ক্রীড়া ডেস্ক
ইন্টার মায়ামির প্রাক প্রস্তুতি মৌসুমের শুরুর ও শেষের দৃশ্যপটে কোনো পরিবর্তন হয়নি। সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছে হার দিয়ে প্রস্তুতি শুরু করা মায়ামি শেষটাও করল পরাজয়ে। জাপানের ক্লাব ভিসেল কোবের কাছে পরাজয়টা অবশ্য টাইব্রেকারে হয়েছে।
নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য ড্র থাকলে টাইব্রেকারে ম্যাচ গড়ায়। পরে পেনাল্টিতে ৪-৩ গোলের জয় পেয়েছে ভিসেল কোবে। তবে জয়–পরাজয়ের চেয়েও ম্যাচে সবার নজর ছিল লিওনেল মেসির ওপর। সর্বশেষ ম্যাচে হংকং একাদশের বিপক্ষে না খেলায় অনেক আলোচনা–সমালোচনা হয়েছে। পরে সংবাদ সম্মেলন করে না খেলার ব্যাখ্যা দিয়ে ক্ষমাও চেয়ে নিতে হয়েছে আর্জেন্টাইন অধিনায়ককে।
আজও শুরুর একাদশে ছিলেন না মেসি। তাঁকে ছাড়া ছন্নছাড়া ছিল মায়ামি। এর মধ্যে ১৭ মিনিটে চোট পেয়ে সার্জিও বুসকেতস মাঠ ছাড়লে আরও চাপে পড়ে যায় মায়ামি। প্রথমার্ধে তেমন কোনো আক্রমণই করতে পারেনি তারা। তবে ম্যাচে এগিয়ে যাওয়ার দুর্দান্ত সুযোগ পেয়েছিল ভিসেল কোবে।
কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে অবিশ্বাস্য সুযোগ মিস করলেন ইউয়া ওসাকা। মায়ামির ডিফেন্ডারের ভুলে বক্সের মধ্যে বল পান ভিসেলের জেন প্যাটট্রিক। দ্রুতও ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা সতীর্থ ওসাকাকে বল বাড়ান তিনি। তখন তাঁর সামনে শুধুই গোলবারের নিচে দাঁড়িয়ে মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। কিন্তু একা পেয়েও বল বাইরে মেরে দিলেন জাপানি স্ট্রাইকার।
বিরতির পর ম্যাচের চিত্র বল যায় ৬০ মিনিটের সময় মেসি মাঠে নামলে। তাঁর মাঠে নামার সঙ্গে সঙ্গে খেলা দেখতে আসা গ্যালারির সব সমর্থক উল্লাসে ফেটে পড়েন। তবে সমর্থকদের আনন্দ এনে দেওয়ার কাজটা করলেও দল জয় উদ্যাপনের উপলক্ষ এনে দিতে পারেননি মেসি। সুযোগ অবশ্য পেয়েছিলেন অষ্টম ব্যালন ডি অরজয়ী। ৭৯ মিনিটে এক আক্রমণে দুইবার গোল করার সুযোগ পেয়েছিলেন তিনি। প্রথমবার ভিসেলের গোলরক্ষক বরাবর শট নিলে দ্বিতীয়বার সুযোগ পাননি তিনি।
মেসির দ্বিতীয় শটে পাওয়ার না থাকায় গোললাইন অতিক্রম করার আগেই ভিসেলকে রক্ষা করেন ডিফেন্ডার ইউকি হোন্ডা। বিশ্বকাপজয়ী অধিনায়কের আগে ৭২ মিনিটে বাইসাইকেল কিকে মায়ামিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন লুইস সুয়ারেজ। তাঁর শট বাইরে যাওয়ায় তা আর হয়নি। পরে দুই দল গোল দিতে না পারলে টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়। দুই দল ছয়টি করে শট নেয়। তাতে মায়ামির ৩ সফল শটের বিপরীতে ৪টি পায় ভিসেল। তবে দলের হয়ে পেনাল্টি মারেননি মেসি।
ইন্টার মায়ামির প্রাক প্রস্তুতি মৌসুমের শুরুর ও শেষের দৃশ্যপটে কোনো পরিবর্তন হয়নি। সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছে হার দিয়ে প্রস্তুতি শুরু করা মায়ামি শেষটাও করল পরাজয়ে। জাপানের ক্লাব ভিসেল কোবের কাছে পরাজয়টা অবশ্য টাইব্রেকারে হয়েছে।
নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য ড্র থাকলে টাইব্রেকারে ম্যাচ গড়ায়। পরে পেনাল্টিতে ৪-৩ গোলের জয় পেয়েছে ভিসেল কোবে। তবে জয়–পরাজয়ের চেয়েও ম্যাচে সবার নজর ছিল লিওনেল মেসির ওপর। সর্বশেষ ম্যাচে হংকং একাদশের বিপক্ষে না খেলায় অনেক আলোচনা–সমালোচনা হয়েছে। পরে সংবাদ সম্মেলন করে না খেলার ব্যাখ্যা দিয়ে ক্ষমাও চেয়ে নিতে হয়েছে আর্জেন্টাইন অধিনায়ককে।
আজও শুরুর একাদশে ছিলেন না মেসি। তাঁকে ছাড়া ছন্নছাড়া ছিল মায়ামি। এর মধ্যে ১৭ মিনিটে চোট পেয়ে সার্জিও বুসকেতস মাঠ ছাড়লে আরও চাপে পড়ে যায় মায়ামি। প্রথমার্ধে তেমন কোনো আক্রমণই করতে পারেনি তারা। তবে ম্যাচে এগিয়ে যাওয়ার দুর্দান্ত সুযোগ পেয়েছিল ভিসেল কোবে।
কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে অবিশ্বাস্য সুযোগ মিস করলেন ইউয়া ওসাকা। মায়ামির ডিফেন্ডারের ভুলে বক্সের মধ্যে বল পান ভিসেলের জেন প্যাটট্রিক। দ্রুতও ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা সতীর্থ ওসাকাকে বল বাড়ান তিনি। তখন তাঁর সামনে শুধুই গোলবারের নিচে দাঁড়িয়ে মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। কিন্তু একা পেয়েও বল বাইরে মেরে দিলেন জাপানি স্ট্রাইকার।
বিরতির পর ম্যাচের চিত্র বল যায় ৬০ মিনিটের সময় মেসি মাঠে নামলে। তাঁর মাঠে নামার সঙ্গে সঙ্গে খেলা দেখতে আসা গ্যালারির সব সমর্থক উল্লাসে ফেটে পড়েন। তবে সমর্থকদের আনন্দ এনে দেওয়ার কাজটা করলেও দল জয় উদ্যাপনের উপলক্ষ এনে দিতে পারেননি মেসি। সুযোগ অবশ্য পেয়েছিলেন অষ্টম ব্যালন ডি অরজয়ী। ৭৯ মিনিটে এক আক্রমণে দুইবার গোল করার সুযোগ পেয়েছিলেন তিনি। প্রথমবার ভিসেলের গোলরক্ষক বরাবর শট নিলে দ্বিতীয়বার সুযোগ পাননি তিনি।
মেসির দ্বিতীয় শটে পাওয়ার না থাকায় গোললাইন অতিক্রম করার আগেই ভিসেলকে রক্ষা করেন ডিফেন্ডার ইউকি হোন্ডা। বিশ্বকাপজয়ী অধিনায়কের আগে ৭২ মিনিটে বাইসাইকেল কিকে মায়ামিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন লুইস সুয়ারেজ। তাঁর শট বাইরে যাওয়ায় তা আর হয়নি। পরে দুই দল গোল দিতে না পারলে টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়। দুই দল ছয়টি করে শট নেয়। তাতে মায়ামির ৩ সফল শটের বিপরীতে ৪টি পায় ভিসেল। তবে দলের হয়ে পেনাল্টি মারেননি মেসি।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১০ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
১০ ঘণ্টা আগে