ক্রীড়া ডেস্ক
২৪ ঘণ্টা পার হতেই ইনস্টাগ্রামে রেকর্ড গড়ল লিওনেল মেসির হাতে ‘সোনার ট্রফি’র ছবি। বিশ্বকাপ জেতার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ট্রফি জয়ের একটি ছবি পোস্ট করেন আর্জেন্টিনা অধিনায়ক। যে ছবিতে এ পর্যন্ত লাইক পড়েছে ৬ কোটি ২১ লাখের বেশি। ইনস্টাগ্রামের ইতিহাসে এর চেয়ে বেশি লাইক আর কোনো পোস্টে পড়েনি।
যুক্তরাষ্ট্রের মিডিয়া ব্যক্তিত্ব কাইলি জেনারকে হারিয়ে ২০১৯ সালের ৪ জানুয়ারি ইনস্টাগ্রামে বিশ্ব রেকর্ড গড়েছিল একটি ‘ডিম’। ‘ওয়ার্ল্ড রেকর্ড এগ’ নামের একটি পেজে পোস্ট দেওয়া ওই ছবিতে লাইক পড়েছে ৫ কোটি ৬৮ লাখ। যা দীর্ঘদিন ধরে ইনস্টাগ্রামের সর্বাধিক লাইকপ্রাপ্ত ছবি ছিল। দুই পায়ে অসংখ্য রেকর্ড গড়া মেসি এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এবার ছবি শেয়ার করেও রেকর্ড ভাঙা-গড়ার প্রতিযোগিতায় নেমেছেন! ইনস্টাগ্রামে মেসি সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্ট এখন বিশ্বকাপজয়ী মেসির।
বিশ্বকাপ জয়ের পর ইনস্টাগ্রামে বিশ্বকাপের ট্রফি হাতে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন! আমি এটা অনেকবার স্বপ্ন দেখেছি। আমি এটা এখনো বিশ্বাস করতে পারছি না…। যারা আমাকে সমর্থন করেছেন এবং যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।’
মেসিকে শীর্ষে তোলার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকেরা লাইক আহ্বানে নেমেছেন। যেভাবে লাইক বাড়ছে, কোথায় গিয়ে এ সংখ্যা থামে, তা–ই দেখার অপেক্ষা। ডিমের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন সমর্থকেরা।
ডিমের ছবি থেকে মেসি সমর্থকেরা লাইক সরিয়ে নিচ্ছেন। তবে মেসির সঙ্গে আবারও আলোচনায় আসা ডিমের ছবিরও লাইকও বাড়ছে। এ ক্ষেত্রে সমর্থকেরা দাবি করছেন, মেসিকে যারা পছন্দ করেন না তারাই ডিমের লাইকের সংখ্যা বাড়ানোর জন্য মাঠে নেমেছেন।
উল্লেখ্য, ডিমের ছবিটি ২০১৯ সালের ৪ জানুয়ারি ইনস্টাগ্রামে আপলোড দেওয়া হয়। তখন ছবির ক্যাপশনে লেখা হয়, ‘আসুন আমরা একসঙ্গে একটি বিশ্ব রেকর্ড গড়ি, ইনস্টাগ্রামে সর্বাধিক লাইক করা একটি পোস্ট তৈরি করি।’ এরপরই ছবিটিই কাইলি জেনারের ১৮ মিলিয়ন লাইকের ইনস্টাগ্রাম পোস্টকে হারিয়ে দেয়।
২৪ ঘণ্টা পার হতেই ইনস্টাগ্রামে রেকর্ড গড়ল লিওনেল মেসির হাতে ‘সোনার ট্রফি’র ছবি। বিশ্বকাপ জেতার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ট্রফি জয়ের একটি ছবি পোস্ট করেন আর্জেন্টিনা অধিনায়ক। যে ছবিতে এ পর্যন্ত লাইক পড়েছে ৬ কোটি ২১ লাখের বেশি। ইনস্টাগ্রামের ইতিহাসে এর চেয়ে বেশি লাইক আর কোনো পোস্টে পড়েনি।
যুক্তরাষ্ট্রের মিডিয়া ব্যক্তিত্ব কাইলি জেনারকে হারিয়ে ২০১৯ সালের ৪ জানুয়ারি ইনস্টাগ্রামে বিশ্ব রেকর্ড গড়েছিল একটি ‘ডিম’। ‘ওয়ার্ল্ড রেকর্ড এগ’ নামের একটি পেজে পোস্ট দেওয়া ওই ছবিতে লাইক পড়েছে ৫ কোটি ৬৮ লাখ। যা দীর্ঘদিন ধরে ইনস্টাগ্রামের সর্বাধিক লাইকপ্রাপ্ত ছবি ছিল। দুই পায়ে অসংখ্য রেকর্ড গড়া মেসি এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এবার ছবি শেয়ার করেও রেকর্ড ভাঙা-গড়ার প্রতিযোগিতায় নেমেছেন! ইনস্টাগ্রামে মেসি সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্ট এখন বিশ্বকাপজয়ী মেসির।
বিশ্বকাপ জয়ের পর ইনস্টাগ্রামে বিশ্বকাপের ট্রফি হাতে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন! আমি এটা অনেকবার স্বপ্ন দেখেছি। আমি এটা এখনো বিশ্বাস করতে পারছি না…। যারা আমাকে সমর্থন করেছেন এবং যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।’
মেসিকে শীর্ষে তোলার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকেরা লাইক আহ্বানে নেমেছেন। যেভাবে লাইক বাড়ছে, কোথায় গিয়ে এ সংখ্যা থামে, তা–ই দেখার অপেক্ষা। ডিমের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন সমর্থকেরা।
ডিমের ছবি থেকে মেসি সমর্থকেরা লাইক সরিয়ে নিচ্ছেন। তবে মেসির সঙ্গে আবারও আলোচনায় আসা ডিমের ছবিরও লাইকও বাড়ছে। এ ক্ষেত্রে সমর্থকেরা দাবি করছেন, মেসিকে যারা পছন্দ করেন না তারাই ডিমের লাইকের সংখ্যা বাড়ানোর জন্য মাঠে নেমেছেন।
উল্লেখ্য, ডিমের ছবিটি ২০১৯ সালের ৪ জানুয়ারি ইনস্টাগ্রামে আপলোড দেওয়া হয়। তখন ছবির ক্যাপশনে লেখা হয়, ‘আসুন আমরা একসঙ্গে একটি বিশ্ব রেকর্ড গড়ি, ইনস্টাগ্রামে সর্বাধিক লাইক করা একটি পোস্ট তৈরি করি।’ এরপরই ছবিটিই কাইলি জেনারের ১৮ মিলিয়ন লাইকের ইনস্টাগ্রাম পোস্টকে হারিয়ে দেয়।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৮ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১০ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১১ ঘণ্টা আগে