ক্রীড়া ডেস্ক
শেষ বাঁশি বাজার অপেক্ষা। ঠিক তার আগমুহূর্তে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় আল নাসর। এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো, যে ক্লাবের হয়ে আগে কখনো পেনাল্টিতে ব্যর্থ হননি পর্তুগিজ সুপারস্টার। আত্মবিশ্বাসী ভঙ্গিতেই শট নিলেন তিনি। বল উড়ে গেল ক্রসবারের ওপর দিয়ে।
দুহাত দিয়ে মুখ ঢাকলেন রোনালদো। তবু চরম হতাশা লুকাতে পারেননি। আল তাউয়ুনের কাছে ১-০ গোলের এ হারই যে সৌদি কিংস কাপের শেষ ষোলো থেকে বিদায় নিল আল নাসর।
গতকাল রাতে নিজেদের মাঠ আল আউয়াল পার্কে বল দখল, গোলের লক্ষ্য শট নেওয়া, সবকিছুতেই দাপট দেখিয়েছে আল নাসর। কিন্তু গোলের খেলায় কাঙ্ক্ষিত গোল পায়নি তারা। গোলের জন্য ১৫টি শট নেয় নাসর। এর মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। ৬৫ শতাংশ বল ছিল তাদের দখলে।
আক্রমণের পসরা সাজিয়েও গোলশূন্যয় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও গোল পেতে কিছু সময় লেগেছে আল তাউয়ুনের। ৭১ মিনিটে গোল করে এগিয়ে নেন ডিফেন্ডার ওয়ালিদ আল-আহমেদ। সেই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান।
নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হন রোনালদো। হতাশায় মুখ ঢাকা রোনালদোকে তখন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন সতীর্থরা। আল নাসরে যোগ দেওয়ার পর আগের ১৮ পেনাল্টির সব কটিতেই গোল করেছিলেন রোনালদো। প্রথম ব্যর্থতায় দল ছিটকে গেল টুর্নামেন্ট থেকেই।
শেষ বাঁশি বাজার অপেক্ষা। ঠিক তার আগমুহূর্তে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় আল নাসর। এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো, যে ক্লাবের হয়ে আগে কখনো পেনাল্টিতে ব্যর্থ হননি পর্তুগিজ সুপারস্টার। আত্মবিশ্বাসী ভঙ্গিতেই শট নিলেন তিনি। বল উড়ে গেল ক্রসবারের ওপর দিয়ে।
দুহাত দিয়ে মুখ ঢাকলেন রোনালদো। তবু চরম হতাশা লুকাতে পারেননি। আল তাউয়ুনের কাছে ১-০ গোলের এ হারই যে সৌদি কিংস কাপের শেষ ষোলো থেকে বিদায় নিল আল নাসর।
গতকাল রাতে নিজেদের মাঠ আল আউয়াল পার্কে বল দখল, গোলের লক্ষ্য শট নেওয়া, সবকিছুতেই দাপট দেখিয়েছে আল নাসর। কিন্তু গোলের খেলায় কাঙ্ক্ষিত গোল পায়নি তারা। গোলের জন্য ১৫টি শট নেয় নাসর। এর মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। ৬৫ শতাংশ বল ছিল তাদের দখলে।
আক্রমণের পসরা সাজিয়েও গোলশূন্যয় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও গোল পেতে কিছু সময় লেগেছে আল তাউয়ুনের। ৭১ মিনিটে গোল করে এগিয়ে নেন ডিফেন্ডার ওয়ালিদ আল-আহমেদ। সেই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান।
নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হন রোনালদো। হতাশায় মুখ ঢাকা রোনালদোকে তখন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন সতীর্থরা। আল নাসরে যোগ দেওয়ার পর আগের ১৮ পেনাল্টির সব কটিতেই গোল করেছিলেন রোনালদো। প্রথম ব্যর্থতায় দল ছিটকে গেল টুর্নামেন্ট থেকেই।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩৮ মিনিট আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগে