বিশ্বকাপ আর্জেন্টিনাকে দিয়ে দিতে বললেন পেপে! 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১২: ৫৯
Thumbnail image

বেলজিয়াম ও স্পেনের পর গতকাল পর্তুগালকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছে মরক্কো। ইউসেফ এন-নেসরির একমাত্র গোলে পর্তুগালকে হারিয়ে আরেকটি চমক দেয় উত্তর আফ্রিকার দেশটি। তবে হারের পর ম্যাচে রেফারিংকে দুষলেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। ক্ষোভ ঝেড়ে বলেছেন, বিশ্বকাপ আর্জেন্টিনাকে দিয়ে দিতে।

এখানেই শেষ হয়ে গেল পর্তুগালের বিশ্বকাপ অভিযান। শেষ হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদো ও পেপের বিশ্বকাপ অধ্যায়ও। বিশ্বমঞ্চে আর দেখা যাবে না এ দুই ফুটবলারকে।

ম্যাচের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পেপে। পর্তুগাল-মরক্কো ম্যাচে রেফারিং করেছেন আর্জেন্টিনার ফাকুন্দো তেলো। এই রেফারিকে এমন ম্যাচে দায়িত্ব দেওয়াটা কোনোভাবেই মানতে পারছেন না ৪০ বছর ছুঁই ছুঁই পেপে।

ম্যাচ শেষে পেপে বললেন, ‘আমাদের খেলায় একজন আর্জেন্টিনা রেফারি, অগ্রহণযোগ্য। আগের দিন (আর্জেন্টিনা-নেদারল্যান্ডস) যা ঘটেছিল তার পরে মেসি কথা বলেছিল, আর্জেন্টিনার সবাই কথা বলছিল। আমি বলছি না যে তিনি (রেফারি) এখানে শর্তসাপেক্ষে এসেছেন...। দ্বিতীয়ার্ধে আমরা কী খেলেছি? আমাদের দ্বিতীয়ার্ধ খেলতে দেওয়া হয়নি।’

এই অভিজ্ঞ ডিফেন্ডার আর্জেন্টিনাকে এখন বিশ্বকাপ দিয়ে দিতে বললেন, ‘আমরা একটি গোল খেয়েছি, যা প্রত্যাশিত ছিল না। তবে আগের রাতে যা হয়েছে, এরপর এই ম্যাচে আর্জেন্টাইন রেফারিকে দায়িত্ব দেওয়া গ্রহণযোগ্য নয়। আমি যা দেখলাম তার পরিপ্রেক্ষিতে বলতে পারি, বিশ্বকাপটা তারা এখন চাইলে আর্জেন্টিনাকে দিয়ে দিতে পারে।’

পেপে মনে করছেন, দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময় কম দেওয়া হয়েছে। তাই ক্ষোভ ঝেড়ে বললেন, ‘দ্বিতীয়ার্ধে কিছু দেওয়া হলো না। মাত্র ৮ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলো। দ্বিতীয়ার্ধে শুধু আমরাই খেলার চেষ্টা করেছি। আমরা হতাশ। আমাদের জেতার মতো সামর্থ্য ছিল, তবে আমরা পারিনি।’

নেদারল্যান্ডসকে হারিয়ে গত পরশু কাতার বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১২০ মিনিটের ম্যাচে ৪৮টি ফাউল আর ১৮ হলুদ কার্ডে বিশ্বকাপে রেকর্ডও হয়েছে। স্পেনের রেফারি অ্যান্তেনিও মাতেউ লাহোজের রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন খেলোয়াড়-কোচিং স্টাফরা। এই ম্যাচ নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত