ক্রীড়া ডেস্ক
শেষ বাঁশি বাজার অপেক্ষা। ঠিক তার আগমুহূর্তে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় আল নাসর। এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো, যে ক্লাবের হয়ে আগে কখনো পেনাল্টিতে ব্যর্থ হননি পর্তুগিজ সুপারস্টার। আত্মবিশ্বাসী ভঙ্গিতেই শট নিলেন তিনি। বল উড়ে গেল ক্রসবারের ওপর দিয়ে।
দুহাত দিয়ে মুখ ঢাকলেন রোনালদো। তবু চরম হতাশা লুকাতে পারেননি। আল তাউয়ুনের কাছে ১-০ গোলের এ হারই যে সৌদি কিংস কাপের শেষ ষোলো থেকে বিদায় নিল আল নাসর।
গতকাল রাতে নিজেদের মাঠ আল আউয়াল পার্কে বল দখল, গোলের লক্ষ্য শট নেওয়া, সবকিছুতেই দাপট দেখিয়েছে আল নাসর। কিন্তু গোলের খেলায় কাঙ্ক্ষিত গোল পায়নি তারা। গোলের জন্য ১৫টি শট নেয় নাসর। এর মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। ৬৫ শতাংশ বল ছিল তাদের দখলে।
আক্রমণের পসরা সাজিয়েও গোলশূন্যয় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও গোল পেতে কিছু সময় লেগেছে আল তাউয়ুনের। ৭১ মিনিটে গোল করে এগিয়ে নেন ডিফেন্ডার ওয়ালিদ আল-আহমেদ। সেই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান।
নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হন রোনালদো। হতাশায় মুখ ঢাকা রোনালদোকে তখন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন সতীর্থরা। আল নাসরে যোগ দেওয়ার পর আগের ১৮ পেনাল্টির সব কটিতেই গোল করেছিলেন রোনালদো। প্রথম ব্যর্থতায় দল ছিটকে গেল টুর্নামেন্ট থেকেই।
শেষ বাঁশি বাজার অপেক্ষা। ঠিক তার আগমুহূর্তে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় আল নাসর। এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো, যে ক্লাবের হয়ে আগে কখনো পেনাল্টিতে ব্যর্থ হননি পর্তুগিজ সুপারস্টার। আত্মবিশ্বাসী ভঙ্গিতেই শট নিলেন তিনি। বল উড়ে গেল ক্রসবারের ওপর দিয়ে।
দুহাত দিয়ে মুখ ঢাকলেন রোনালদো। তবু চরম হতাশা লুকাতে পারেননি। আল তাউয়ুনের কাছে ১-০ গোলের এ হারই যে সৌদি কিংস কাপের শেষ ষোলো থেকে বিদায় নিল আল নাসর।
গতকাল রাতে নিজেদের মাঠ আল আউয়াল পার্কে বল দখল, গোলের লক্ষ্য শট নেওয়া, সবকিছুতেই দাপট দেখিয়েছে আল নাসর। কিন্তু গোলের খেলায় কাঙ্ক্ষিত গোল পায়নি তারা। গোলের জন্য ১৫টি শট নেয় নাসর। এর মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। ৬৫ শতাংশ বল ছিল তাদের দখলে।
আক্রমণের পসরা সাজিয়েও গোলশূন্যয় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও গোল পেতে কিছু সময় লেগেছে আল তাউয়ুনের। ৭১ মিনিটে গোল করে এগিয়ে নেন ডিফেন্ডার ওয়ালিদ আল-আহমেদ। সেই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান।
নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হন রোনালদো। হতাশায় মুখ ঢাকা রোনালদোকে তখন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন সতীর্থরা। আল নাসরে যোগ দেওয়ার পর আগের ১৮ পেনাল্টির সব কটিতেই গোল করেছিলেন রোনালদো। প্রথম ব্যর্থতায় দল ছিটকে গেল টুর্নামেন্ট থেকেই।
জাতীয় নারী ফুটবল লিগ খেলতে আজ ভুটানে পৌঁছেছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। তাঁদের বরণ করে নিয়েছে পারো ফুটবল ক্লাব।
১৪ মিনিট আগেজাতীয় দল হোক বা ঘরোয়া ক্রিকেট—মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা বেশ পুরনো। মিউজিক্যাল চেয়ারের মতো কখনো ওপেনিং, কখনো চার-পাঁচে, আবার কখনো সাত কিংবা আট নম্বরে ব্যাট করতে দেখা যায় তাঁকে। মিরাজ নিজেও এনিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বেশ কয়েকবার। এবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছেও ব্যাটিং
১ ঘণ্টা আগে১৬ বছরের ক্যারিয়ারে প্রথমবার অধিনায়কত্বের সুযোগ পেলেন পুষ্কর ক্ষিসা মিমো। তাঁর নেতৃত্বেই ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ হকি খেলবে বাংলাদেশ। মিমোকে অধিনায়ক করে আজ ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। বাদ পড়েছেন ২৪ জনের প্রাথমিক দলে থাকা নুরুজ্জামান নয়ন, মাইনুল ইসলাম...
২ ঘণ্টা আগে৮৯ রানের লক্ষ্য দিয়ে বর্তমান ক্রিকেটে জেতা তো অনেক দূরের কথা। ন্যুনতম লড়াইটুকু করা যায় না। বিকেএসপির তিন নম্বর মাঠে আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাব-আবাহনী লিমিটেডের ম্যাচটা হয়েছে এমনই। এই একপেশে ম্যাচেই রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন।
২ ঘণ্টা আগে