ক্রীড়া ডেস্ক
দুই বছর আগে ট্রেবল জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু চেলসির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সিটির। কাছাকাছি গিয়েও কোচ পেপ গার্দিওলার দ্বিতীয় ক্লাবের হয়ে ট্রেবল জেতা আর হলো না। আজ গার্দিওলার সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। ইন্টার মিলানের বিপক্ষে কামাল আতাতুর্ক স্টেডিয়ামে ইতিহাস গড়তে তাঁর ভরসা এবার আর্লিং হালান্ড।
২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই গার্দিওলা করেন বাজিমাত। লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগ-তাঁর (গার্দিওলা) অধীনে ট্রেবল জিতেছিল বার্সা। বার্সার এই ট্রেবল জয়ের মৌসুমে লিওনেল মেসি ৫১ ম্যাচে করেছেন ৩৮ গোল এবং ১৯ গোলে অ্যাসিস্ট করেছেন। ১৪ বছর পর সিটির হয়ে গার্দিওলার সামনে রয়েছে ট্রেবল জয়ের হাতছানি। সিটিতে এসে প্রথম মৌসুমেই হালান্ড ৫২ ম্যাচে করেছেন ৫২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৯ গোলে। গতকাল কামাল আতাতুর্ক স্টেডিয়ামে সফলতার কথা জিজ্ঞেস করতেই তিনি (গার্দিওলা) মেসি ও হালান্ডের নাম উল্লেখ করেছেন। স্প্যানিশ এই কোচ বলেন, ‘ভালো খেলোয়াড় অবশ্যই আছে। আগে ছিল মেসি। এখন আছে হালান্ড। এটাই আমার সফলতা। আমি কোনো মজা করছি না। যারা আমাকে অনুসরণ করেছে, তারা এখানে এসেছে। যারা করেনি, তারা এখানে আসেনি। প্রত্যেক সফল কোচের একটা ভালো প্রতিষ্ঠান এবং ভালো খেলোয়াড় থাকে।’
দারুণ ছন্দে থাকলেও নকআউট পর্বে গত কয়েক ম্যাচে হালান্ড গোল পাননি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দুই লেগ, এফএ কাপ ফাইনাল—তিন ম্যাচে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার ছিলেন গোলশূন্য। তবু সিটির চ্যাম্পিয়নস লিগ জয়ের ক্ষেত্রে হালান্ডের ওপরই ভরসা রাখছেন গার্দিওলা। সিটি কোচ বলেন, ‘হালান্ডের গোল করার ব্যাপারে আমি আলোচনা করতে আসেনি। যদি আপনার সন্দেহ থাকে, তাহলে আপনি একাকিত্ব অনুভব করছেন। আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আগামীকাল (আজ) আমাদের চ্যাম্পিয়নস লিগ জেতাতে সে (হালান্ড) প্রস্তুত থাকবে।’
দুই বছর আগে ট্রেবল জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু চেলসির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সিটির। কাছাকাছি গিয়েও কোচ পেপ গার্দিওলার দ্বিতীয় ক্লাবের হয়ে ট্রেবল জেতা আর হলো না। আজ গার্দিওলার সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। ইন্টার মিলানের বিপক্ষে কামাল আতাতুর্ক স্টেডিয়ামে ইতিহাস গড়তে তাঁর ভরসা এবার আর্লিং হালান্ড।
২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই গার্দিওলা করেন বাজিমাত। লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগ-তাঁর (গার্দিওলা) অধীনে ট্রেবল জিতেছিল বার্সা। বার্সার এই ট্রেবল জয়ের মৌসুমে লিওনেল মেসি ৫১ ম্যাচে করেছেন ৩৮ গোল এবং ১৯ গোলে অ্যাসিস্ট করেছেন। ১৪ বছর পর সিটির হয়ে গার্দিওলার সামনে রয়েছে ট্রেবল জয়ের হাতছানি। সিটিতে এসে প্রথম মৌসুমেই হালান্ড ৫২ ম্যাচে করেছেন ৫২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৯ গোলে। গতকাল কামাল আতাতুর্ক স্টেডিয়ামে সফলতার কথা জিজ্ঞেস করতেই তিনি (গার্দিওলা) মেসি ও হালান্ডের নাম উল্লেখ করেছেন। স্প্যানিশ এই কোচ বলেন, ‘ভালো খেলোয়াড় অবশ্যই আছে। আগে ছিল মেসি। এখন আছে হালান্ড। এটাই আমার সফলতা। আমি কোনো মজা করছি না। যারা আমাকে অনুসরণ করেছে, তারা এখানে এসেছে। যারা করেনি, তারা এখানে আসেনি। প্রত্যেক সফল কোচের একটা ভালো প্রতিষ্ঠান এবং ভালো খেলোয়াড় থাকে।’
দারুণ ছন্দে থাকলেও নকআউট পর্বে গত কয়েক ম্যাচে হালান্ড গোল পাননি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দুই লেগ, এফএ কাপ ফাইনাল—তিন ম্যাচে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার ছিলেন গোলশূন্য। তবু সিটির চ্যাম্পিয়নস লিগ জয়ের ক্ষেত্রে হালান্ডের ওপরই ভরসা রাখছেন গার্দিওলা। সিটি কোচ বলেন, ‘হালান্ডের গোল করার ব্যাপারে আমি আলোচনা করতে আসেনি। যদি আপনার সন্দেহ থাকে, তাহলে আপনি একাকিত্ব অনুভব করছেন। আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আগামীকাল (আজ) আমাদের চ্যাম্পিয়নস লিগ জেতাতে সে (হালান্ড) প্রস্তুত থাকবে।’
মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্রথম দিনের অর্ধেকটা সময় কেড়ে নিয়েছে বাজে আবহাওয়া। পরে ব্যাটিংয়ে নেমে ৪৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তবে পঞ্চম উইকেটে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ৯৭ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে তাঁরা। তবে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু হতেও দেরি...
১ few সেকেন্ড আগেআকাশে উড়তে থাকা রংপুর রাইডার্সকে মাটিতে নামিয়ে আনার দারুণ একটা সুযোগ পেয়েছিল চিটাগং কিংস। ১৬৪ রানেই তারা আটকে দিয়েছিল রংপুর রাইডার্সকে। কিন্তু ঘরের মাঠ, গ্যালারিভর্তি দর্শকের সমর্থন নিয়েও ব্যাটিংয়ে অনুজ্জ্বল চিটাগং; ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১৩১ রানের বেশি তুলতে পারেনি তারা। তাতে রংপুর রাইডার্সের জয় ৩
১২ ঘণ্টা আগেবোঝাই যাচ্ছিল, একটা অস্বস্তিতে আছেন। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। চিকিৎসা বিরতি নিয়ে ইনহেলার সেবন করতেও দেখা গেল। তারপরও তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে হারিয়ে দিলেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাচাককে।
১৪ ঘণ্টা আগেপয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই যেমন হওয়ার উচিত, ঠিক তেমনই হলো রংপুরের ইনিংস পর্যন্ত। আলিস আল ইসলাম-বিনুরা ফার্নান্দোদের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ৬৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল রংপুর। ধুঁকতে ধুঁকতে ১৪ ওভারে রান তুলতে পেরেছিল কেবল...
১৪ ঘণ্টা আগে