Ajker Patrika

মেসির রেকর্ড, পিএসজির রেকর্ড

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৮ মে ২০২৩, ১২: ২৭
মেসির রেকর্ড, পিএসজির রেকর্ড

রেকর্ড গড়াকে দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন লিওনেল মেসি। একের পর এক রেকর্ড নিজের নামে করে নিচ্ছেন মেসি। গতকাল ক্রিস্টিয়ানো রোনালদোর এক রেকর্ড ভেঙে নিজের নামে করে নিলেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা।

লা মেইনাওতে লিগ ওয়ানে গতকাল মুখোমুখি হয় স্ত্রাসবুর্গ-পিএসজি। ৫৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্টে গোল করেন মেসি। ৪৯৬ গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের নামে করে নেন মেসি। লা লিগায় ৪৭৪ গোল ও লিগ ওয়ানে ২২ গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। দ্বিতীয় স্থানে আছেন রোনালদো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তাঁর গোল ৪৯৫। লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আ তে করেছেন ৩১১, ১০৩ ও ৮১ গোল। 

মেসির রেকর্ডের দিন রেকর্ড গড়েছে পিএসজিও। স্ত্রাসবুর্গের বিপক্ষে ১-১ গোলে ড্র করে টানা দ্বিতীয় শিরোপা জেতে পিএসজি। লিগ ওয়ানে সর্বোচ্চ ১১ বার শিরোপা জিতেছে প্যারিসিয়ানরা। দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার করে শিরোপা জিতেছে মার্শেই ও সেঁত এতিয়েন।

২০২১ থেকে পিএসজিতে খেলছেন মেসি। ক্লাবটিতে প্রায় দুই বছরের ক্যারিয়ারে খেলেছেন ৭৪ ম্যাচ। করেছেন ৩২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩৫ গোলে। পিএসজির জার্সিতে টানা দুটি লিগ ওয়ান জিতেছেন। ২০২২ ট্রফি দেস চ্যাম্পিয়নসও জিতেছেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত