ক্রীড়া ডেস্ক
মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকা বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থ। সান্তোসের এই সমাধিস্থেই চিরনিদ্রায় শায়িত করা হবে পেলেকে। ফুটবল রাজাকে শেষ বিদায় জানাতে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল।
দুই বছর কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করে গত বৃহস্পতিবার পরাজিত হয়েছেন পেলে। ৮২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি। ফুটবল সম্রাটকে হারিয়ে পুরো বিশ্ব এখন শোকসন্তপ্ত।
আগামী সোমবার শেষকৃত্য হবে পেলের। আগামী সোমবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সর্বসাধারণের জন্য সান্তোস স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে তাঁকে। সেখান থেকে ক্যানাল ৬ নিয়ে যাওয়া হবে ব্রাজিলিয়ান কিংবদন্তির শবদেহ। প্রিয় ছেলেকে শেষ বারের মতো বিদায় জানাবেন মা ডোনা চেলেস্টে। এরপর বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থতে নিয়ে যাওয়া হবে তাঁকে। পরিবারের অন্যান্য সদস্যদের পাশে তাঁকে সমাহিত করা হবে।
গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখানো মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকা সমাধিস্থকে দেখলে কবরস্থান মনে হবে না অনেকেরই। কেননা সমাধিস্থকে বিনোদন কেন্দ্রের মতো করে সাজানো হয়েছে। জয়গাটি দেখার জন্য যান ভিড় করেন পর্যটকরাও। ১৪ তলার আকাশচুম্বী অট্টালিকার এই কবরস্থানকে ঘন সবুজ বনে সাজানো হয়েছে। সেখানে সর্বমোট ১৪ হাজার সমাধি আছে।
এমনকি সমাধিস্থতে একটি গ্রীষ্মমণ্ডলীয় বাগান রয়েছে। ছাদের মধ্যে একটি ছোট্ট ক্যাফে রয়েছে। আছে একটি জলপ্রপাতও। ১.৮ হেক্টর জায়গা নিয়ে তৈরি এই বিশাল কবরস্থানে গাড়ির জাদুঘরও রয়েছে। ১৯৮৩ সালে স্থপতি পেপে আল্টস্টুটের পরিকল্পনায় সমাধিস্থটি তৈরি করা হয়।
মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকা বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থ। সান্তোসের এই সমাধিস্থেই চিরনিদ্রায় শায়িত করা হবে পেলেকে। ফুটবল রাজাকে শেষ বিদায় জানাতে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল।
দুই বছর কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করে গত বৃহস্পতিবার পরাজিত হয়েছেন পেলে। ৮২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি। ফুটবল সম্রাটকে হারিয়ে পুরো বিশ্ব এখন শোকসন্তপ্ত।
আগামী সোমবার শেষকৃত্য হবে পেলের। আগামী সোমবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সর্বসাধারণের জন্য সান্তোস স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে তাঁকে। সেখান থেকে ক্যানাল ৬ নিয়ে যাওয়া হবে ব্রাজিলিয়ান কিংবদন্তির শবদেহ। প্রিয় ছেলেকে শেষ বারের মতো বিদায় জানাবেন মা ডোনা চেলেস্টে। এরপর বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থতে নিয়ে যাওয়া হবে তাঁকে। পরিবারের অন্যান্য সদস্যদের পাশে তাঁকে সমাহিত করা হবে।
গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখানো মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকা সমাধিস্থকে দেখলে কবরস্থান মনে হবে না অনেকেরই। কেননা সমাধিস্থকে বিনোদন কেন্দ্রের মতো করে সাজানো হয়েছে। জয়গাটি দেখার জন্য যান ভিড় করেন পর্যটকরাও। ১৪ তলার আকাশচুম্বী অট্টালিকার এই কবরস্থানকে ঘন সবুজ বনে সাজানো হয়েছে। সেখানে সর্বমোট ১৪ হাজার সমাধি আছে।
এমনকি সমাধিস্থতে একটি গ্রীষ্মমণ্ডলীয় বাগান রয়েছে। ছাদের মধ্যে একটি ছোট্ট ক্যাফে রয়েছে। আছে একটি জলপ্রপাতও। ১.৮ হেক্টর জায়গা নিয়ে তৈরি এই বিশাল কবরস্থানে গাড়ির জাদুঘরও রয়েছে। ১৯৮৩ সালে স্থপতি পেপে আল্টস্টুটের পরিকল্পনায় সমাধিস্থটি তৈরি করা হয়।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৮ মিনিট আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
৩২ মিনিট আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
৩৪ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগে