ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি মানেই তো বিশেষ কিছু। মাঠে নামলেই তিনি গড়েন একের পর এক রেকর্ড। তাঁর জন্য এবার বিশেষ এক ধরনের বুটও চলে এসেছে।
মেসির জন্য নতুন ডিজাইনের বুট তৈরি করেছে অ্যাডিডাস। অ্যাডিডাস তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বুটের ছবি প্রকাশ করেছে। নতুন এই মডেলের নাম এক্স ক্রেজিফাস্ট। এক্স ক্রেজিফাস্ট মডেল যে ডিজাইন বানিয়েছে তা আর্জেন্টিনা ফুটবল দলের জার্সির আদলে। বুটে সাদা ও হালকা নীল রঙের আধিক্য বেশি। বুটের পেছনে সোনালী রঙের তিন তারকা। এই তিন তারকা আর্জেন্টিনার তিনবার বিশ্বকাপ জয়কে বোঝাচ্ছে। ডান পায়ের বুটের তিন তারকার ওপর লেখা রয়েছে ১০ নম্বর। আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পড়ে খেলেন তিনি। চমক রয়েছে আর্জেন্টিনার বাঁ পায়ের বুটে। বা পায়ের তিন তারকার ওপরে রয়েছে ছাগলের মুখ। এর কারণ হচ্ছে গোটের পূর্ণরূপ গ্রেটেস্ট অব অল টাইম। এই বুটের দাম ২২০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় তা ৩০ হাজার টাকা।
গত বছরের ১৮ ডিসেম্বর কাতারে ফুটবল বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। যা মেসির প্রথম বিশ্বকাপ জয়। আর্জেন্টিনার জার্সিতে এটা তাঁর তৃতীয় শিরোপা। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে আর্জেন্টিনার ম্যাচও শুরু হতে বেশি সময় বাকি নেই। পরশু ইকুয়েডরের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এরপর ১২ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। অন্যদিকে ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১১ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জেতে মায়ামি। তিনি (মেসি) আসার পর মায়ামি এক ম্যাচও হারেনি।
লিওনেল মেসি মানেই তো বিশেষ কিছু। মাঠে নামলেই তিনি গড়েন একের পর এক রেকর্ড। তাঁর জন্য এবার বিশেষ এক ধরনের বুটও চলে এসেছে।
মেসির জন্য নতুন ডিজাইনের বুট তৈরি করেছে অ্যাডিডাস। অ্যাডিডাস তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বুটের ছবি প্রকাশ করেছে। নতুন এই মডেলের নাম এক্স ক্রেজিফাস্ট। এক্স ক্রেজিফাস্ট মডেল যে ডিজাইন বানিয়েছে তা আর্জেন্টিনা ফুটবল দলের জার্সির আদলে। বুটে সাদা ও হালকা নীল রঙের আধিক্য বেশি। বুটের পেছনে সোনালী রঙের তিন তারকা। এই তিন তারকা আর্জেন্টিনার তিনবার বিশ্বকাপ জয়কে বোঝাচ্ছে। ডান পায়ের বুটের তিন তারকার ওপর লেখা রয়েছে ১০ নম্বর। আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পড়ে খেলেন তিনি। চমক রয়েছে আর্জেন্টিনার বাঁ পায়ের বুটে। বা পায়ের তিন তারকার ওপরে রয়েছে ছাগলের মুখ। এর কারণ হচ্ছে গোটের পূর্ণরূপ গ্রেটেস্ট অব অল টাইম। এই বুটের দাম ২২০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় তা ৩০ হাজার টাকা।
গত বছরের ১৮ ডিসেম্বর কাতারে ফুটবল বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। যা মেসির প্রথম বিশ্বকাপ জয়। আর্জেন্টিনার জার্সিতে এটা তাঁর তৃতীয় শিরোপা। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে আর্জেন্টিনার ম্যাচও শুরু হতে বেশি সময় বাকি নেই। পরশু ইকুয়েডরের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এরপর ১২ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। অন্যদিকে ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১১ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জেতে মায়ামি। তিনি (মেসি) আসার পর মায়ামি এক ম্যাচও হারেনি।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
১ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৩ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৪ ঘণ্টা আগে