ক্রীড়া ডেস্ক
কার্ড বিলি করাতেই যেন গতকাল ব্যস্ত ছিলেন রেফারি সিজার সোতো। একটু পর পরই পকেট থেকে কার্ড বের করছিলেন। এমনকি বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজকেও কার্ড দেখতে হয়েছে। রেফারির ওপর ক্ষোভ ঝেরেছেন জাভি।
কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে লা লিগায় গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল হেতাফে। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। দুই দলই করছিল একের পর এক ফাউল। সব মিলিয়ে ৩১ ফাউল হয়েছে এই ম্যাচে, যার মধ্যে হেতাফে ফাউল করেছে ২০টি ও ১১টি ফাউল করেছে বার্সেলোনা। যেখানে বার্সার আবদেসসামাদ এজাজ্জুলিকে ফাউল করার ব্যাপারে রেফারির সঙ্গে কথা বলেছেন জাভি। বার্সা কোচকে দেখানো হয়েছে লাল কার্ড। সিজারের রেফারিং নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘আমাকে লাল কার্ড দেখানো হয়েছে। কারণ আমি বলছিলাম যে রেফারি হেতাফেকে অনেক ফাউল করায় সাহায্য করছেন। কিন্ত আমাদের সঙ্গে ভিন্ন আচরণ করছিলেন রেফারি।’
খেলা শুরুর ১৫ মিনিটের সময় হেতাফের স্তেফান মিত্রোভিচকে হলুদ কার্ড দিয়ে ম্যাচে কার্ড দেখানো শুরু হয়। এই ম্যাচে ১০টি কার্ড পেয়েছেন ফুটবলাররা। যার মধ্যে বার্সেলোনার রাফিনহা ও হেতাফের হেইম মাতা-দুজনে লাল কার্ড পেয়েছেন। এই দুজনই প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন। যেখানে রাফিনহা প্রথমে হলুদ কার্ড পেয়েছিলেন হেতাফের মিডফিল্ডার কার্লেস অ্যালেনার থেকে বল দখল করতে গিয়ে। এমন রেফারিং লা লিগার দর্শক কমে যাওয়ার কারণ মনে করছেন জাভি। বার্সা কোচ বলেন, ‘এটা যদি লা লিগার ম্যাচ হয়, তাহলে তো খুবই লজ্জাজনক। বুলতে পেরেছি কেন লোকেরা আমাদের ফুটবল দেখেন না।’
কার্ড বিলি করাতেই যেন গতকাল ব্যস্ত ছিলেন রেফারি সিজার সোতো। একটু পর পরই পকেট থেকে কার্ড বের করছিলেন। এমনকি বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজকেও কার্ড দেখতে হয়েছে। রেফারির ওপর ক্ষোভ ঝেরেছেন জাভি।
কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে লা লিগায় গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল হেতাফে। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। দুই দলই করছিল একের পর এক ফাউল। সব মিলিয়ে ৩১ ফাউল হয়েছে এই ম্যাচে, যার মধ্যে হেতাফে ফাউল করেছে ২০টি ও ১১টি ফাউল করেছে বার্সেলোনা। যেখানে বার্সার আবদেসসামাদ এজাজ্জুলিকে ফাউল করার ব্যাপারে রেফারির সঙ্গে কথা বলেছেন জাভি। বার্সা কোচকে দেখানো হয়েছে লাল কার্ড। সিজারের রেফারিং নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘আমাকে লাল কার্ড দেখানো হয়েছে। কারণ আমি বলছিলাম যে রেফারি হেতাফেকে অনেক ফাউল করায় সাহায্য করছেন। কিন্ত আমাদের সঙ্গে ভিন্ন আচরণ করছিলেন রেফারি।’
খেলা শুরুর ১৫ মিনিটের সময় হেতাফের স্তেফান মিত্রোভিচকে হলুদ কার্ড দিয়ে ম্যাচে কার্ড দেখানো শুরু হয়। এই ম্যাচে ১০টি কার্ড পেয়েছেন ফুটবলাররা। যার মধ্যে বার্সেলোনার রাফিনহা ও হেতাফের হেইম মাতা-দুজনে লাল কার্ড পেয়েছেন। এই দুজনই প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন। যেখানে রাফিনহা প্রথমে হলুদ কার্ড পেয়েছিলেন হেতাফের মিডফিল্ডার কার্লেস অ্যালেনার থেকে বল দখল করতে গিয়ে। এমন রেফারিং লা লিগার দর্শক কমে যাওয়ার কারণ মনে করছেন জাভি। বার্সা কোচ বলেন, ‘এটা যদি লা লিগার ম্যাচ হয়, তাহলে তো খুবই লজ্জাজনক। বুলতে পেরেছি কেন লোকেরা আমাদের ফুটবল দেখেন না।’
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
১ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৩ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৪ ঘণ্টা আগে