ক্রীড়া ডেস্ক
গ্রুপ পর্বে অপরাজিত থেকে সবার আগে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৭টায় শেষ আটের লড়াইয়ে আলবিসেলেস্তেদের বিপক্ষ লড়বে ইকুয়েডর। কোপার ১০৮ বছরের ইতিহাসে যারা আর্জেন্টিনার বিপক্ষে কখনো জয়ের মুখ দেখেনি।
যুক্তরাষ্ট্রে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ট্রিকালারদের বিপক্ষে অপরাজেয় সুখস্মৃতি লিওনেল মেসির দলকে নিঃসন্দেহে অনুপ্রেরণাও জোগাবে। কোপায় এ পর্যন্ত ইকুয়েডরের বিপক্ষে ১৬ বার সাক্ষাৎ হয়েছে আর্জেন্টিনার। ১১ ম্যাচে জেতে আর্জেন্টিনা, ড্র হয়েছে ৫ ম্যাচ।
কোপা আমেরিকায় ১৯৪১ সালে প্রথমবারের মতো ইকুয়েডরের বিপক্ষে খেলে আর্জেন্টিনা। প্রথম দেখায় লা ট্রিকালারদের ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল তারা। এই টুর্নামেন্টে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০২১ কোপা আমেরিকায়। সেই ম্যাচে মেসি, লাউতারো মার্তিনেজ ও রদ্রিগো দি পলের গোলে ইকুয়েডরকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা।
কোপা আমেরিকায় আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়গুলোর একটি রয়েছে ইকুয়েডরের বিপক্ষে। ১৯৪২ সালের কোপায় ইকুয়েডরকে ১২-০ গোল ব্যবধানে হারায় আলবিসেলেস্তেরা। আর আর্জেন্টিনার বিপক্ষে ইকুয়েডর সর্বশেষ ম্যাচ জিতেছিল ২০১৫ সালে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অধিনায়ক মেসিকে নিয়ে শঙ্কা রয়েছে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট। গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ঊরুর মাংসপেশিতে চোট পান এই মহাতারকা। ফিট না থাকায় শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামা হয়নি তাঁর। তবে সমর্থকদের আশার খবর, আর্জেন্টিনার সর্বশেষ অনুশীলন সেশনে ছিলেন মেসি।
গ্রুপ পর্বে অপরাজিত থেকে সবার আগে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৭টায় শেষ আটের লড়াইয়ে আলবিসেলেস্তেদের বিপক্ষ লড়বে ইকুয়েডর। কোপার ১০৮ বছরের ইতিহাসে যারা আর্জেন্টিনার বিপক্ষে কখনো জয়ের মুখ দেখেনি।
যুক্তরাষ্ট্রে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ট্রিকালারদের বিপক্ষে অপরাজেয় সুখস্মৃতি লিওনেল মেসির দলকে নিঃসন্দেহে অনুপ্রেরণাও জোগাবে। কোপায় এ পর্যন্ত ইকুয়েডরের বিপক্ষে ১৬ বার সাক্ষাৎ হয়েছে আর্জেন্টিনার। ১১ ম্যাচে জেতে আর্জেন্টিনা, ড্র হয়েছে ৫ ম্যাচ।
কোপা আমেরিকায় ১৯৪১ সালে প্রথমবারের মতো ইকুয়েডরের বিপক্ষে খেলে আর্জেন্টিনা। প্রথম দেখায় লা ট্রিকালারদের ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল তারা। এই টুর্নামেন্টে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০২১ কোপা আমেরিকায়। সেই ম্যাচে মেসি, লাউতারো মার্তিনেজ ও রদ্রিগো দি পলের গোলে ইকুয়েডরকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা।
কোপা আমেরিকায় আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়গুলোর একটি রয়েছে ইকুয়েডরের বিপক্ষে। ১৯৪২ সালের কোপায় ইকুয়েডরকে ১২-০ গোল ব্যবধানে হারায় আলবিসেলেস্তেরা। আর আর্জেন্টিনার বিপক্ষে ইকুয়েডর সর্বশেষ ম্যাচ জিতেছিল ২০১৫ সালে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অধিনায়ক মেসিকে নিয়ে শঙ্কা রয়েছে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট। গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ঊরুর মাংসপেশিতে চোট পান এই মহাতারকা। ফিট না থাকায় শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামা হয়নি তাঁর। তবে সমর্থকদের আশার খবর, আর্জেন্টিনার সর্বশেষ অনুশীলন সেশনে ছিলেন মেসি।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে