাগি করা ছাপিয়ে এটা বড় কিছু। মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত সব সময় পরিবার এবং আপনাদের জন্য খেলেছি। ১০০ কোটি মানুষ এবার একত্রিত হয়েছি।’
তারকা খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি চলতে হয় সামাজিক মাধ্যমের সঙ্গে তাল মিলিয়েও। ভালো খেললে যেমন নেটিজেনরা প্রশংসা পান, তেমনি বাজে পারফরম্যান্সে খেলোয়াড়দের দুয়োধ্বনি শুনতেও সময় লাগে না। ১০০ কোটির অনুসারী হওয়ার কৃতিত্ব ভক্ত-সমর্থকদেরও দিয়েছেন রোনালদো, ‘আমার এ যাত্রাপথের প্রত্যেক পদক্ষেপ, সব ধরনের উত্থান-পতনে আপনারা সঙ্গী হয়েছেন। এই যাত্রাটা আমাদেরই এবং একসঙ্গে দেখিয়েছি যে যা আমরা অর্জন করতে পারি, তার কোনো সীমা নেই। আমার ওপর বিশ্বাস রাখা ও সমর্থন দেওয়া এবং জীবনের অংশ হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে রোনালদোর ইউটিউব চ্যানেল প্রকাশ্যে আসার পর তিন সপ্তাহ পেরিয়ে গেছে। এক মাস না পেরোতেই তাঁর সাবস্ক্রাইবার হয়েছে ৬ কোটি ৬ লাখ। ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৬ কোটি হতে হতেই প্রতিযোগিতামূলক ফুটবলে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবু রেকর্ড গড়া যাঁর নেশা, তিনি তো আর সহজে থামেন না। সেরকম কিছুরই ইঙ্গিত দিয়ে রোনালদো বলেন,‘সেরাটা আসতে এখনো বাকি। একসঙ্গে আমরা এগিয়ে যাব, জিতব এবং ইতিহাস সৃষ্টি করব।’
রেকর্ড গড়া যে ক্রিস্টিয়ানো রোনালদোর সবচেয়ে প্রিয় কাজ। মাঠের ফুটবলে তিনি গড়েছেন অজস্র রেকর্ড। সামাজিক মাধ্যমে তিনি এমন এক প্রথমের রেকর্ড গড়েছেন, যেখানে শুধুই আছে পর্তুগিজ ফরোয়ার্ডের নাম।
দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সারা বিশ্বে রোনালদোর রয়েছে অসংখ্য ভক্ত-সমর্থক। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্সসহ জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোতে রোনালদো কোনো পোস্ট দিলে দেখা যায় লাখ লাখ রিঅ্যাকশন। মন্তব্যও করেন অসংখ্য মানুষ। এবার সেই সামাজিক মাধ্যমে প্রথম ব্যক্তি হিসেবে ১০০ কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন। এমন অর্জনের খবর রোনালদো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত রাতে পোস্ট করেছেন। পর্তুগিজ ফরোয়ার্ড নিজের জন্মশহর মাদেইরার কথা উল্লেখ করে লিখেছেন, ‘ইতিহাস সৃষ্টি করেছি আমরা—১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! একটি সংখ্যার চেয়েও এটা বেশি কিছু। খেলার প্রতি আবেগ ও ভালোবাসা ভাগাভাগি করা ছাপিয়ে এটা বড় কিছু। মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত সব সময় পরিবার এবং আপনাদের জন্য খেলেছি। ১০০ কোটি মানুষ এবার একত্রিত হয়েছি।’
তারকা খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি চলতে হয় সামাজিক মাধ্যমের সঙ্গে তাল মিলিয়েও। ভালো খেললে যেমন নেটিজেনরা প্রশংসা পান, তেমনি বাজে পারফরম্যান্সে খেলোয়াড়দের দুয়োধ্বনি শুনতেও সময় লাগে না। ১০০ কোটির অনুসারী হওয়ার কৃতিত্ব ভক্ত-সমর্থকদেরও দিয়েছেন রোনালদো, ‘আমার এ যাত্রাপথের প্রত্যেক পদক্ষেপ, সব ধরনের উত্থান-পতনে আপনারা সঙ্গী হয়েছেন। এই যাত্রাটা আমাদেরই এবং একসঙ্গে দেখিয়েছি যে যা আমরা অর্জন করতে পারি, তার কোনো সীমা নেই। আমার ওপর বিশ্বাস রাখা ও সমর্থন দেওয়া এবং জীবনের অংশ হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে রোনালদোর ইউটিউব চ্যানেল প্রকাশ্যে আসার পর তিন সপ্তাহ পেরিয়ে গেছে। এক মাস না পেরোতেই তাঁর সাবস্ক্রাইবার হয়েছে ৬ কোটি ৬ লাখ। ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৬ কোটি হতে হতেই প্রতিযোগিতামূলক ফুটবলে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবু রেকর্ড গড়া যাঁর নেশা, তিনি তো আর সহজে থামেন না। সেরকম কিছুরই ইঙ্গিত দিয়ে রোনালদো বলেন,‘সেরাটা আসতে এখনো বাকি। একসঙ্গে আমরা এগিয়ে যাব, জিতব এবং ইতিহাস সৃষ্টি করব।’
জাতীয় নারী ফুটবল লিগ খেলতে আজ ভুটানে পৌঁছেছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। তাঁদের বরণ করে নিয়েছে পারো ফুটবল ক্লাব।
১৩ মিনিট আগেজাতীয় দল হোক বা ঘরোয়া ক্রিকেট—মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা বেশ পুরনো। মিউজিক্যাল চেয়ারের মতো কখনো ওপেনিং, কখনো চার-পাঁচে, আবার কখনো সাত কিংবা আট নম্বরে ব্যাট করতে দেখা যায় তাঁকে। মিরাজ নিজেও এনিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বেশ কয়েকবার। এবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছেও ব্যাটিং
১ ঘণ্টা আগে১৬ বছরের ক্যারিয়ারে প্রথমবার অধিনায়কত্বের সুযোগ পেলেন পুষ্কর ক্ষিসা মিমো। তাঁর নেতৃত্বেই ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ হকি খেলবে বাংলাদেশ। মিমোকে অধিনায়ক করে আজ ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। বাদ পড়েছেন ২৪ জনের প্রাথমিক দলে থাকা নুরুজ্জামান নয়ন, মাইনুল ইসলাম...
২ ঘণ্টা আগে৮৯ রানের লক্ষ্য দিয়ে বর্তমান ক্রিকেটে জেতা তো অনেক দূরের কথা। ন্যুনতম লড়াইটুকু করা যায় না। বিকেএসপির তিন নম্বর মাঠে আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাব-আবাহনী লিমিটেডের ম্যাচটা হয়েছে এমনই। এই একপেশে ম্যাচেই রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন।
২ ঘণ্টা আগে