লাল কার্ড দেওয়া রেফারির ওপর ক্ষোভ ঝাড়লেন জাভি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১৫: ৪৮

কার্ড বিলি করাতেই যেন গতকাল ব্যস্ত ছিলেন রেফারি সিজার সোতো। একটু পর পরই পকেট থেকে কার্ড বের করছিলেন। এমনকি বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজকেও কার্ড দেখতে হয়েছে। রেফারির ওপর ক্ষোভ ঝেরেছেন জাভি। 

কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে লা লিগায় গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল হেতাফে। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। দুই দলই করছিল একের পর এক ফাউল। সব মিলিয়ে ৩১ ফাউল হয়েছে এই ম্যাচে, যার মধ্যে হেতাফে ফাউল করেছে ২০টি ও ১১টি ফাউল করেছে বার্সেলোনা। যেখানে বার্সার আবদেসসামাদ এজাজ্জুলিকে ফাউল করার ব্যাপারে রেফারির সঙ্গে কথা বলেছেন জাভি। বার্সা কোচকে দেখানো হয়েছে লাল কার্ড। সিজারের রেফারিং নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘আমাকে লাল কার্ড দেখানো হয়েছে। কারণ আমি বলছিলাম যে রেফারি হেতাফেকে অনেক ফাউল করায় সাহায্য করছেন। কিন্ত আমাদের সঙ্গে ভিন্ন আচরণ করছিলেন রেফারি।’ 

খেলা শুরুর ১৫ মিনিটের সময় হেতাফের স্তেফান মিত্রোভিচকে হলুদ কার্ড দিয়ে ম্যাচে কার্ড দেখানো শুরু হয়। এই ম্যাচে ১০টি কার্ড পেয়েছেন ফুটবলাররা। যার মধ্যে বার্সেলোনার রাফিনহা ও হেতাফের হেইম মাতা-দুজনে লাল কার্ড পেয়েছেন। এই দুজনই প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন। যেখানে রাফিনহা প্রথমে হলুদ কার্ড পেয়েছিলেন হেতাফের মিডফিল্ডার কার্লেস অ্যালেনার থেকে বল দখল করতে গিয়ে। এমন রেফারিং লা লিগার দর্শক কমে যাওয়ার কারণ মনে করছেন জাভি। বার্সা কোচ বলেন, ‘এটা যদি লা লিগার ম্যাচ হয়, তাহলে তো খুবই লজ্জাজনক। বুলতে পেরেছি কেন লোকেরা আমাদের ফুটবল দেখেন না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত