ক্রীড়া ডেস্ক
মার্শেইয়ের বিপক্ষে গত পরশু ২-১ গোলে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিয়েছে পিএসজি। টুর্নামেন্ট থেকে বিদায়ে দলের হতাশা যতটা দেখা দিয়েছে, তার চেয়ে ঢের বেশি দুশ্চিন্তা ছিল লিওনেল মেসিকে নিয়ে। সেই ম্যাচে চোটে পড়ায় তাঁর চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে একটা শঙ্কা জেগেছিল।
তবে গতকাল সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন ক্রিস্টোফ গালতিয়ের। মেসিকে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পাওয়া যাবে এমনটি জানিয়েছেন পিএসজির কোচ। তাঁর কথায় স্বস্তির নিশ্বাস ফেলতেই পারেন দলের সঙ্গে সমর্থকেরাও। কেননা, ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ম্যাচটি হচ্ছে বুন্দেসলিগার পরাশক্তি বায়ার্ন মিউনিখের বিপক্ষে। বায়ার্নের বিপক্ষে আর্জেন্টাইন তারকাকে পেলেও মোনাকোর বিপক্ষে তাঁকে পাবে না পিএসজি। লিগ-১-এর ম্যাচটি আজ রাতে হবে।
গালতিয়ের বলেছেন, ‘আগামীকাল (আজ) মোনাকোর বিপক্ষে লিওকে পাওয়া যাবে না। বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলার আগের দিন অর্থাৎ সোমবার সে অনুশীলনে আসবে। তাই তার খেলা নিয়ে আপনারা ‘শঙ্কা’ শব্দটি ফেলে দিতে পারেন।’
মেসির গুরুত্ব এবং মোনাকোর ম্যাচ সম্পর্কে গালতিয়ের বলেছেন, ‘খেলায় লিওর গুরুত্ব সম্পর্কে আমরা জানি। তার না থাকা মানে ম্যাচে আরো শক্ত ও দলগতভাবে খেলা এবং ভিন্ন কোনো উপায়ে খেলতে হবে।’
বায়ার্নের বিপক্ষে মেসিকে পেলেও কিলিয়ান এমবাপ্পেকে পাবে না পিএসজি। গত ১ ফেব্রুয়ারি মঁপেলিয়ের বিপক্ষে চোট পান ফরাসি তারকা। ওই ম্যাচে ঊরুর পেশি ছিঁড়ে যাওয়ায় তাঁকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ খেলতে হবে।
মার্শেইয়ের বিপক্ষে গত পরশু ২-১ গোলে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিয়েছে পিএসজি। টুর্নামেন্ট থেকে বিদায়ে দলের হতাশা যতটা দেখা দিয়েছে, তার চেয়ে ঢের বেশি দুশ্চিন্তা ছিল লিওনেল মেসিকে নিয়ে। সেই ম্যাচে চোটে পড়ায় তাঁর চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে একটা শঙ্কা জেগেছিল।
তবে গতকাল সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন ক্রিস্টোফ গালতিয়ের। মেসিকে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পাওয়া যাবে এমনটি জানিয়েছেন পিএসজির কোচ। তাঁর কথায় স্বস্তির নিশ্বাস ফেলতেই পারেন দলের সঙ্গে সমর্থকেরাও। কেননা, ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ম্যাচটি হচ্ছে বুন্দেসলিগার পরাশক্তি বায়ার্ন মিউনিখের বিপক্ষে। বায়ার্নের বিপক্ষে আর্জেন্টাইন তারকাকে পেলেও মোনাকোর বিপক্ষে তাঁকে পাবে না পিএসজি। লিগ-১-এর ম্যাচটি আজ রাতে হবে।
গালতিয়ের বলেছেন, ‘আগামীকাল (আজ) মোনাকোর বিপক্ষে লিওকে পাওয়া যাবে না। বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলার আগের দিন অর্থাৎ সোমবার সে অনুশীলনে আসবে। তাই তার খেলা নিয়ে আপনারা ‘শঙ্কা’ শব্দটি ফেলে দিতে পারেন।’
মেসির গুরুত্ব এবং মোনাকোর ম্যাচ সম্পর্কে গালতিয়ের বলেছেন, ‘খেলায় লিওর গুরুত্ব সম্পর্কে আমরা জানি। তার না থাকা মানে ম্যাচে আরো শক্ত ও দলগতভাবে খেলা এবং ভিন্ন কোনো উপায়ে খেলতে হবে।’
বায়ার্নের বিপক্ষে মেসিকে পেলেও কিলিয়ান এমবাপ্পেকে পাবে না পিএসজি। গত ১ ফেব্রুয়ারি মঁপেলিয়ের বিপক্ষে চোট পান ফরাসি তারকা। ওই ম্যাচে ঊরুর পেশি ছিঁড়ে যাওয়ায় তাঁকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ খেলতে হবে।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৮ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১১ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১১ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১২ ঘণ্টা আগে