ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসির ঘোষণার পর থেকেই ইন্টার মিয়ামির সমর্থকেরা অপেক্ষায় আছেন আর্জেন্টিনার অধিনায়কের পায়ের জাদু দেখতে। আসলে মিয়ামি বললে ভুল হবে, অধীর অপেক্ষায় রয়েছেন তো মেজর লিগ সকারের (এমএলএস) সমর্থকেরাও।
তবে সমর্থকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এখনো মিয়ামির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি না হওয়ায় এমএলএসে পায়ের জাদু দেখাতে পারবেন না যে মেসি। অবশ্য চুক্তির কাজ সারতে গতকাল মিয়ামিতে পৌঁছেছেন তিনি। মিয়ামির উদ্দেশে যাওয়ার আগে আর্জেন্টিনার এক টিভি শোকে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা। জানিয়েছেন, নতুন চ্যালেঞ্জ নিতে মিয়ামিতে যাচ্ছেন তিনি।
সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, তাতে আমি খুশি। নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ও আগ্রহী আছি। আমার মানসিকতা ও চিন্তার কোনো পরিবর্তন হচ্ছে না। সেখানে চেষ্টা করব এবং যে অবস্থাতেই থাকি না কেন, আমার এবং নতুন ক্লাবের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করব। সর্বোচ্চ স্তরের পারফর্ম চালিয়ে যাব।’
মেসি আসবেন বলে গত দুই দিন আগে মিয়ামিতে তাঁর ম্যুরাল আঁকা হয়েছে। আর্জেন্টাইন অধিনায়কের ম্যুরাল খোদ এঁকেছেন ক্লাবের সহস্বত্বাধিকারী ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহাম। এ ছাড়া এর আগে ঘোষণা করা হয়েছে আগামী ১৬ জুলাই মেসিকে বরণ করে নেওয়ার সময়ও। সেদিন ঘরের মাঠে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক আয়োজন করেছে মিয়ামি। পরিচয় পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্যে দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠানসূচি রেখেছে ক্লাব। অবশ্য সেদিন শুধু মেসিকেই নয়, মিয়ামিতে নতুন আসা সবাইকে পরিচয় করিয়ে দেবে এমএলএসের ক্লাবটি। সাবেক বার্সা সতীর্থ সার্জিও বুসকেতসের সঙ্গে মেসির সাবেক গুরু স্বদেশি তাতা মার্তিনেজও পরিচিত হবেন মিয়ামির সমর্থকদের সঙ্গে।
আর এমএলএসে মেসির অভিষেক হবে ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে ডিডিআর পিএনকে মাঠে প্রথমবারের মতো সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী নামবেন মিয়ামির হয়ে।
লিওনেল মেসির ঘোষণার পর থেকেই ইন্টার মিয়ামির সমর্থকেরা অপেক্ষায় আছেন আর্জেন্টিনার অধিনায়কের পায়ের জাদু দেখতে। আসলে মিয়ামি বললে ভুল হবে, অধীর অপেক্ষায় রয়েছেন তো মেজর লিগ সকারের (এমএলএস) সমর্থকেরাও।
তবে সমর্থকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এখনো মিয়ামির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি না হওয়ায় এমএলএসে পায়ের জাদু দেখাতে পারবেন না যে মেসি। অবশ্য চুক্তির কাজ সারতে গতকাল মিয়ামিতে পৌঁছেছেন তিনি। মিয়ামির উদ্দেশে যাওয়ার আগে আর্জেন্টিনার এক টিভি শোকে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা। জানিয়েছেন, নতুন চ্যালেঞ্জ নিতে মিয়ামিতে যাচ্ছেন তিনি।
সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, তাতে আমি খুশি। নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ও আগ্রহী আছি। আমার মানসিকতা ও চিন্তার কোনো পরিবর্তন হচ্ছে না। সেখানে চেষ্টা করব এবং যে অবস্থাতেই থাকি না কেন, আমার এবং নতুন ক্লাবের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করব। সর্বোচ্চ স্তরের পারফর্ম চালিয়ে যাব।’
মেসি আসবেন বলে গত দুই দিন আগে মিয়ামিতে তাঁর ম্যুরাল আঁকা হয়েছে। আর্জেন্টাইন অধিনায়কের ম্যুরাল খোদ এঁকেছেন ক্লাবের সহস্বত্বাধিকারী ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহাম। এ ছাড়া এর আগে ঘোষণা করা হয়েছে আগামী ১৬ জুলাই মেসিকে বরণ করে নেওয়ার সময়ও। সেদিন ঘরের মাঠে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক আয়োজন করেছে মিয়ামি। পরিচয় পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্যে দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠানসূচি রেখেছে ক্লাব। অবশ্য সেদিন শুধু মেসিকেই নয়, মিয়ামিতে নতুন আসা সবাইকে পরিচয় করিয়ে দেবে এমএলএসের ক্লাবটি। সাবেক বার্সা সতীর্থ সার্জিও বুসকেতসের সঙ্গে মেসির সাবেক গুরু স্বদেশি তাতা মার্তিনেজও পরিচিত হবেন মিয়ামির সমর্থকদের সঙ্গে।
আর এমএলএসে মেসির অভিষেক হবে ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে ডিডিআর পিএনকে মাঠে প্রথমবারের মতো সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী নামবেন মিয়ামির হয়ে।
বছরখানেকও হয়নি। এর মধ্যেই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শিলংয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচেই ভারতের জার্সিতে দেখা যেতে পারে...
১ ঘণ্টা আগেভারত নাকি নিউজিল্যান্ড—চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর মিলবে আগামী ৯ মার্চ। এর আগে ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি।
২ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগেএশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে অম্ল-মধুর এক দিন পার করল বাংলদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালের আশা টিকিয়ে রেখে ম্যাট ছাড়ে ৫২-১২ পয়েন্ট ব্যবধানের জয় নিয়ে।
৩ ঘণ্টা আগে