Ajker Patrika

মেসির ফাইনাল দেখার খরচ চ্যাম্পিয়নস লিগের চেয়ে ১৭ গুণ বেশি

ক্রীড়া ডেস্ক
মেসির ফাইনাল দেখার খরচ চ্যাম্পিয়নস লিগের চেয়ে ১৭ গুণ বেশি

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসি যোগ দেওয়ার পর থেকেই লিগটির দৃশ্যপট পাল্টে গেছে। বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনেরই। আর্জেন্টাইন অধিনায়ককে দেখার জন্য গাঁটের টাকা খরচ করতেও দ্বিধাবোধ করছে না দেশটির ক্রীড়াপ্রেমীরা। 

সমর্থকদের চাহিদার কারণে কর্তৃপক্ষরা বেশ ফায়দা লুটছেন। একের পর এক ম্যাচের টিকিটের দাম বাড়িয়ে দিচ্ছেন। এবারের লিগ কাপের ফাইনালের টিকিটের দামেও ব্যতিক্রম কিছু ঘটেনি। ফাইনাল ম্যাচের দাম এতটাই যে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের চেয়ে ১৭ গুণ বেশি টাকায় দেখতে হবে সমর্থকদের। অথচ, দুই টুর্নামেন্টের জনপ্রিয়তায় আকাশ–পাতাল ব্যবধান। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ধারে কাছেও লিগটি নেই। 

টিকিটের চড়া মূল্যর পেছনে নিশ্চিতভাবেই মেসির অবদান। সাতবারের ব্যালন ডি অর জয়ী ম্যাচ দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন সমর্থকেরা। আগামী রোববারের খেলাটি আবার সাধারণ কোনো ম্যাচ নয়, ফাইনাল। সঙ্গে ইন্টার মায়ামির হয়ে প্রথমবারের মতো মেসির শিরোপা জয়ের সুযোগ। সব মিলিয়ে তাই সাবেক বার্সেলোনা তারকার ম্যাচ মিস করতে চাচ্ছেন না সমর্থকেরা। 

মেসির ফাইনাল ম্যাচ দেখতে বাংলাদেশি মুদ্রায় সর্বনিম্ন ৫৩ হাজার টাকা ব্যয় করতে হবে সমর্থকদের। আর সর্বোচ্চ ১৩ লাখ ২২ হাজার টাকা। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচের টিকিটের দামও এত ছিল না। ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচের সর্বনিম্ন দাম ছিল ৮ হাজার ২০০ টাকা। আতাতুর্ক স্টেডিয়ামের ফাইনালের সর্বোচ্চ দাম ছিল ৮১ হাজার টাকা। দুই ফাইনালের সর্বোচ্চ মূল্যের টিকিটের দামের পার্থক্য ১৭ গুণ। 

লিগ কাপের ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ন্যাশভিল। প্রতিপক্ষের জিওডিস পার্কে ফাইনাল খেলবেন মেসি–সার্জিও বুসকেতসরা। ৩০ হাজার দর্শক একসঙ্গে ম্যাচটি উপভোগ করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত