Ajker Patrika

মিসরীয় ফুটবলারের হ্যাটট্রিকের দিনে ব্রাজিলের গোলরক্ষকের রেকর্ড

মারমুশের (বাঁয়ে) হ্যাটট্রিকের দিনে রেকর্ড গড়েছেন এদেরসন। ছবি: এএফপি
মারমুশের (বাঁয়ে) হ্যাটট্রিকের দিনে রেকর্ড গড়েছেন এদেরসন। ছবি: এএফপি

ইতিহাদে গতকাল দারুণ এক দিন কাটিয়েছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। ম্যান সিটির জার্সিরে প্রথম হ্যাটট্রিক করলেন মিশরের ওমরের মারমুশ। তাঁর হ্যাটট্রিকের দিনে রেকর্ড বইয়ে নাম লেখালেন ব্রাজিলের গোলরক্ষক এদেরসন।

নিউক্যাসলের বিপক্ষে গত রাতে ১৯ মিনিটে প্রথম গোলটি করেন মারমুশ। এই গোলে এদেরসনের অবদানই বেশি। ব্রাজিলের গোলরক্ষক নিজেদের বক্স থেকে বেশ বাইরে এসে বল উড়িয়ে মারেন প্রতিপক্ষের অর্ধে। সেই পাস রিসিভ করে লক্ষ্যভেদ করেন মারমুশ। তাতে প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বেশি ৬ অ্যাসিস্টের রেকর্ড এখন এদেরসনের। ব্রাজিলের গোলরক্ষকের শুধু এই মৌসুমেই রয়েছে ৩ অ্যাসিস্ট।

শীতকালীন দলবদলে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে মারমুশকে এবার ম্যানচেস্টার সিটি কিনেছে ৫ কোটি ৯০ লাখ পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৯০২ কোটি টাকা। সিটির জার্সিতে প্রথম চার ম্যাচে কোনো গোলই করতে পারেননি তিনি। সেই মারমুশ গত রাতে করেছেন হ্যাটট্রিক। সিটির হয়ে প্রথম হ্যাটট্রিকের পর তিনি যেন ভাষা হারিয়ে ফেলেছেন। ম্যাচ শেষে বিবিসি ম্যাচ অব দ্য ডেতে মিসরীয় এই ফরোয়ার্ড বলেন, ‘দিনটা অসাধারণ। অনুভূতি বলে বোঝানো যাবে না। এই তিন পয়েন্টের জন্য প্রথম মিনিট থেকে লড়াই করেছি এবং শেষ পর্যন্ত সফল হয়েছি। দলের জয়ে অবদান রাখতে পেরে সত্যিই অনেক খুশি।’

২৪ ও ৩৩ মিনিটে মারমুশকে গোল করতে সহায়তা করেছেন ইলকায় গুন্দোয়ান ও স্যাভিনিও। হ্যাটট্রিকের পর মারমুশের উদ্দেশ্যে ভক্ত-সমর্থকেরা করতালি দিয়েছেন। সিটিকে প্রশংসায় ভাসিয়ে মিসরীয় এই ফরোয়ার্ড বলেন, ‘সতীর্থ ও কোচিং স্টাফদের ধন্যবাদ জানাতে চাই। প্রত্যেকেই আমাকে প্রথম দিন থেকে সাহায্য করেছেন। আমি যে এই পরিবারের অংশ, সেটা বোঝাতে চেষ্টা করেছেন। দারুণ এক পরিবেশ ছিল। যেভাবে ভক্ত-সমর্থকেরা করতালি দিয়েছেন, তাতে তাদের ধন্যবাদ জানাতে চাই।’

ম্যান সিটির অপর গোলটি গত রাতে করেছেন জেমস ম্যাকাটি। ৮৪ মিনিটে তাঁকে (ম্যাকাটি) গোল করতে সহায়তা করেছেন আর্লিং হালান্ড। ২৫ ম্যাচে ১৩ জয়, ৫ ড্র ও ৭ পরাজয়ে সিটির পয়েন্ট ৪৪। তারা এখন প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চার নম্বরে অবস্থান করছে। ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে। দুই ও তিনে থাকা আর্সেনাল ও নটিংহাম ফরেস্টের পয়েন্ট ৫৩ ও ৪৭। আর্সেনাল, নটিংহাম ফরেস্ট দুটি দলই ২৫টি করে ম্যাচ খেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত