ক্রীড়া ডেস্ক
মৃত্যুতে ৬৬ বছরের বন্ধন ছিন্ন হলো তাঁদের। আর কখনো জোয়াও আরউহোর কাছে চুল কাটাতে আসবেন না পেলে। পেলেকে হারিয়ে শোকাহত জোয়াও। সান্তোসের এই নরসুন্দর ছিলেন ফুটবল-সম্রাটের কাছের বন্ধু। সান্তোসে যিনি পরিচিত ‘দিদি’ নামে।
কোলন ক্যানসারের কাছে হার মেনে ৮২ বছর বয়সে পেলে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। দীর্ঘদিনের বন্ধু ও ক্রেতাকে হারিয়ে দিদি বলেছেন, ‘আমরা দেশের সবচেয়ে বড় সম্পদ হারিয়েছে। ব্রাজিল হারিয়েছে, পুরো বিশ্ব হারিয়েছে। বড় ক্রেতা এবং মহৎ বন্ধুকে হারিয়েছি।’
দিদির দোকানটা বলতে গেলে ‘মিনি পেলে জাদুঘর’ ছিল। পুরো দেয়ালে শুধু পেলের ছবি আর ছবি। বড় ম্যাচের ছবিসহ পেলের চুল কাটছেন এমন ছবিও রেখেছেন দিদি। আছে নিজের বিশাল এক ছবিতে পেলের দেওয়া অটোগ্রাফও।
পেলের সঙ্গে ১৯৫৬ সালে প্রথম দেখা হয় দিদির। ফুটবল ক্লাব সান্তোসের বাইরে তাঁর দোকান। একদিন চুল কাটাতে তাঁর দোকানে আসেন পেলে। সে সময় ১৬ বছর বয়স ছিল কিংবদন্তির। সেই থেকে তাঁদের বন্ধুত্বের শুরু। এরপর থেকে প্রতিবারই দিদির কাছে চুল কাটিয়েছেন ফুটবল-সম্রাট পেলে।
সেই স্মৃতি স্মরণ করে দিদি বলেছেন, ‘এখানে যখন এসেছিল, সে খুবই ছোট ছিল। কেউ তাকে নিয়ে বড় কিছু চিন্তা করেনি। আমরা ভেবেছিলাম, সে একজন ভালো ফুটবলার, রাজা নন। সে পরে রাজা হয়েছে এবং রাজা হয়েই মারা গেছে।’
বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। ক্যারিয়ারে ১২৮৩ গোল করেছেন ব্রাজিল কিংবদন্তি। তাঁর গোলের সমান চুল কেটেছেন বলে মনে করেন দিদি! পেলের সহস্রবারের বেশি চুল কেটেছেন বলে দাবি তাঁর। দিদি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘সে এটি পছন্দ করত। মৃত্যুর আগ পর্যন্ত তার চুল কেটেছি।’
বছর দুয়েক আগে কোলন ক্যানসার ধরা পড়লে চুল কাটাতে আর দিদির দোকানে আসতেন না পেলে। সে সময় তাঁর বাসায় গিয়ে চুল কেটেছেন তিনি। এ বিষয়ে ৮৪ বছর বয়সী এই নরসুন্দর বলেছেন, ‘সে সব সময় আমাকে ডাকত এবং আমি তার চুল কাটতে যেতাম। তবে কিছুদিন পর যখন খুবই অসুস্থ হয়ে পড়ে, তখন আর যাওয়া হয়নি।’
পেলের কাছে প্রতিবার চুল কাটতে ৭৮০ টাকা নিতেন দিদি। ফুটবল রাজাকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকাহত তিনি। আর্দ্র গলায় বলেছেন, ‘ঈশ্বর তার খেয়াল রাখবেন।’ আগামী মঙ্গলবার বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থ মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় মহারাজাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
মৃত্যুতে ৬৬ বছরের বন্ধন ছিন্ন হলো তাঁদের। আর কখনো জোয়াও আরউহোর কাছে চুল কাটাতে আসবেন না পেলে। পেলেকে হারিয়ে শোকাহত জোয়াও। সান্তোসের এই নরসুন্দর ছিলেন ফুটবল-সম্রাটের কাছের বন্ধু। সান্তোসে যিনি পরিচিত ‘দিদি’ নামে।
কোলন ক্যানসারের কাছে হার মেনে ৮২ বছর বয়সে পেলে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। দীর্ঘদিনের বন্ধু ও ক্রেতাকে হারিয়ে দিদি বলেছেন, ‘আমরা দেশের সবচেয়ে বড় সম্পদ হারিয়েছে। ব্রাজিল হারিয়েছে, পুরো বিশ্ব হারিয়েছে। বড় ক্রেতা এবং মহৎ বন্ধুকে হারিয়েছি।’
দিদির দোকানটা বলতে গেলে ‘মিনি পেলে জাদুঘর’ ছিল। পুরো দেয়ালে শুধু পেলের ছবি আর ছবি। বড় ম্যাচের ছবিসহ পেলের চুল কাটছেন এমন ছবিও রেখেছেন দিদি। আছে নিজের বিশাল এক ছবিতে পেলের দেওয়া অটোগ্রাফও।
পেলের সঙ্গে ১৯৫৬ সালে প্রথম দেখা হয় দিদির। ফুটবল ক্লাব সান্তোসের বাইরে তাঁর দোকান। একদিন চুল কাটাতে তাঁর দোকানে আসেন পেলে। সে সময় ১৬ বছর বয়স ছিল কিংবদন্তির। সেই থেকে তাঁদের বন্ধুত্বের শুরু। এরপর থেকে প্রতিবারই দিদির কাছে চুল কাটিয়েছেন ফুটবল-সম্রাট পেলে।
সেই স্মৃতি স্মরণ করে দিদি বলেছেন, ‘এখানে যখন এসেছিল, সে খুবই ছোট ছিল। কেউ তাকে নিয়ে বড় কিছু চিন্তা করেনি। আমরা ভেবেছিলাম, সে একজন ভালো ফুটবলার, রাজা নন। সে পরে রাজা হয়েছে এবং রাজা হয়েই মারা গেছে।’
বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। ক্যারিয়ারে ১২৮৩ গোল করেছেন ব্রাজিল কিংবদন্তি। তাঁর গোলের সমান চুল কেটেছেন বলে মনে করেন দিদি! পেলের সহস্রবারের বেশি চুল কেটেছেন বলে দাবি তাঁর। দিদি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘সে এটি পছন্দ করত। মৃত্যুর আগ পর্যন্ত তার চুল কেটেছি।’
বছর দুয়েক আগে কোলন ক্যানসার ধরা পড়লে চুল কাটাতে আর দিদির দোকানে আসতেন না পেলে। সে সময় তাঁর বাসায় গিয়ে চুল কেটেছেন তিনি। এ বিষয়ে ৮৪ বছর বয়সী এই নরসুন্দর বলেছেন, ‘সে সব সময় আমাকে ডাকত এবং আমি তার চুল কাটতে যেতাম। তবে কিছুদিন পর যখন খুবই অসুস্থ হয়ে পড়ে, তখন আর যাওয়া হয়নি।’
পেলের কাছে প্রতিবার চুল কাটতে ৭৮০ টাকা নিতেন দিদি। ফুটবল রাজাকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকাহত তিনি। আর্দ্র গলায় বলেছেন, ‘ঈশ্বর তার খেয়াল রাখবেন।’ আগামী মঙ্গলবার বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থ মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় মহারাজাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
সব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১২ মিনিট আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
২ ঘণ্টা আগেজসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
৩ ঘণ্টা আগে