Ajker Patrika

৫৮ কোটি টাকা কোন খেলায় ঢালছেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ১০
৫৮ কোটি টাকা কোন খেলায় ঢালছেন রোনালদো

আর্থিক সহায়তা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর সুনাম অনেক রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। বিরল ক্যানসারে আক্রান্ত সাত বছরের পর্তুগিজ বালক টমাসের চিকিৎসা খরচ, রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়ানোর গল্পের মতো এ রকম আরও অনেক সমাজসেবায় অবদান রেখেছেন তিনি। 

এবারের বিষয়টা অবশ্য তেমন নিঃস্বার্থ না হলেও উন্নয়নের সহায়তায় হাত বাড়িয়েছেন রোনালদো। সেটিও আবার অপরিচিত এক খেলায়। ‘প্যাডেল’ নামে এক খেলায় ৫৮ কোটি টাকা বিনিয়োগ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী। 

সম্প্রতি জনপ্রিয় হতে শুরু করেছে প্যাডেল খেলা। তারই ধারাবাহিকতায় পর্তুগালের রাজধানী লিসবন থেকে ১০ কিলোমিটার দূরে ওইরাস শহরে ‘সিটি অব প্যাডেল’ তৈরির প্রকল্প হাতে নিয়েছে রোনালদোর কোম্পানি ‘সিআর৭’। সমুদ্র উপকূলীয় শহরটিতে ১৭ কোর্টের প্যাডেল কমপ্লেক্স তৈরি হবে। 

 ১৯৬৯ সালে মেক্সিকোয় প্যাডেল খেলার জন্ম। স্কোয়াশ কোর্ট তৈরি করতে গিয়ে খেলাটি আবিষ্কার করেন এনরিক কোরকুয়েরা নামের এক ব্যক্তি। খেলাটি টেনিস ও স্কোয়াশের সম্মিলিত এক মিশ্রণ। টেনিসের মতো র‍্যাকেট, স্কোরিং নিয়ম ও টেকনিক। আর স্কোয়াশের মতো সামনে থাকে দেয়াল, সার্ভ করতে হয় কোমরের নিচে। 

রোনালদোর সঙ্গে চুক্তি করে খুশি হয়েছেন পর্তুগিজ প্যাডেল ফেডারেশনের সভাপতি রিকার্দো ওলিভেইরা। তিনি বলেছেন, ‘স্বপ্ন পূরণ হওয়ার মতো তার চেয়ে ভালো সঙ্গী আমরা পেতাম না। একজন দুর্দান্ত খেলোয়াড়ের পাশাপাশি সে ভালো ব্যবসায়ীও। নিশ্চিত করে বলতে পারি, এই প্যাডেল সিটির সুযোগ-সুবিধা অতুলনীয় হবে। আন্তর্জাতিকভাবে পর্তুগালকে প্যাডেল খেলায় শক্তিশালী দেশ হিসেবে পরিণত করবে।’ 

নিজেও প্যাডেল খেলার ভক্ত রোনালদো। সম্প্রতি সিঙ্গাপুরে দুই দিনের সফরে গিয়ে প্যাডেল খেলেছেন আল নাসরের হয়ে এ মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা সিআর সেভেন। ৫ ম্যাচে ৬ গোল করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত