ক্রীড়া ডেস্ক
সার্জিও আগুয়েরো ম্যানচেস্টার সিটি ছাড়ার বছরেই ক্লাব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, আগুয়েরোর সম্মানে ইতিহাদে ভাস্কর্য নির্মাণ করা হবে। আর্জেন্টাইন তারকার ঐতিহাসিক সেই গোলের এক দশক পর এবার ইতিহাদ স্টেডিয়ামের বাইরে তাঁর মূর্তি বানিয়েছে ম্যানসিটি। আজ সাবেক সিটিজেন স্ট্রাইকারের উপস্থিতিতে ভাস্কর্যটি উন্মোচন করা হয়েছে৷
সিটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার আগুয়েরো। ক্লাবের ইতিহাসের সবচেয়ে বেশি গোলও তাঁর। ২০১২ সালে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে অতিরিক্ত সময়ে করা তাঁর সেই ঐতিহাসিক গোলেই ৪৪ বছর পর লিগ শিরোপা জিতেছিল সিটি। সেই বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতেই সিটির এই আয়োজন। আগুয়েরো নিজেও বেশ আপ্লুত হয়েছেন এমন সম্মান পেয়ে। তিনি বলেছেন, ‘অসাধারণ, বেশ খুশি লাগছে। এটি আমার জন্য বিশেষ একটা ব্যাপার। ওই মুহূর্তটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। ওটা আমার জীবনের সেরা মুহূর্ত। আজীবন এর স্মৃতি হৃদয়ে অক্ষত থাকবে।’
লিগ জেতার ওই বছরটা সিটির জন্য ছিল একটা বাঁকবদল। কারণ এরপর থেকেই তারা সাফল্য পেতে শুরু করে। আগুয়েরোও বললেন সে কথায়, ‘জানি না ওই বছর প্রিমিয়ার লিগে হারলে এখন এই অবস্থায় আসতে পারতাম কিনা। বছরটা সবকিছু পরিবর্তন করে দিয়েছে, কারণ এর পরের বছর থেকেই আমরা ট্রফি জিততে শুরু করেছি।’
এদিকে ভাস্কর্য বসানোর পর সিটির চেয়ারম্যান খালদুন আল মুবারাক জানিয়েছেন, ‘সার্জিও আগুয়েরো ক্লাবে যে অবদান রেখেছে, তা ক্লাবের ইতিহাসই বদলে দিয়েছে। আগুয়েরোকে তিনি সর্বকালের সেরাদের একজন হিসেবে আখ্যায়িত করেছেন, ‘নিঃসন্দেহে সে এই খেলাটার সর্বকালের সেরাদের একজন। আমাদের সমর্থকেরা যখন সার্জিওর কথা ভাবেন, তখন সেই ঐতিহাসিক ৯৩:২০ গোলটার কথাই মনে করেন। তবে তার ২৬০ গোলের রেকর্ড বলে, তার প্রভাবটা ক্লাবে অনেক বেশি।’
সার্জিও আগুয়েরো ম্যানচেস্টার সিটি ছাড়ার বছরেই ক্লাব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, আগুয়েরোর সম্মানে ইতিহাদে ভাস্কর্য নির্মাণ করা হবে। আর্জেন্টাইন তারকার ঐতিহাসিক সেই গোলের এক দশক পর এবার ইতিহাদ স্টেডিয়ামের বাইরে তাঁর মূর্তি বানিয়েছে ম্যানসিটি। আজ সাবেক সিটিজেন স্ট্রাইকারের উপস্থিতিতে ভাস্কর্যটি উন্মোচন করা হয়েছে৷
সিটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার আগুয়েরো। ক্লাবের ইতিহাসের সবচেয়ে বেশি গোলও তাঁর। ২০১২ সালে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে অতিরিক্ত সময়ে করা তাঁর সেই ঐতিহাসিক গোলেই ৪৪ বছর পর লিগ শিরোপা জিতেছিল সিটি। সেই বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতেই সিটির এই আয়োজন। আগুয়েরো নিজেও বেশ আপ্লুত হয়েছেন এমন সম্মান পেয়ে। তিনি বলেছেন, ‘অসাধারণ, বেশ খুশি লাগছে। এটি আমার জন্য বিশেষ একটা ব্যাপার। ওই মুহূর্তটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। ওটা আমার জীবনের সেরা মুহূর্ত। আজীবন এর স্মৃতি হৃদয়ে অক্ষত থাকবে।’
লিগ জেতার ওই বছরটা সিটির জন্য ছিল একটা বাঁকবদল। কারণ এরপর থেকেই তারা সাফল্য পেতে শুরু করে। আগুয়েরোও বললেন সে কথায়, ‘জানি না ওই বছর প্রিমিয়ার লিগে হারলে এখন এই অবস্থায় আসতে পারতাম কিনা। বছরটা সবকিছু পরিবর্তন করে দিয়েছে, কারণ এর পরের বছর থেকেই আমরা ট্রফি জিততে শুরু করেছি।’
এদিকে ভাস্কর্য বসানোর পর সিটির চেয়ারম্যান খালদুন আল মুবারাক জানিয়েছেন, ‘সার্জিও আগুয়েরো ক্লাবে যে অবদান রেখেছে, তা ক্লাবের ইতিহাসই বদলে দিয়েছে। আগুয়েরোকে তিনি সর্বকালের সেরাদের একজন হিসেবে আখ্যায়িত করেছেন, ‘নিঃসন্দেহে সে এই খেলাটার সর্বকালের সেরাদের একজন। আমাদের সমর্থকেরা যখন সার্জিওর কথা ভাবেন, তখন সেই ঐতিহাসিক ৯৩:২০ গোলটার কথাই মনে করেন। তবে তার ২৬০ গোলের রেকর্ড বলে, তার প্রভাবটা ক্লাবে অনেক বেশি।’
উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
১ ঘণ্টা আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
২ ঘণ্টা আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
৩ ঘণ্টা আগেসেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৫ ঘণ্টা আগে