ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নদের নিয়ে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। যতই তাঁদের বাতিলের খাতায় ফেলে দেওয়া হোক না কেন, ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা তাঁরা সবচেয়ে ভালো জানেন। ২০২৪ কোপা আমেরিকায় টুর্নামেন্ট-জুড়ে নিষ্প্রভ লিওনেল মেসি জ্বলে উঠলেন সেমিফাইনালে। কোপায় টানা দুবার চ্যাম্পিয়ন হওয়াই এখন মেসির একমাত্র লক্ষ্য।
মেসিকে এবারের কোপা আমেরিকার শুরুতে ‘মেসিসুলভ’ মনে হচ্ছিল না। গোলরক্ষককে একা পেয়েও যেমন গোল করতে পারেননি, তেমনি পেনাল্টিতে গোল মিস করেছেন। মাঝে এক ম্যাচ বিশ্রাম দেওয়া হয়েছে। এমনকি অসুস্থ অবস্থায় এক ম্যাচ খেলেছেন। সেই মেসি সেমিফাইনালে আজ কানাডার বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছেন। কানাডাকে ২-০ গোলে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফাইনালের টিকিট কাটার পর জার্সি খুলে উদ্যাপন করেছেন মেসি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিখেছেন, ‘চলো যাই শেষের দিকে। শেষ কোপা আমেরিকায় আবার আসতে পেরে খুব খুশি। আমাদের এখনো আরও একটি পদক্ষেপ বাকি আছে।’
২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে মেসির পথচলা শুরু। আন্তর্জাতিক ফুটবলে তাঁর অভিষেকের পর থেকে এখনো পর্যন্ত চলছে সপ্তম কোপা আমেরিকা। প্রত্যেক আসরেই খেলেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। সাতবারের মধ্যে শুধু ২০১১ কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালেই পথচলা থেমে যায় আকাশী-নীলদের। ছয় সেমিফাইনালে ছয়টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছেন মেসি। করেছেন ৩ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৬ গোলে।
মেসির সামনে এখন আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ শিরোপাজয়ের হাতছানি। পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতে ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনার শিরোপাজয়ের লড়াই কাদের সঙ্গে হবে, সেটা জানা যাবে আগামীকাল। নর্থ ক্যারোলিনায় আগামীকাল কোপার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ে-কলম্বিয়া। ১৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু হবে কোপা আমেরিকার ফাইনাল।
চ্যাম্পিয়নদের নিয়ে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। যতই তাঁদের বাতিলের খাতায় ফেলে দেওয়া হোক না কেন, ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা তাঁরা সবচেয়ে ভালো জানেন। ২০২৪ কোপা আমেরিকায় টুর্নামেন্ট-জুড়ে নিষ্প্রভ লিওনেল মেসি জ্বলে উঠলেন সেমিফাইনালে। কোপায় টানা দুবার চ্যাম্পিয়ন হওয়াই এখন মেসির একমাত্র লক্ষ্য।
মেসিকে এবারের কোপা আমেরিকার শুরুতে ‘মেসিসুলভ’ মনে হচ্ছিল না। গোলরক্ষককে একা পেয়েও যেমন গোল করতে পারেননি, তেমনি পেনাল্টিতে গোল মিস করেছেন। মাঝে এক ম্যাচ বিশ্রাম দেওয়া হয়েছে। এমনকি অসুস্থ অবস্থায় এক ম্যাচ খেলেছেন। সেই মেসি সেমিফাইনালে আজ কানাডার বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছেন। কানাডাকে ২-০ গোলে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফাইনালের টিকিট কাটার পর জার্সি খুলে উদ্যাপন করেছেন মেসি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিখেছেন, ‘চলো যাই শেষের দিকে। শেষ কোপা আমেরিকায় আবার আসতে পেরে খুব খুশি। আমাদের এখনো আরও একটি পদক্ষেপ বাকি আছে।’
২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে মেসির পথচলা শুরু। আন্তর্জাতিক ফুটবলে তাঁর অভিষেকের পর থেকে এখনো পর্যন্ত চলছে সপ্তম কোপা আমেরিকা। প্রত্যেক আসরেই খেলেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। সাতবারের মধ্যে শুধু ২০১১ কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালেই পথচলা থেমে যায় আকাশী-নীলদের। ছয় সেমিফাইনালে ছয়টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছেন মেসি। করেছেন ৩ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৬ গোলে।
মেসির সামনে এখন আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ শিরোপাজয়ের হাতছানি। পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতে ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনার শিরোপাজয়ের লড়াই কাদের সঙ্গে হবে, সেটা জানা যাবে আগামীকাল। নর্থ ক্যারোলিনায় আগামীকাল কোপার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ে-কলম্বিয়া। ১৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু হবে কোপা আমেরিকার ফাইনাল।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
৫ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
৫ ঘণ্টা আগে