ক্রীড়া ডেস্ক
কার্ড বিলি করাতেই যেন গতকাল ব্যস্ত ছিলেন রেফারি সিজার সোতো। একটু পর পরই পকেট থেকে কার্ড বের করছিলেন। এমনকি বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজকেও কার্ড দেখতে হয়েছে। রেফারির ওপর ক্ষোভ ঝেরেছেন জাভি।
কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে লা লিগায় গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল হেতাফে। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। দুই দলই করছিল একের পর এক ফাউল। সব মিলিয়ে ৩১ ফাউল হয়েছে এই ম্যাচে, যার মধ্যে হেতাফে ফাউল করেছে ২০টি ও ১১টি ফাউল করেছে বার্সেলোনা। যেখানে বার্সার আবদেসসামাদ এজাজ্জুলিকে ফাউল করার ব্যাপারে রেফারির সঙ্গে কথা বলেছেন জাভি। বার্সা কোচকে দেখানো হয়েছে লাল কার্ড। সিজারের রেফারিং নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘আমাকে লাল কার্ড দেখানো হয়েছে। কারণ আমি বলছিলাম যে রেফারি হেতাফেকে অনেক ফাউল করায় সাহায্য করছেন। কিন্ত আমাদের সঙ্গে ভিন্ন আচরণ করছিলেন রেফারি।’
খেলা শুরুর ১৫ মিনিটের সময় হেতাফের স্তেফান মিত্রোভিচকে হলুদ কার্ড দিয়ে ম্যাচে কার্ড দেখানো শুরু হয়। এই ম্যাচে ১০টি কার্ড পেয়েছেন ফুটবলাররা। যার মধ্যে বার্সেলোনার রাফিনহা ও হেতাফের হেইম মাতা-দুজনে লাল কার্ড পেয়েছেন। এই দুজনই প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন। যেখানে রাফিনহা প্রথমে হলুদ কার্ড পেয়েছিলেন হেতাফের মিডফিল্ডার কার্লেস অ্যালেনার থেকে বল দখল করতে গিয়ে। এমন রেফারিং লা লিগার দর্শক কমে যাওয়ার কারণ মনে করছেন জাভি। বার্সা কোচ বলেন, ‘এটা যদি লা লিগার ম্যাচ হয়, তাহলে তো খুবই লজ্জাজনক। বুলতে পেরেছি কেন লোকেরা আমাদের ফুটবল দেখেন না।’
কার্ড বিলি করাতেই যেন গতকাল ব্যস্ত ছিলেন রেফারি সিজার সোতো। একটু পর পরই পকেট থেকে কার্ড বের করছিলেন। এমনকি বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজকেও কার্ড দেখতে হয়েছে। রেফারির ওপর ক্ষোভ ঝেরেছেন জাভি।
কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে লা লিগায় গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল হেতাফে। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। দুই দলই করছিল একের পর এক ফাউল। সব মিলিয়ে ৩১ ফাউল হয়েছে এই ম্যাচে, যার মধ্যে হেতাফে ফাউল করেছে ২০টি ও ১১টি ফাউল করেছে বার্সেলোনা। যেখানে বার্সার আবদেসসামাদ এজাজ্জুলিকে ফাউল করার ব্যাপারে রেফারির সঙ্গে কথা বলেছেন জাভি। বার্সা কোচকে দেখানো হয়েছে লাল কার্ড। সিজারের রেফারিং নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘আমাকে লাল কার্ড দেখানো হয়েছে। কারণ আমি বলছিলাম যে রেফারি হেতাফেকে অনেক ফাউল করায় সাহায্য করছেন। কিন্ত আমাদের সঙ্গে ভিন্ন আচরণ করছিলেন রেফারি।’
খেলা শুরুর ১৫ মিনিটের সময় হেতাফের স্তেফান মিত্রোভিচকে হলুদ কার্ড দিয়ে ম্যাচে কার্ড দেখানো শুরু হয়। এই ম্যাচে ১০টি কার্ড পেয়েছেন ফুটবলাররা। যার মধ্যে বার্সেলোনার রাফিনহা ও হেতাফের হেইম মাতা-দুজনে লাল কার্ড পেয়েছেন। এই দুজনই প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন। যেখানে রাফিনহা প্রথমে হলুদ কার্ড পেয়েছিলেন হেতাফের মিডফিল্ডার কার্লেস অ্যালেনার থেকে বল দখল করতে গিয়ে। এমন রেফারিং লা লিগার দর্শক কমে যাওয়ার কারণ মনে করছেন জাভি। বার্সা কোচ বলেন, ‘এটা যদি লা লিগার ম্যাচ হয়, তাহলে তো খুবই লজ্জাজনক। বুলতে পেরেছি কেন লোকেরা আমাদের ফুটবল দেখেন না।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৮ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১০ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১০ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১১ ঘণ্টা আগে